বাংলা নিউজ > বায়োস্কোপ > Nandini Didi: 'ঠান্ডা খাবার, স্বাদ তো...' নন্দিনী দিদির নিন্দে সোশ্যাল মিডিয়ায়, পোস্ট ভাইরাল হতেই কী বলছে নেটপাড়া

Nandini Didi: 'ঠান্ডা খাবার, স্বাদ তো...' নন্দিনী দিদির নিন্দে সোশ্যাল মিডিয়ায়, পোস্ট ভাইরাল হতেই কী বলছে নেটপাড়া

জনপ্রিয় নন্দিনী দিদির নিন্দে!

Viral Nandini Didi: এতদিন নন্দিনী দিদিকে নিয়ে ফুড ব্লগারদের মাতামাতি উন্মাদনা কোনওটারই শেষ ছিল না। কিন্তু এদিন একেবারে অন্য সুর শোনা গেল এক ফুড ব্লগারের কথায়।

ডালহৌসি চত্বরে গিয়েছেন অথচ নন্দিনী দিদির দোকানে খাননি এমন মানুষ এখন বাংলায় খুঁজে পাওয়া দায়। দূর দূর প্রান্ত থেকে মানুষ আসেন তাঁর বানানো খাবার খেতে। বাংলাদেশ থেকে পর্যন্তও তাঁর ভক্তরা এসে তাঁর রান্না খেয়ে গিয়েছেন। সম্প্রতি তিনি একটি নতুন শাখাও খুলেছেন তাঁর দোকানের। তবে তাঁর যে এত খ্যাতি, সুনাম সবটাই কিন্তু ছড়িয়েছে ফুড ব্লগারদের হাত ধরে। কিন্তু সম্প্রতি একজন একেবারেই অন্য কথা বললেন তাঁর খাবার নিয়ে।

নন্দিনীর খাবার বাজে!

নন্দিনী দিদিকে জিন্স প্যান্ট পরে, ঝাঁ চকচকে লুক নিয়ে পিঠের ধারে দাঁড়িয়ে রান্না করতে, পরিবেশন করতে দেখে অবাক হয়েছিলেন অনেকেই। আসলে বিষয়টা খুব একটা পরিচিত ছিল না মানুষের কাছে। সেই শুরু। আর 'নতুন জিনিস বাজারে ভালো চলে', এ তো জানা কথাই। ঠিক তেমন ভাবেই একে একে বহু ফুড ব্লগার তাঁর দোকানে যেতেন, প্রচার করতেন। তবে এদিন একজন একেবারেই অন্য কথা বললেন।

আরও পড়ুন: রাজ ঠাকরের দলের চোখ রাঙানিকে উপেক্ষা করেই বলিউডের জন্য গান রেকর্ড আতিফের, পরিচালক বললেন, 'উনি খুবই অসুস্থ, তবুও...'

আরও পড়ুন: 'লজ্জা লাগা উচিত', শিশুদের গালাগালি শেখাচ্ছেন নুসরত? নেটিজেনদের রোষের মুখে বসিরহাটের সাংসদ

সংহতি রায় নামক এক মহিলা এদিন তাঁর ফেসবুকে রীতিমত নিন্দে করেন নন্দিনীর খাবারকে। জানান এই দোকানে খেতে যাওয়ার অভিজ্ঞতা বড়ই তিক্ত তাঁর। একই সঙ্গে জানান যে দোকানে খাবারের দাম বেশি, মান খারাপ।

এদিন এই মহিলা তাঁর পোস্টে লেখেন, 'যাঁরা যেটার যোগ্য নয় সেটা নিয়ে মাতামাতি বন্ধ করুন ফুড ব্লগাররা।' তিনি একই সঙ্গে সেই পোস্টে লেখেন 'গত রবিবার নিউটাউনে ঘুরতে ঘুরতে বিখ্যাত নন্দিনী দির হেঁসেলে গিয়েছিলাম। অভিজ্ঞতা খুবই খারাপ। প্রচণ্ড ঠান্ডা খাবার পরিবেশন করেছিল। অর্ডার করার পর দিতে দেরি করে। আর স্বাদ তো একেবারেই জঘন্য।'

আরও পড়ুন: বিগ বসের ঝগড়া অতীত, রিইউনিয়ন পার্টিতে মুনাওয়ার-অভিষেকদের ভিড়ে নজর কাড়লেন লাভ বার্ডস ভিকি-অঙ্কিতা

এরপর তিনি দামের বিষয়ে জানিয়ে লেখেন, 'আমরা পোলাও মাটন কম্বো অর্ডার করেছিলাম সঙ্গে তিন পিস রুটি। মাটনের চার পিসের সাইজ যা তাতে বড় জোর ১০০ গ্রাম হবে সেটার দাম নাকি ৪০০ টাকা। ভেজ পোলাও ৮০ টাকা। কোনও মেনু চার্ট নেই, দাম উল্লেখ নেই। আমার বিশ্বাস ওদের নির্দিষ্ট কোনও দাম নেই। তাই এমন একটা দোকানে গিয়ে এত দাম দিয়ে কেন এই খাবার খাব? খুবই অসন্তোষজনক অভিজ্ঞতা।'

কে কী বলছেন?

অনেকেই তাঁকে সমর্থন করেছেন। এক ব্যক্তি লেখেন, 'যেখানেই দেখবেন স্বঘোষিত ফুড ব্লগাররা ফোকটে খাবার লোভে হাতে মোবাইল নিয়ে ছবি তুলছে এবং অখাদ্য খাবার খেয়ে ধন্য ধন্য করছে সেইসব স্থান থেকে শত হস্ত দূরে থাকার চেষ্টা করুন, গেলেই ঠকবেন।' দ্বিতীয় ব্যক্তির কথায়, 'একদম ঠিক কথা উঠতি ফেমাস তো তাই আপনি যদি বলতেন ভিডিয়ো শুট করব তাহলে আপনাকে অতিথি আপ্যায়ন করতো। মাংসের পিসটাও বড় দিত।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'লোক ঠকানো ব্যবসা পুরো আর এর সঙ্গে কিছু ফুড ব্লগারদেরও ব্যবসা চলে।'

বায়োস্কোপ খবর

Latest News

ধরনামঞ্চে হামলার চক্রান্ত, অডিয়ো ক্লিপের সূত্রে গ্রেফতার হলেন CPIM নেতা! পুজোর আগে চিন্তা দূর বাংলার বহু সরকারি কর্মীর, নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের অনুদান ফেরানো পুজো কমিটিগুলির ‘বন্ধু’ হতে চায় বিজেপি? প্রথম বলটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে- রোহিতের সেই কথা আজও ভোলেননি ধ্রুব জুরেল মেয়ের বয়সী তরুণীকে আটকে রেখে ২ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা রান্নাপুজোয় পাতে থাকবে না ইলিশ, মনখারাপ ছড়িয়েছে বাঙালির রান্নাঘরে ধেয়ে আসছে দুর্যোগের কালো মেঘ, কলকাতা থেকে মাত্র ১০০ কিমি দূরে গভীর নিম্নচাপ পুলিশ আমাকে ডেকেছিল, পুলিশই টাকা মিটিয়েছে, দাবি সেদিন শববাহী গাড়ির চালকের জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ছক কষা 'স' পড়েছে ধরা, 'ক' নিয়ে জল্পনা সিপিএমে পিতৃপক্ষের সময় এভাবে করুন তুলসী দিয়ে বিশেষ ব্যবস্থা, পাবেন পূর্ণ ফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.