সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। সৌজন্যে সঞ্জয়লীলা বনশালির ছবি ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। কৃতি শ্যাননের সঙ্গে মিলিতভাবে এই পুরস্কার পেয়েছেন আলিয়া। কৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন 'মিমি' ছবির জন্য। এদিকে আলিয়া জাতীয় পুরস্কার জেতার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শাশুড়ি মা নীতু কাপুর ও ননদ ঋদ্ধিমা কাপুুর সাহানি।
নীতু কাপুর বউমা আলিয়ার একটা ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। ইনস্টাস্টোরিতে লিখেছেন, ‘আলিয়া ভাট তোমার প্রথম জাতীয় পুরস্কারের জন্য ভীষণ ভীষণ গর্বিত, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। তোমার ভালোবাসি’। শাশুড়ি মায়ের শুভেচ্ছাবার্তা শেয়ার করেছেন আলিয়া ভাট নিজেও। নীতু ছাড়াও আলিয়ার ননদ ঋদ্ধিমা কাপুর সাহানিও ভায়ের বউ এবং কৃতি দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন। ঋদ্ধিমা লিখেছেন, ‘প্রিয় আলিয়া এবং কৃতি শ্যাননকে শুভেচ্ছা।’ ননদের পোস্টটিও শেয়ার করেছেন আলিয়া ভাট।
আরও পড়ুন-আলিয়া-ইতিহাস তৈরির পথে Gadar 2, এই প্রথম লোকসভার নতুন সংসদভবনে দেখানো হবে সানির ছবি
এদিকে জাতীয় পুরস্কার জেতার জন্য পরিচালক, প্রযোজক সঞ্জয়লীলা বনশালি সহ ছবির সমস্ত কলাকুশলী, নিজের টিম এবং পরিবার এবং দর্শক, অনুরাগীদেরও শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া। আলিয়া এই সকলের উদ্দেশ্যে লিখেছেন, ‘এই জাতীয় পুরস্কার আসলেই আপনাদের। আপনাদের সকলের ভালোবাসা ছাড়া কোনওভাবেই এই জাতীয় পুরস্কার পাওয়া সম্ভব ছিল না। আমি কৃতজ্ঞষ আমি এই ধরনের মুহূর্তগুলি হালকাভাবে নিই না। কারণ আমি আশা করি যতদিন পারি বিনোদন চালিয়ে যেতে পারব।'
শুধু তাই নয়, তাঁরই সঙ্গে পুরস্কার জিতে নেওয়া কৃতির উদ্দেশ্যেও আলাদাকে করে শুভেচ্ছাবার্তা লিখেছেন আলিয়া। লিখেছেন, ‘কৃতি, যেদিন আমি মিমি দেখেছিলাম সেদিন আমি তোমাকে মেসেজ করেছিলাম মনে আছে? ওটা তোমার এমনই একটি সৎ এবং শক্তিশালী পারফরম্যান্স ছিল। আমি দেখে কেঁদেছি, শুধুই কেঁদেছি। তাই ভালটা তোমার প্রাপ্য। তোমার তারায় জ্বলে উঠো, পৃথিবী তোমার ঝিনুক।’
প্রসঙ্গত, গাঙ্গুবাই কাঠিওয়াড়ির গল্প লেখা হয়েছে একজন বাস্তব জীবনের যৌনকর্মীর জীবনের উপর ভিত্তি করে।এই ছবির জন্য আলিয়া ভাট যেমন সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন, তেমনই পরিচালক সঞ্জয় লীলা বনসালির সেরা চিত্রনাট্য সহ মোট পাঁচটি জাতীয় পুরস্কার জিতেছেন।