বাংলা নিউজ > বায়োস্কোপ > Puja Banerjee: অফশোল্ডার ড্রেসে Hot লুক, স্নিকার্স পরেই বাথটাবে নেমে এক কাণ্ড ঘটালেন পূজা

Puja Banerjee: অফশোল্ডার ড্রেসে Hot লুক, স্নিকার্স পরেই বাথটাবে নেমে এক কাণ্ড ঘটালেন পূজা

পূজা বন্দ্য়োপাধ্যায়

পূজার এমন ছবি দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটনাগরিকরা। কেউ লিখেছেন, ‘স্নিকার্স পরে বাথটাবে!’ কারোর মন্তব্য, ‘ম্যাম আপনি হয়ত ভুলেই গিয়েছেন আপনি স্নান করে রেডি হয়ে গিয়েছেন, তাহলে কেন সেজে গুজে বাথটাবে, তাও আবার স্নিকার্স পরে! ওটাও ভিজে যাবে তো!’ এই ছবি দেখে নেটপাড়ার অনেকেরই মশকরার পাত্রী হয়েছেন পূজা।

পরনে অফশোল্ডার শর্ট ড্রেসে শরীর ঢেকেছেন কোনওরকমে, খোলা চুলের কিছু অংশ পনিটেল করে বাঁধা, কানে লম্বা দুল, হাতে চুড়ি, মুখে হালকা মেকআপ, এভাবে সেজেগুজেই বাথটাবে বসে পড়েছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সে তো না হয় হল, কিন্তু পায়ে এটা কী! স্নিকার পরে কেন বাথটাবে কেন নেমেছেন পূজা?

মঙ্গলবার সকালে সকলকে সুপ্রভাত জানিয়ে এমনই ছবি পোস্ট করেছেন পূজা বন্দ্যোপাধ্যায়। পূজার ছবি দেখেই বোঝা যাচ্ছে এটি ফটোশ্যুটের ছবি। পূজার এমন ছবি দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটনাগরিকরা। কেউ লিখেছেন, ‘স্নিকার্স পরে বাথটাবে!’ কারোর মন্তব্য, ‘ম্যাম আপনি হয়ত ভুলেই গিয়েছেন আপনি স্নান করে রেডি হয়ে গিয়েছেন, তাহলে কেন আবার সেজে গুজে বাথটাবে, তাও আবার স্নিকার্স পরে! ওটাও ভিজে যাবে তো!’ কেউ আবার মজা করে লিখেছেন, ‘আরে বৌদি স্নিকার্স খুলে স্নান করুন…’। এমন ছবি দেখে নেটপাড়ার অনেকেরই মশকরার পাত্রী হয়েছেন পূজা। কেউ আবার পূজার এমন বোল্ড ছবি দেখে মুগ্ধ। এমনই নানান মন্তব্য উঠে এসেছে পূজা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টে।

আরও পড়ুন-স্নায়ুর বিরল রোগ, যা সারে না! ৫৭-তে চলে গেলেন অভিনেত্রী সান্দ্রা বুলকের সঙ্গী ব্রায়ান

আরও পড়ুন-Gadar-2: 'পুরনো চাল ভাতে বাড়ে'! সানি-আমিশার গদর-২র অগ্রিম টিকিট বুকিং 'ব্লকবাস্টার'-এর ইঙ্গিত দিচ্ছে…

প্রসঙ্গত, একই সঙ্গে হিন্দি এবং বাংলা, দুই ইন্ডাস্ট্রিতেই সমানভাবে কাজ করছেন পূজা বন্দ্যোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি ডান্স রিয়ালিটি শোয়ের বিচারকের আসনেও রয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০২০ সালে লকডাউনের সময়ই অভিনেতা কুণাল বর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন পূজা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০২০ অক্টোবরেই পূজা-কুণালের জীবনে আসে তাঁদের প্রথম সন্তান, নাম রাখেন কৃশিব বর্মা। আপাতত স্বামী-পুত্র নিয়ে সুখে সংসার করছেন পূজা। কখনও কলকাতা, কখনও মুম্বই মিলেই কাটছে পূজার সংসার ও কাজ।

সম্প্রতি হাজব্যন্ড, অভিনেতা কুণাল বর্মার জন্মদিনের পার্টিতে বোল্ড লুকে ধরা পড়েছিলেন পূজা। অভিনেত্রীর ওই নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। রক মিউজিকের সঙ্গে বোল্ড পোশাকে নাচতে দেখা গিয়েছিল পূজাকে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

বন্ধ করুন