বাংলা নিউজ > বায়োস্কোপ > Arjun Kapoor: ‘বড্ড বাড়াবাড়ি হচ্ছে, চুপ থাকাটাই ভুল’, পরপর বলিউড ছবি বয়কট, ক্ষুব্ধ অর্জুন

Arjun Kapoor: ‘বড্ড বাড়াবাড়ি হচ্ছে, চুপ থাকাটাই ভুল’, পরপর বলিউড ছবি বয়কট, ক্ষুব্ধ অর্জুন

ফুঁসে উঠলেন অর্জুন (PTI)

Arjun Kapoor on Bollywood films getting boycotted: একের পর এক বলিউড ছবিকে বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায়, ব্যাপক ব্যাবসায়িক ক্ষতির মুখে প্রযোজকরা। এবার গর্জে উঠলেন অর্জুন। 

বলিউডে যেন শনির দশা চলছে! একের পর এক ছবি ফ্লপ। বয়কট ট্রেন্ডে কোণঠাসা নামী সুপারস্টারেরাও। আমির খানের ‘লাল সিং চড্ডা’ পর্যন্ত মুখ থুবড়ে পড়েছে। ভয়ে বুক দুরু দুরু মুক্তির অপেক্ষায় থাকা বিগ বাজেট বলিউড ছবির প্রযোজকদের। ক্রমেই জৌলুস হারাচ্ছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। কিন্তু কেন এই পরিস্থিতি? সংকটমোচনের উপায়ই বা কী? সব নিয়ে খোলাখুলি কথা বললেন অর্জুন কাপুর। 

আমির খানের ‘লাল সিং চড্ডা’কে শুরু থেকেই বয়কটের ডাক দিয়েছিল সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ। কারণ? ৭ বছর আগের আমিরের এক মন্তব্য, যেখানে আমির বলেছিলেন- দেশ জুড়ে অসহিষ্ণুতার পরিবেশ নিয়ে আতঙ্কিত তাঁর স্ত্রী, এমনকী দেশ ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবছেন কিরণ। এরপর আমিরের পাশে দাঁড়ানোর হৃতিকের ‘বিক্রম বেদা’র বিরুদ্ধেও বয়কটের রব উঠছে। তালিকায় রয়েছে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবিতে হিন্দু ধর্মের অবমাননা হয়েছে, এমন অভিযোগ উঠছে। 

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্জুন বলেন,'আমার মনে হয় আমরা ভুল করেছি এই বিষয়টা নিয়ে চুপ থেকে। সেটা আমাদের ভদ্রতা ছিল, কিন্তু মানুষজন এবার সেটার ফায়দা লুটছে। আমাদের এই ধারণাটা একেবারে ভুল ছিল যে আমাদের হয়ে আমাদের কাজ কথা বলবে। আমরা ভাবি, নিজের হাত গন্ধ করে কী হবে? তাই এই বিষয়টা আমরা সহ্য করে চলেছি, আর এবার এটা কিছু লোকের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। এবার আমার সকলকে মিলে কিছিু একটা করতে হবে, কারণ আমাদের নিয়ে যা লেখা হয়, বা যে সব হ্যাশট্যাগ ট্রেন্ড করে সেটা মোটেই সত্যি নয়।… এবার একটু বাড়াবাড়ি হচ্ছে, এটা মোটেই সঠিক নয়'। আরও পড়ুন-বাবা হওয়ার চিন্তা নাকি ফ্লপের শোক? বেশি বেশি মদ্যপান করছেন রণবীর!

আফসোসের সুরে অর্জুন জানান, এই মুহূর্তে শুক্রবারের রিলিজ ঘিরে আর আগের মতো উন্মাদনা চোখে পড়ে না। ধীরে ধীরে বলিউড নিজের জৌলুস হারাচ্ছে। ‘এক ভিলেন রিটার্নস’ অভিনেতা বলেন, ‘প্রতিদিন কাদা ছেটালে নতুন গাড়িও ময়লা হবেই। আমরা তো অনেক কাদা সহ্য করেছি, অনেক বছর হল’। 

‘এক ভিলেন রিটার্নস’এর পর অর্জুনকে দেখা যাবে ‘কুত্তে অ্যান্ড দ্য লেডিকিলার’ ছবিতে। কঙ্কনা সেনশর্মা, রাধিকা মদন, নাসিরুদ্দিন শাহ, তাবু-র মতো তারকারা থাকছেন এই ছবিতে। তবে অর্জুনের নায়িকা হিসাবে থাকছেন ভূমি পেদনেকর। 

 

বন্ধ করুন