মন খারাপ করা খবর! সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির ভগ্নিপতি রাজেশ তিওয়ারি ওরফে মুন্না তিওয়ারির, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতার বোন সরিতা। শনিবার বিকেল চারটে নাগাদ বিহারের নিরসার জিটি রোডের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই রাজেশ তিওয়ারির মৃত্যু হয়। ধানবাদ মেডিকেল কলেজর এসএনসিইউতে চিকিৎসাধীন অভিনেতার বোন।
ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি
প্রত্যক্ষদর্শীদের বয়ানানুসারে জানা গিয়েছে, বিহারের গোপালগঞ্জের কমলপুর থেকে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে যাচ্ছিলেন রাজেশ তিওয়ারি ও তাঁর স্ত্রী সরিতা তিওয়ারি। নিরসা মার্কেট চকে পৌঁছানোর আগে তাদের হাইস্পিড গাড়িটি (WB44D-2899) একটি ডিভাইডারে ধাক্কা মারে। সজোরে ধাক্কার ফলে গাড়িটি দুমরে মুচড়ে যায় এবং গাড়ির সামনের অংশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। দুর্ঘটনার পরে পুলিশ, স্থানীয়দের সহায়তায় গাড়ি থেকে দু'জনকে বের করে ধানবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসকরা রাজেশ তিওয়ারিকে মৃত ঘোষণা করেন। জরুরি চিকিৎসার পর সরিতা তিওয়ারিকে সার্জিক্যাল আইসিইউতে ভর্তি করা হয়েছে।
আশঙ্কাজনক পঙ্কজের বোন
পঙ্কজ ত্রিপাঠীর ভগ্নিপতি রেলে কর্মরত ছিলেন। তিনি চিত্তরঞ্জন তাঁর কর্মস্থল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গ্রাম থেকে চিত্তরঞ্জনে ফেরার সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ২০২৩ সালের আগস্টে বাবাকে হারান পঙ্কজ। বছর ঘুরতে না ঘুরতেই পরিবারে ফের নেমে এল শোকের ছায়া। অভিনেতার বোনের অবস্থা আশঙ্কাজনক। ভেঙে পড়েছেন পঙ্কজ-সহ তাঁর গোটা পরিবার।
পঙ্কজকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্সের 'মার্ডার মুবারক' ছবিতে। তিনি সেক্রেড গেমস, গ্যাংস অফ ওয়াসেপুর, মির্জাপুর, ক্রিমিনাল জাস্টিস, ওএমজি ২, গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল, স্ত্রী, বরেলি কি বরফি-সহ একাধিক হিট ছবি বা চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন।