বাংলা নিউজ > বায়োস্কোপ > Sunny Deol: আমিরের সঙ্গে 'লাহোর ১৯৪৭'-এর জন্য প্রস্তুত, কিরণের ছবির স্ক্রিনিংয়েও হাজির সানি

Sunny Deol: আমিরের সঙ্গে 'লাহোর ১৯৪৭'-এর জন্য প্রস্তুত, কিরণের ছবির স্ক্রিনিংয়েও হাজির সানি

'লাপাতা লেডিজ’-এর বিশেষ স্ক্রিনিংয়ে সানি দেওল

Laapataa Ladies Screening: আমির খান এবং সানি দেওল 'লাহোর ১৯৪৭'-এ কাজ করার জন্য প্রস্তুত। ছবিটি পরিচালনা করবেন রাজকুমার সন্তোষী।

মজার ছলে বউ হারিয়ে যাওয়ার কাহানি বলবেন পরিচালক কিরণ রাও। আমিরের প্রযোজনাতেই তৈরি এই ছবি। মঙ্গলবার ‘লাপাতা লেডিজ’-এর বিশেষ স্ক্রিনিংয়ে চাঁদের হাট। আমির খান এবং কিরণ রাওয়ের ছবির স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন অভিনেতা সানি দেওল। একটি ধূসর স্যুটের সঙ্গে কালো রঙের শার্ট পরে এ দিন হাজির হন ‘গদর’ অভিনেতা।

‘লাপাতা লেডিজ’-এর মুখ্য তিন চরিত্রে রয়েছে অপরিচিত মুখ। নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না এবং স্পর্শ শ্রীবাস্তবকে দেখা যাবে বউ হারানোর এই কাহানিতে। অন্যদিকে মজাদার পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন ভোজপুরী সুপারস্টার রবি কিষাণ। ১লা মার্চ থিয়েটারে মুক্তি পাবে ‘লাপাতা লেডিজ’। আমির জানিয়েছেন, ছবি ঘিরে যে প্রতিক্রিয়া তিনি পেয়েছেন তাতে অভিভূত। কিরণকে নিয়ে গর্বিত আমির, তা স্পষ্ট করেন অভিনেতা-প্রযোজক। আরও পড়ুন: হৃতিকই ‘শেষ ব্যক্তি’ যিনি স্টারডমের আঁচ পেয়েছেন! কেন এমন বললেন ভিকি

এ দিনের স্ক্রিনিংয়ের হোস্ট কিরণ রাও উজ্জ্বল হলুদ রঙের শাড়ি পরে হাজির হয়েছিলেন। আমিরের মেয়ে আইরা খানও তার স্বামী নূপুর শিখরের সঙ্গে স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন। ছবিটির স্ক্রিনিংয়ে বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটি উপস্থিত ছিলেন, যেমন করণ জোহর, কঙ্কনা সেন শর্মা, অমল পরাশর, আলি ফজল, রাধিকা আপ্তে, বিধু বিনোদ চোপড়া এবং সয়নি গুপ্তারা। আরও পড়ুন: হুডিতে মুখ ঢেকে বিমানবন্দরে ধরা দিলেন রণবীর! ‘ডন’ হওয়ার পাক্কা রেডি অভিনেতা

রাজকুমার সন্তোষীর আসন্ন ছবি 'লাহোর ১৯৪৭' এখন বলিউডের চর্চিত ছবিগুলির মধ্যে একটি। প্রীতি জিন্টা, শাবানা আজমি, অভিমন্যু সিং, এবং মোনা সিং-এর পাশাপাশি সানি দেওলকে প্রধান চরিত্রে দেখা যাবে এই সিনেমায়। 'লাহোর ১৯৪৭'-এ থাকছেন আলি ফজল, যাকে সিনেমায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

'লাহোর ১৯৪৭' আমির খান প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে। সন্তোষী যখন সানি দেওলকে মুখ্য চরিত্রে নিয়ে ছবিটি পরিচালনা করবেন, আমির খান সেখানে প্রযোজক।

গদর ২-এর অভাবনীয় সাফল্যের পর 'লাহোর ১৯৪৭'-ই হবে সানির প্রথম কাজ। এছাড়াও একাধিক প্রোজেক্টে তাঁর নাম উঠে এলেও, অভিনেতার তরফে কেমবলমাত্র এটিকেই সিলমোহর দেওয়া হয়েছে। সানি দেওল জানিয়েছেন, ‘গদর বেরনোর পর থেকেই এটা চলছে। এই পার্ট টু করছে, ওই পার্ট টু করছে। আরে বাবা কত পার্ট টু করব! বাজারে যা চলছে বেশিরভাগই গুজব। আমি নিজেই ঘোষণা দেব। মানুষ আসলে জল্পনা কল্পনা করতে পছন্দ করে। তবে লাহোর ১৯৪৭ করছি।’

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.