সদ্যই শেষ হয়েছে বিগ বস ১৭। এবারের সেরার সেরা হয়েছেন মুনাওয়ার ফারুকি। এই শো শেষ হতে না হতেই এবারের প্রতিযোগীদের একটি রিইউনিয়ন আয়োজন করতে দেখা গেল। শুক্রবার, ৯ ফেব্রুয়ারি মুম্বইতে বসেছিল বিগ বস ১৭ এর এই রিইউনিয়ন পার্টি। তারকাখচিত এই পার্টিতে কে আসেননি! অভিষেক কুমার থেকে শুরু করে মান্নারা চোপড়া, বিজয়ী মুনাওয়ার ফারুকি, রিংকু ধাওয়ান সহ পূজা ভাট, আরবাজ খান প্রমুখকে দেখা যায়। বাদ যাননি ভিকি জৈন এবং অঙ্কিতা লোখান্ডে। তাঁরাই রীতিমত এদিনের সমস্ত লাইমলাইট কেড়ে নেন।
বিগ বস ১৭ এর রিইউনিয়ন পার্টি
অঙ্কিতা লোখান্ডেকে এদিন একটি নীল গাউনে দেখা গিয়েছে। অন্যদিকে স্ত্রীর সঙ্গে ম্যাচ করে একটি নীল শার্ট এবং জিন্স পরে এসেছিলে ভিকিও। বিগ বস হাউজে যতই তাঁরা চুলোচুলি করুন না কেন, এদিন একেবারে প্রেমে ডগমগ দেখা গেল দুজনকে। একসঙ্গেই তাঁরা এদিনের পার্টিতে আসেন। চিত্রসাংবাদিকদের জন্য এখানে একত্রে পোজও দেন। পরে তাঁদের বিগ বস হাউজের অন্যান্য সদস্যদের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। বাদ যাননি এবারের বিগ বসের ওয়াইল্ড কার্ড এন্ট্রি মানস্বী মামগাই।
আরও পড়ুন: বুল ছবির প্রস্তুতি শুরু, শারীরিক কসরত করে নিজেকে আমূল পাল্টে ফেলেছেন সলমন! দেখুন সেই ছবি
কে কে এসেছিলেন পার্টিতে?
এদিনের এই পার্টিতে একাই এসেছিলেন এবারের বিজয়ী মুনাওয়ার ফারুকি। তবে তিনি এই পার্টিতে ঢুকতে গেলে তাঁকে রীতিমত এদিন ছেঁকে ধরেন তাঁর ভক্তরা। এছাড়া মান্নারা চোপড়া, অভিষেক কুমারকেও পার্টিতে দেখা যায়। তাঁরা এদিন সকলে মিলে একসঙ্গে একটি বড় কেক কাটেন।
এছাড়া এদিনের পার্টিতে পূজা ভাট এবং আরবাজ খানও যোগ দেন। এদিন তাঁদের হুল্লোড়ের নানা ভিডিয়ো, ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বিগ বস ১৭ প্রসঙ্গে
এবারের বিগ বস ১৭ এর খেতাব জয় করেন স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। অভিষেক কুমার ফার্স্ট রানার আপ হয়েছেন। মান্নারা চোপড়া সেকেন্ড রানার আপ হব। সলমন খান পরিচালিত এই শোতে সেরা পাঁচে উঠেছিলেন অঙ্কিতা লোখান্ডে। তবে যতই তিনি এই শো জিততে না পারুন না কেন, তাঁর এবং ভিকির ঝগড়া ঝামেলা মাতিয়ে রেখেছিল এবারের বিগ বস হাউজ।