২০০৪-এ রোম্যান্টিক কমেডি 'জানে তু ইয়া জানে না'-এর জয় সিং রাঠোরকে মনে পড়ে? হ্যাঁ, ঠিকই ধরেছেন অভিনেতা ইমরান খানের কথা-ই বলছিলাম। সম্পর্কে যিনি আবার 'মিস্টার পারফেক্টশনিস্ট' আমির খানের ভাগ্নে। 'জানে তু ইয়া জানে না'- ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় আত্মপ্রকাশ করেছিলেন ইমরান। শুরুটা ভালো হলেও অভিনয় কেরিয়ারে বিশেষ ছাপ ছাড়তে পারেননি ইমরান।
শেষবার ইমরান খানকে দেখা গিয়েছিল নিখিল আডবানির ‘দুদ কাট্টি বাট্টি’, সেটাও সেই ২০১৫ সালে। তারপর আর তাঁর দেখা নেই। সম্প্রতিক সময়ে বহু অভিনেতাকেই নতুন করে অভিনয় দুনিয়ায় ফিরতে দেখা যাচ্ছে। তাহলে ইমরান কেন ফিরছেন না? সম্প্রতি এমনই প্রশ্ন উঠে এসেছে অভিনেতার অনুরাগীদের মনে। কিন্তু হঠাৎ কেন ইমরানের কথা মনে এল ওই অনুরাগীর?
সম্প্রতি বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমানকে একটি ফিনটেক ব্র্যান্ডের নতুন বিজ্ঞাপনে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে নতুন সেই বিজ্ঞাপনটি পোস্ট করেছেন জিনাত আমন। তারই নিজে এক নেটনাগরিক লেখেন, ‘জিনাত জি নে ভি কামব্যাক করলিয়া, পাটানি মেরা ইমরানখান কাব করেগা!’ অনুরাগীর এই প্রশ্ন নজর এড়ায়নি ইমরান খানের। তিনি উত্তরে লেখেন, ‘চলো অদিতি, এটি ইন্টারনেটে এবার বলে দেওয়া যাক... কমেন্টে ১ মিলিয়ন লাইক যদি পাই তাহলে আমি ফিরব (সঙ্গে হাতজোড় করা ইমোজি)।’ আর ইমরান খানের এই জবাব নজরে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর অনুরাগীরা। একজন লিখেছেন, ‘এত আনন্দ আমার আগে কখনও হয়নি।’ কেউ অনুরোধ করেছেন, ‘প্লিজ ফিরে এসো..’। আরও একজন লেখেন, ‘ইমরান তুমি আমার বড়ই প্রিয়, ফিরে এসো, দেখিয়ে দাও।’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
আরও পড়ুন-‘প্রথমে উনি আমাকে বুঝে উঠতে পারতেন না…’, দীপিকার মায়ের প্রসঙ্গে বললেন রণবীর
আরও পড়ুন-পুরুষ থেকে নারী হয়েছেন, অভিনয়ে পা রেখে কী বলছেন রূপান্তরকামী চিকিৎসক ত্রিনেত্রা?
প্রসঙ্গত, ইমরানকে সোনম কাপুরের বিপরীতে পুণিত মালহোত্রার ২০১০ সালের রোমান্টিক কমেডি ‘আই হেট লাভ স্টোরি’তে দেখা যায়। তারপর দীপিকা পাড়ুকোনের বিপরীতে ড্যানিশ আসলামের ১০১০ সালে রমকম ‘ব্রেক কে বাদ’ , ২০১১ তে 'মেরে ব্রাদার কি দুলহন', ২০১২ সালে করিনা কাপুরের বিপরীতে 'এক ম্যায় অর এক তু' ছবিতে, আনুশকা শর্মার বিপরীতে ২০১৩সালে বিশাল ভরদ্বাজের ছবি ‘মাতরু কি বিজলি কা মান্ডোলা’, আবার ২০১৩-তেই ‘গ্যাংস্টার ফিল্ম ওয়ানস আপন অ্যা টাইম ইন মুম্বই’তে দেখা গিয়েছিল। তবে দুর্ভাগ্যবশত এর একটি ছবিও সেভাবে চলেনি। তবে ফের কোন রূপে ইমরান ফেরেন এখন সেটাই দেখার।