বাংলা নিউজ > বায়োস্কোপ > সড়ক দুর্ঘটনায় মৃত্যু গীতিকারের! কাভার্ড ভ্যানে পিষে দিল ওমর ফারুক বিশালকে

সড়ক দুর্ঘটনায় মৃত্যু গীতিকারের! কাভার্ড ভ্যানে পিষে দিল ওমর ফারুক বিশালকে

ওমর ফারুক বিশাল

Omar Farooq died: সড়ক দুর্ঘটনায় প্রয়াত তরুণ গীতিকার ওমর ফারুক বিশাল। বয়স হয়েছিল ২৭ বছর। 

ওপার বাংলার বিনোদন জগত থেকে এল খারাপ খবর! সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঢালিউডের তরুণ ও সম্ভাবনাময় গীতিকার ওমর ফারুক বিশাল। বয়স হয়েছিল ২৭ বছর। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কাভার্ডভ্যান ধাক্কা মারে গীতিকারের মোটরসাইকেলে, ছিকটে পড়ে গিয়ে ওমর ফারুক, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শুধু গীতিকারই নন, কবি এবং সংবাদকর্মী হিসাবেও কাজ করেছেন বিশাল। সোমবার সকাল ১০টা নাগাদ ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসবার পরে দুর্ঘটনায় প্রাণ হারান বিশাল। তাঁর সঙ্গে ছিল ইমাম হোসেন সজল নামের এক যুবক, তিনি আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সজল।

হাইওয়ে পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ইমাম হোসেনের সঙ্গে মোটরসাইকেলে মরজাল বাজারে যাচ্ছিলেন ওমর ফারুক।  অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ঢাকার দিক থেকে আসা কাভার্ড ভ্যান পিষে দেয় ফারুককে। দুর্ঘটনাগ্রস্থ মোটরসাইকেলটি আহত ইমাম হোসেন সজলের ছোট ভাই এমদাদুলের। জানা গিয়েছে, এমদাদুল পুলিশে কনস্টেবল পদে চাকরি করেন। 

 এপার বাংলার অনুপম রায়, শ্রীকান্ত আচার্য থেকে বাংলাদেশের তাহসান খান, সাব্বির নাসির-সহ বহু জনপ্রিয় কন্ঠশিল্পীই ওমর ফারুক বিশালের লেখা গানে কন্ঠ দিয়েছেন। বিশালের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম ‘তোমার ভালো মন্দে’, ‘দমে দমে’ ‘তুমি দমে দম’। বিশালের অকাল প্রয়াণে শোকের ছায়া সঙ্গীতজগতে। 

ইতিমধ্যেই পুলিশ ওই কাভার্ড ভ্যানটিকে আটক করেছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত না করেই প্রয়াত শিল্পীর দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। সোমবার বিকালেই তাঁকে কবরস্থ করা হয়েছে। 

 

বন্ধ করুন