আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে পান থেকে চুন খসলেই কটাক্ষের মুখে পড়তে হয়। সাধারণ মানুষ থেকে তারকা কেউই বাদ যান না। তবে তারকারা একটু বেশিই ট্রোলের মুখে পড়েন নানা সময় নানা কাজের জন্য। এদিন তেমনই ভাবেই আচমকা কটাক্ষের মুখে পড়লেন নুসরত জাহান। কিন্তু তিনি কী করেছেন? অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি শিশুদের গালাগালি শেখাচ্ছেন!
নুসরতকে কটাক্ষ
প্রসঙ্গত কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত অভিনীত ছবি সেন্টিমেন্টাল। এটি তাঁদের প্রযোজনা সংস্থার প্রথম প্রযোজিত ছবি। সেখানেই একটা আইটেম সং আছে, নাম বোকা সোডা। আচমকা শুনলে গালাগালি বলেই ভ্রম হয়। আইটেম সংটিতে নাচ করতে দেখা গিয়েছে তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যকে।
আরও পড়ুন: বুল ছবির প্রস্তুতি শুরু, শারীরিক কসরত করে নিজেকে আমূল পাল্টে ফেলেছেন সলমন! দেখুন সেই ছবি
গানটি মুক্তি পাওয়ার পর থেকেই তুমুল চর্চা চলেছে গানটি নিয়ে। হয়েছে ট্রোল। কেউ আবার তুলোধনাও করেছেন। এবার নতুন করে সেই গান চর্চায় উঠে এল কারণ সম্প্রতি একটি ভিডিয়োতে এক খুদেকে এই গানে নাচতে দেখা যাচ্ছে। আর সেই ভিডিয়ো আবার শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। আর সেটা দেখেই অনেকেই বেজায় রেগে গিয়েছেন তাঁর উপর। নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় তাঁকে।
আদতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বৈরীতি ভট্টাচার্যর সন্তান এই গানে নেচেছেন। সেই খুদের নাচ তাঁর স্বামী রোহন ঝাঁ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে সেটা আবার নুসরত ভালোবেসে শেয়ার করেন। বাদ যাননি তৃণা সাহাও। এক খুদেকে এমন গানে নাচানোয় বিরক্ত হয়েছেন তাঁরা।
আরও পড়ুন: 'অত ক্যালকুলেটিভ নই...' লোকসভা নির্বাচনের আগে পর্দায় কামব্যাক করেও কেন এমন বললেন দেবশ্রী?
কে কী বলছেন?
নীল, তৃণা যতই সেই শিশুর প্রশংসা করুন না কেন, নেটপাড়া বেজায় চটেছে তাঁদের উপর। এক ব্যক্তি সেই ভিডিয়োতে লেখেন, 'নিজেরা নাচছেন নাচুন না। একটা শিশুকে এসব শিখিয়ে খারাপ করার মানে কী?' কেউ আবার লেখেন, 'শিশুকে গালাগালি শেখাচ্ছেন, লজ্জা লাগা দরকার।' তৃতীয় জনের মতে, 'পাবলিক এতটা বোকা নয় যে বোকা সোডা গানটির নাম কেন রাখা হয়েছে যে তাঁরা বুঝবে না। সেই গানে আবার একটা শিশুকে নাচাচ্ছে। ছিঃ!' কারও মতে এই গানের লিরিক্স সব থেকে নিম্নমানের বাংলা গানের লিরিক্স। কেউ আবার নুসরতের সন্তানের প্রসঙ্গ টেনে বলেন, 'আপনাদেরও তো সন্তান আছে। এটা করতে আপনাদের খারাপ লাগল না?' আরেকজন লেখেন, ‘এই একটা বিচ্ছিরি গানে একটা বাচ্চা নাচ করছে সেটা নিয়ে আপনারা মাতামাতি করছেন? ও তো ছোট, কিন্তু আপনারা তো ছোট না আর!’