বাংলা নিউজ > বায়োস্কোপ > Mamata-Soumitrisha: ২১শের মঞ্চে মমতাকে দেখেই পায়ে হাত মিঠাইয়ের, একফ্রেমে ধরা দিল ‘প্রাক্তন’ জুটি!

Mamata-Soumitrisha: ২১শের মঞ্চে মমতাকে দেখেই পায়ে হাত মিঠাইয়ের, একফ্রেমে ধরা দিল ‘প্রাক্তন’ জুটি!

মমতার সঙ্গে একফ্রেমে সৌমিতৃষা, দেখা মিলল দেবেরও 

Celebs at 21July Rally: ২১শে জুলাইয়ের মঞ্চে তারকা সমাবেশ। টলিপাড়ার রথী-মহারথীরা হাজির ছিলেন মমতার ডাকে। দেখা মিলল সৌমিতৃষা, নীল-তৃণা, সোনামণি থেকে দেব-মিমি-নুসরতদের। 

প্রতিবারের মতো এবছরও ২১শে জুলাইয়ের সভামঞ্চে টলিগঞ্জের তারকাদের ভিড়। তৃণমূলের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করলেন টেলিপাড়ার রথী-মহারথ। কিন্তু মঞ্চে থাকলেও কোনও তারকারা মূলত ‘এক্সট্রা’ হয়েই থাকলেন এই রাজনৈতিক সমাবেশে। আরও পড়ুন-মঞ্চে তখন বক্তব্য রাখছেন মমতা, শেষলগ্নে হঠাৎ একুশে জুলাইয়ের সভায় হাজির মুকুল রায়

বৃহস্পতিবার ধর্মতলায় সমাবেশ মঞ্চে ছিলেন তৃণমূলের তারকা সদস্য, সাংসদ, বিধায়করা তো ছিলেনই, সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত নন অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের মানুষদেরও দেখা মিলল। পৌঁছেছিলেন টেলিভিশনের মিঠাইরানি সৌমিতৃষা কুণ্ডু, নীল-তৃণা, সোনামণি সাহা, সাহেব চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, ভরত কল, সুদেষ্ণা রায়রা। দেখা মিলল বিধায়ক দেবাশিস কুমার কন্যা দেবলীনা কুমারের। পৌঁছেছিলেন তৃণমূলের তিন তারকা সাংসদ দেব-মিমি ও নুসরত জাহান। তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ কাড়লেন লাইমলাইট। ছিলেন বিধায়ক বাবুল সুপ্রিয়, অদিতি মুন্সিরা।

এদিন সাদা রঙা শার্ট আর ডেনিমে দেখা মিলল সৌমিতৃষার। মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা মাত্রই দিদির পায়ে হাত দিয়ে প্রণাম করেন মিঠাই। তাঁকে আর্শীবাদে ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সেই সৌমিতৃষার ভিডিয়ো ফ্যানেদের সুবাদে ভাইরাল সোশ্যালে।

গত কয়েক সপ্তাহ ধরেই টেলিপাড়ায় গুঞ্জন প্রেম ভেঙেছে সৌপ্তিক-রণিতার। মমতাকে সম্মান জানিয়ে গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন এই তারকা জুটি। এদিন একফ্রেমে ধরা দিলেন তাঁরা। ছবিতে দেখা মিলল ভাস্বর, বিভান, সৌমিতৃষা,তৃণা,নীল, সোনামণি, দেবনীলাদের। 

<p>একসাথে রণিতা-সৌপ্তিক</p>

একসাথে রণিতা-সৌপ্তিক

এই মুহূর্তে ‘রিলেশনশিপ স্টেটাস’ নিয়ে কথা বলতে চান না সৌপ্তিক-রণিতা। অভিনেত্রীর কথায়, সৌপ্তিক এখন শুধুই বন্ধু। তবে সব দূরত্ব মুছে দিল ২১শে জুলাইয়ের মঞ্চ। শোনা যাচ্ছিল ২১-এর সভামঞ্চে গান গাইবেন নচিকেতা, কবীর সুমন। দিদির ডাকে মঞ্চে হাজির হয়ে ‘স্বপ্ন দেখে মন’ গান ধরলেন ‘আগুন পাখি’। তবে দেখা মেলেনি কবীর সুমনের।

<p>২১শের মঞ্চে তৃণমূলের তিন তারকা সাংসদ </p>

২১শের মঞ্চে তৃণমূলের তিন তারকা সাংসদ 

সমাবেশ শেষে মমতার সঙ্গে জাতীয় সঙ্গীতে গলা মেলান নেতা-নেত্রী-তারকারা। গান ধরলেন রাজ্যের মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন, বিধায়ক তথা গায়ক বাবুল সুপ্রিয়, সৌমিত্র রায়, অদিতি মুন্সিরা। 

৩৪ বছরের বামশাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল। তার পর থেকে ২১ জুলাইয়ের মঞ্চে প্রতি বছরই চাঁদের হাট। প্রতি বছর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে তালিকা, সেই তারকাদের অনেকেই আজ বিধায়ক, সাংসদ। আড়ে-বহরে বেড়েই চলেছে এই তারকা সমাবেশ। 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

এখন কেন্দ্রের কাছে ৩৭০ ধারা ফেরানোর দাবি করা বোকামো: ওমর আবদুল্লা 'ভিতরের বাঙালি মেয়েটা…' প্রথমবার টাইমস স্কোয়ারে পুজো! কী বললেন আমেরিকার বাঙালি আন্দোলনকারীদের দাবি বৈধ, আলোচনায় বসুন, মুখ্যমন্ত্রী ও CSকে চিঠি নাগরিক সমাজের কাশ্মীরে সংবিধানের জয়, তবে হরিয়ানায় জেতা ম্যাচে হারতেই অজুহাত খোঁজা শুরু রাহুলের ১৩ হাজার কোটির বাড়তি বোঝা কাঁধে নিয়ে ৩% ডিএ বাড়াতে পারে সরকার: রিপোর্ট প্রতি মাসে ৬০ কোটি! বিগ বস ১৮ এর সঞ্চালনা করতে সলমনের পারিশ্রমিক শুনে হতবাক সবাই রোগা হওয়ার জন্য রোজ খালি পেটে জিরের জল খান? জানেন শরীরে এর কী প্রভাব পড়ছে? ফুচকা থেকে খিচুড়ি, ঋতুপর্ণার পুজোর মেনুতে থাকছে কী? কবে কী প্ল্যান করলেন? বাবা কানাডায় ট্রাকচালক, অজিদের বিরুদ্ধে শতরান সেই ভারতীয়ের, বুমরাহের মতো হবেন? মহাষ্টমীতে লক্ষ্মী নারায়ণ যোগের বিশেষ সংযোগ, আচমকা অর্থ লাভ হবে ৫ রাশির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.