আমির খানের মেয়ে আইরা (ইরা নয়, মেয়ের নামের উচ্চারণ আইরা, দিনকয়েক আগেই জানিয়েছেন আমির) খান উদয়পুরে সামাজিক বিয়ে করেছেন নুপূর শিখরেকে। মুম্বইয়ে হওয়া গ্র্যান্ড রিসেপশনের কয়েকদিন পরেই আইরা তার বিয়ের প্রথম অফিসিয়াল টিজার ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। বিয়ের অনুষ্ঠানে আমির খানের আবেগপ্রবণ হয়ে পড়া থেকে শুরু করে নুপূরের জন্য ইরার মিষ্টি প্রতিজ্ঞা, সবই দেখানো হয়েছে।
আইরার বিয়ের টিজার ভিডিওটি লোকেশনের একটি মনোরম দৃশ্য দিয়ে শুরু হয়। তারপর আসে বর এবং কনের ঝলক। সাদা গাউনে বরাবরের মতোই মায়াবী দেখাচ্ছিল আইরাকে। আমির খান ও রিনাকে পাশে নিয়ে করিডোর দিয়ে হেঁটে আসেন তিনি। আর সামনে দাঁড়িয়ে থাকা বর নুপূরকে দেখে ছুঁড়ে দেন উড়ন্ত চুম্বন।
খ্রিস্টান মতে বিয়ে করেন আইরা আর নুপূর। বিয়ের আগে একে-অপরের জন্য উচ্চারণ করেন একে-অপরের জন্য প্রতিশ্রুতি। নুপূর আবেগপ্রবণ হতে দেখা যায়, যখন তিনি বলেন কেন ভালোবাসেন আইরাকে। বলেন, ‘তোমাকে বিয়ে করা আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত’। অন্য দিকে আমির-কন্যা বরকে নিজের ‘সেফ স্পেস’ বলে উল্লেখ করেন।
দেখুন বিয়ের টিজারটি-
যখন বিয়ের প্রতিশ্রুতি নিচ্ছিলেন নুপূর আর আইরা, তখন বসেছিলেন আমির আর রিনা পাশাপাশি। শুধু তাই নয়, হাত ধরে রেখেছিলেন তাঁরা শক্ত করে একে-অন্যের। রিনার পাশেই বসেছিলেন কিরণ রাও। তাঁরও চোখের কোণে চিকচিক করছিল জল। আমিরকে তো বেশ কয়েকবার চোখ মুছতেও দেখা গেল।
বিয়ে শেষ হতেই একে-অপরের ঠোঁটে ঠোঁট ডোবাতে দেখা গেল আইরা-নুপূরকে। বিয়ের অনুষ্ঠান শেষ হতেই গোটা পরিবারকে হৃদয় উজার করে নাচতে দেখা যায়। আমির নিজের মেয়ের সঙ্গে নাচলেন, নাচলেন প্রথম স্ত্রী রিনার সঙ্গে, এমনকী নুপূরের মায়ের সঙ্গেও নাচতে দেখা গেল তাঁকে।
ভিডিওটি শেয়ার করে আইরা লিখেছেন, ‘এটি কেবল একটি টিজার তবে আমরা কেউই অপেক্ষা করতে পারছিলাম না। আমরা পাহাড়ে উদযাপন করতে চেয়েছিলাম, ভালোবাসার মানুষের সঙ্গে উদযাপন করতে চেয়েছিলাম। এবং আমরা করেছি। আমরা যখন সেখানে ছিলাম তখন প্রতিটা মুহূর্ত অত্যাশ্চর্য ছিল। সেদিনের সব ভালোবাসা ও অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। সৌভাগ্যক্রমে, আমরা পরিবর্তে এই ভিডিয়োটি হাতে পেয়েছি।’
আমির খান ও তার প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে আইরা খান। তিনি দীর্ঘদিন ধরে পেশায় ফিটনেস ট্রেবার নুপূর শিখরেকে ডেট করেছিলেন এবং ২০২৩ সালে বাগদান করেন। উদয়পুরে বিয়ের আগে ৩ জানুয়ারি মুম্বইয়ে বিয়ের রেজিস্ট্রি করেছিলেনন আইরা ও নুপূর।