দুষ্কৃতীদের হাতে আক্রান্ত, গুরুতর জখম দক্ষিণী অভিনেত্রী বনিতা বিজয় কুমার। অভিনেত্রীর পোস্টে দেখা যাচ্ছে বনিতার বাম চোখে ভয়ঙ্করভাবে আঘাত লেগেছে। ঘটনায় অভিযুক্ত তামিল অভিনেতা, চলতি তামিল Bigg Boss-৭ প্রতিযোগী প্রদীপ অ্যান্টনির সমর্থকরা। যদিও প্রদীপকে এই Bigg Boss থেকে অত্য়ন্ত খারাপ কারণে বহিস্কৃত করা হয়। বলা হয়েছিল, প্রদীপ অ্যান্টনির কারণেই বিগ বসে মহিলা প্রতিযোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, অস্বস্তিকর আবহ তৈরি হয়েছে।
রবিবার, ২৬ নভেম্বর, বনিতা তাঁর উপর আক্রমণের ঘটনাটি বর্ণনা করেছেন। নিজের মুখের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে বনিতার বাম চোখের আঘাত বেশ গুরুতর। বনিতা চোখের ছবি পোস্ট করে লেখেন, ‘সাহসের সঙ্গে আমার আক্রমণের ছবি পোস্ট করেছি। #BiggBoss7Tamil হল টিভিতে একটি গেম শো। আমার উপর এমন আক্রমণ কি উচিত হল!’
আরও পড়ুন-Didi No 1: ‘ছেলের বিয়ে দিয়ে শাশুড়ি কবে হবি?’ রচনাকে এ কেমন প্রশ্ন মানসীর! উত্তর এল…
জানা যাচ্ছে বনিতার মেয়ে জোভিকা Bigg Boss তামিলের বর্তমান মরসুমের একজন প্রতিযোগী। আর চলতি বিগ বসে মহিলা প্রতিযোগীরাই প্রদীপ অ্যান্টনিকে বহিস্কৃত করেছেন। জোভিকা তাঁদের মধ্যে একজন। সেকারণে প্রদীপের সমর্থকরা জোভিকার মা অভিনেত্রী বনিতার উপর আক্রমণ করেছেন বলে অভিযোগ।
জানা যাচ্ছে, রবিবার বেলা ১টার সময়, বনিতা যখন তাঁর গাড়িটি পার্ক করছিলেন তখনই তাঁর উপর অতর্কিত আক্রমণ করা হয়। আক্রমণকারীরা বনিতাকে 'রেড কার্ড' দেখানোর জন্য অভিযুক্ত করেন। বনিতার উপর আক্রমণ করার পর তাঁর মুখ থেকে রক্তপাত হয়ে শুরু করে। প্রসঙ্গত, বনিতা নিজেও একজন প্রাক্তন Bigg Boss প্রতিযোগী। সম্প্রতি, তিনি নিজের ইউটিউব চ্যানেলে রিয়েলিটি শোয়ের প্রতিদিনের কার্যক্রম পর্যালোচনা করছিলেন।
বনিতা বলেন, ‘কে আমায় নির্মমভাবে হামলা করল তা বিধাতা জানেন! একজন তথাকথিত প্রদীপ অ্যান্টনি সমর্থক। আমি #BiggBossTamil7 রিভিউ শেষ করে রাতের খাবার খেয়ে নেমে আমার গাড়ির কাছে গিয়েছিলাম। গাড়িটি আমি আমার বোন সৌম্যের বাড়ির সামনে পার্ক করেছিলাম, সেখানে অন্ধকার ছিল। একজন লোক কোথা থেকে এসে বলল লাল কার্ড দেখানো! আমি একজন সমর্থক। এরপরই ও আমার মুখে জোরে আঘাত করে পালিয়ে গেল। আমি যন্ত্রণায় ছটফট করছিলাম, রক্তপাত হচ্ছিল, আমি চিৎকার করলাম।’