২০২০-তেই তাঁরা একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছেন। বলিপাড়ায় জোর গুঞ্জন আমির আলির সঙ্গে বিয়ে ভাঙার পরে নতুন করে প্রেমে পড়েছেন সানজিদা শেখ। জোর খবর, হর্ষবর্ধন রানের সঙ্গে নাকি প্রেম করছেন সানজিদা। বেশকিছুদিন আগে সানজিদা ও হর্ষবর্ধনের একান্তে বেড়াতে যাওয়ার একাধিক ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। যেখানে সানজিদা শেখ ও হর্ষবর্ধন রানেকে জঙ্গল সাফারি করতে দেখা যায়। যদিও এই খবর ছড়ানোর জন্য সংবাদমাধ্যমকে দায়ী করেন হর্ষবর্ধন রানে। তবে রানে কিংবা সানজিদা কেউই প্রেমের খবর অস্বীকার করেননি, আবার স্বীকারও করেননি।
এদিকে প্রাক্তন স্ত্রী সানজিদার নতুন প্রেম নিয়ে প্রশ্ন করা হয় অভিনেতা আমির আলিকে। আমির আলি এবিষয়ে বলেন, ‘এটা একটা উন্মুক্ত পৃথিবী। আমি চাই যে যেভাবে চান খুশি থাকুক। আমি জানি না ও কারোর সঙ্গে ডেটিং করছে কিনা! ও যেভাবে চায়, ভালো থাকতে পারে। আমি ওঁর জন্য খুশিই হব।’
আরও পড়ুন-বন্যা বিধ্বস্ত পঞ্জাব, এক কোমর জলে নেমে খাবার, ওষুধ বিতরণ করলেন 'এক থা টাইগার' অভিনেতা
আরও পড়ুন-শ্যুটিংয়ে হুমড়ি খেয়ে পড়ল দুটি ঘোড়া, হাড় ভেঙে যন্ত্রণায় কাতরাচ্ছে! অভিযোগ দায়ের PETA-র
আরও পড়ুন-মা পরের বাড়ি কাজ করতেন, একদিন খিদের জ্বালায় ডাস্টবিনের খাবার তুলেও খেয়েছি, অকপট ভারতী
এদিকে নতুন প্রেমের বিষয়ে সানজিদা শেখ মুখ খুলতে চাননি। তবে সানজিদা সম্প্রতি তার ডেটিং গুজবে প্রতিক্রিয়া জানিয়ে সোশ্যালে লেখেন, ‘গোপনীয়তাই শক্তি'।
তবে হর্ষবর্ধন রানে বলেন, 'এধরনের খবরে আমাকে বিরক্ত হই না। কারণ একজন সাংবাদিকদের লেখা কাজ। কারণ তাঁদের উপরও খবর তুলে দেওয়ার চাপ থাকে, টার্গেট থাকে। সাংবাদিকরাও মানুষ। ঠিক যেমন আমাদের কাজ হল সিনেমা করা, অভিনয় করা। আমি আমার কাজ এবং প্রচেষ্টাকে খুব বেশি সম্মান করি। একইভাবে আমি সাংবাদিকের কাজকেও সম্মান করি। ওরাঁ আমাদের সম্পর্কে কিছু লিখতেই পারে। তারপরেও আমি আমার সাংবাদিক বন্ধুদের সঙ্গে দেখা হলে তাঁদের জড়িয়ে ধরব।
প্রসঙ্গত বহুবছর প্রেম করার পর ২০১২ সালে বিয়ে করেছিলেন টেলিভিশনের জনপ্রিয় জুটি আমির আলি ও সানজিদা শেখ। একসময় দম্পতি হিসাবে 'নাচ বলিয়ে'তে এসে জয়ী হয়েছিলেন তাঁরা। ২০২০- থেকে শোনা যাচ্ছিল আমির আলি ও সানজিদা শেখের সুখের স্বর্গে ভাঙন ধরেছে। এরপর শেষপর্যন্ত গত বছর (২০২২) শুরুর দিকে আইনত আলাদা হয়ে যান আমির আলি-সানজিদা শেখ। তাঁদের এক মেয়েও রয়েছেন, নাম আইরা। ছোট্ট আইরা অবশ্য মায়ের সঙ্গেই থাকে।