নববর্ষে নিজেকে নিজে বিশেষ উপহার দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। নতুন বছরে নিজেকে গাড়ি উপহার করলেন শ্রীলেখা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া পাতায় শেয়ার করেছেন তিনি। ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন শ্রীলেখার পোস্টে।
শ্রীলেখার নতুন গাড়ি
দিন দশেক আগে নিজের ইউটিউব চ্যানেলে ‘আমি শ্রীলেখা’-এ একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন অভিনেত্রী। পুরনো গাড়ির সঙ্গে ভিডিয়োতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই সময় অভিনেত্রী সন্ধান করছিলেন নতুন গাড়ির। বেশ কিছু গাড়ি দেখেছেন, টেস্ট ড্রাইভ নিয়েছেন। এমনকী অনুরাগীদের কাছেও মতামত জানতে চেয়েছন কোনও গাড়িটা নেওয়া উচিত। এরপরই মুক্তো সাদা রঙের KIA Seltos ব্র্যান্ড নিউ গাড়ি কিনে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন: 'শব্দ এবং নীরবতার মধ্যে…', সম্পর্কের বয়স পার করল ৯, কীভাবে শুরু হয়েছিল ঋদ্ধি-সুরঙ্গনার প্রেম
আরও পড়ুন: বউকে পাশে নিয়ে কেক কাটলেন নীলাঞ্জন, বরকে জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন ইমন
গাড়ির ভিডিয়ো
শ্রীলেখা বড়ই যে ঠোঁটকাটা। টলিপাড়ায় ও অনুরাগীদের কাছে এভাবেই তিনি পরিচিতি। সমাজের নানান বিষয় নিয়ে তিনি বরাবরই সোচ্চার হন। নিজের অভিমত স্পষ্ট করেই বলতে পছন্দ করেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন বিষয় নিয়ে প্রায়দিনই সোচ্চার হন তিনি। তবে নিন্দুকের অভাব নেই। তাই ট্রোলাররাও নানান সময় অভিনেত্রীকে আক্রমণ করে বসেন। তবে শ্রীলেখাও পাল্টা জবাব দিতে ছাড়েন না।
আরও পড়ুন: একটি কারণের জন্য আজও সিঙ্গেল মিমি, ‘আলাপ’-এর প্রচারে এসে মনের কথা ফাঁস করলেন নায়িকা
শ্রীলেখার আগামী কাজ
টলিউডের অন্যতম স্বনামধন্য আবার বিতর্কিত অভিনেত্রীও শ্রীলেখা। তিনি বরাবরই ভীষণ বেছে কাজ করেন। সম্প্রতি তাঁকে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘পারিয়া’ ছবিতে দেখা গিয়েছে। এবার তাঁকে একেবারে অন্যরূপে পেতে চলেছেন দর্শকরা! আইটেম গার্ল হিসেবে।
‘আইটেম গার্ল’ শ্রীলেখা
বাপ্পা পরিচালিত আগামী ছবি নেগেটিভ-এ তিনি আইটেম গার্ল হিসেবে ধরা দেবেন। পারফর্ম করবেন একটি আইটেম সংয়ে। অনেকেই হয়তো জানেন না শ্রীলেখা মিত্র কিন্তু নাচে দারুণ পটিয়সী। তিনি কথক, ভরতনাট্যম, ইত্যাদির মতো ক্লাসিক্যাল ড্যান্স শিখেছেন। এইবার তাঁর সেই অজানা দিক উঠে আসবে পর্দায়।
মাথায় সোনালি ব্যান্ড। পরনে খোলামেলা পোশাক। এই বেশেই একেবারে গ্ল্যাম লুকে ধরা দেবেন শ্রীলেখা। তাঁকে এর আগে কেউ এমন রূপে দেখেছেন বলে মনে হয় না! এবার তিনি এই রূপেই নতুন ছবিতে বাজিমাত করবেন তিনি।