একসময় রাম জন্মভূমি অযোধ্যায় রামমন্দির বানানোর বিরোধিতা করেছিলেন অভিনেতা রণবীর শোরে। তবে এখন নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন অভিনেতা। রণবীর লিখলেন, ‘আমি লজ্জিত যে নিজের ধার্মিকতার বলিদান দিতে চলেছিলাম’। সেই সঙ্গে অযোধ্যায় রামমন্দির তৈরির জন্য যাঁরা লড়েছিলেন, তাঁদেরকেও শুভেচ্ছা জানিয়েছেন রণবীর শোরে।
সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে অযোধ্যার রামমন্দির নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বলি অভিনেতা রণবীর শোরে। ঠিক কী লিখেছেন তিনি?
রণবীর শোরে লেখেন, ‘আমি সেই হিন্দুদের মধ্যে একজন যাঁরা একসময় অযোধ্যার মন্দিরটি বলিদান দিতে ইচ্ছুক ছিলেন। অযোধ্যার ওই জায়গায় মন্দিরের বদলে একটা স্মৃতিস্তম্ভ বা হাসপাতাল তৈরি হোক এমনটাই চেয়েছিলাম। যাতে দুই সম্প্রদায়ের মধ্যে এই দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের অবসান ঘটানো যায়। আজ আমি লজ্জিত, যে আমি একদিন শান্তির বেদীতে নিজের ধার্মিকতা বলি দিতে ইচ্ছুক ছিলাম। আমি লজ্জিত যে আমি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এবং তাঁর মূল্যবোধের পক্ষে দাঁড়াইনি। সত্য ও ন্যায়ের জন্য যাঁরা এই দীর্ঘ এবং কঠিন যুদ্ধে লড়াই করেছেন তাঁদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’
রণবীর আরও লেখেন, ‘আমি ভগবান রামের কাছে ক্ষমা প্রার্থনা করি এবং ভবিষ্যতের সৎবুদ্ধির জন্য প্রার্থনা করি। আমি প্রার্থনা করি যে, এই ধর্ম আমাদের এই মহান ভূমিতে অনন্তকাল ধরে বিরাজ করুক এবং এর সঙ্গে ভারতের সমস্ত মানুষের জন্য স্থায়ী শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। জয় শ্রী রাম।’
আরও পড়ুন-গান গাইতে গিয়ে গায়িকার মুখে প্রেম ভাঙার কথা, একী বললেন ইমন!
রণবীর শোরের এই পোস্টের পক্ষে ও বিপক্ষে মন্তব্য করেছেন বহু নেটিজেন। প্রসঙ্গত, নতুন বছরেই (২০২৪) উদ্বোধন হবে বহু চর্চিত অযোধ্যার রামমন্দিরের। ২২ জানুয়ারি ঠিক করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের দিন। যেখানে বিনোদন দুনিয়ার বহু তারকারা আমন্ত্রিত। জানা যাচ্ছে, বলিউড থেকে আমন্ত্রিত অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার, রজনীকান্ত, সঞ্জয়লীলা বনশালি, রণবীর কাপুর, আলিয়া ভাট, অজয় দেবগন, সানি দেওল, টাইগার শ্রফ, আয়ুষ্মান খুরানা সহ আরও অনেকে। তবে শুধু বলিপাড়া থেকেই নয়, আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণী তারকাদেরও। তবে রামমন্দিরের উদ্বোধনের দিন অন্যান্য বলি তারকাদের সঙ্গে রণবীর শোরেও ডাক পেয়েছেন কিনা, সেটা এখনও স্পষ্ট নয়।
তবে তারকাদের ভিড়ে আমন্ত্রিতদের তালিকায় বলিউডের তিন সুপারস্টার 'খান' শাহরুখ, সলমন, আমিরের নাম শোনা যাচ্ছে না। তাঁদের আদৌ আমন্ত্রণ জানানো হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।