বাংলা নিউজ > বায়োস্কোপ > স্বস্তিকার পালটা জবাব শ্রীলেখাকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তাঁর অভিমত

স্বস্তিকার পালটা জবাব শ্রীলেখাকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তাঁর অভিমত

স্বস্তিকা মুখোপাধ্যায়, ছবি ফেসবুক।

সরগরম টলিউড। এবার তোপ দাগলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।  শ্রীলেখার মিত্রের লাইভ ভিডিয়োর পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুক ওয়ালে নাম না করে তুললেন কিছু প্রশ্ন! 

এবার শ্রীলেখা মিত্রকে পালটা জবাব দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধয়ায়। বরাবরই সোজাসাপটা কথা বলার অভ্যেস স্বস্তিকার। গতকাল নিজের ফেসবুকে তিনি পোস্ট করে জানান,

 ‘ছোট্ট প্রশ্ন।যখন কোনও অভিনেত্রী কোনও পরিচালকের সঙ্গে এক বা একের বেশি ছবি করে তখন বলা হয় সে শুয়ে বা প্রেম করে কাজটা পেয়েছে। বেশ। তা আমি এক পরিচালকের সঙ্গে তাঁর জীবনের ১৭টা ছবির মধ্যে আড়াইখানা ছবি করেছি (২টি মুখ্য চরিত্র, ১টি অতিথি শিল্পী)। কিন্তু যেহেতু এই পরিচালকের সঙ্গে সৌমিক হালদার ১১টা, অনুপম রায় ৯টা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৭টা, যীশু সেনগুপ্ত ৭টা, অনির্বাণ ভট্টাচার্য ৬টা এবং পরমব্রত চট্টোপাধ্যায় ৬টা কাজ করেছেন, তাঁরা নিশ্চয় আরও বেশি করে শুয়ে আর প্রেম করে কাজগুলো পেয়েছেন? এনারা তাহলে সবাই উভকামী ও সুযোগসন্ধানী? যুক্তি তো সবার ক্ষেত্রেই এক হওয়া উচিৎ, তাই না? নাকি নিজের খামতি ঢাকতে স্লাটশেমিং শুধু আমাদের মতো 'কুযোগ্য' অভিনেত্রীদের করা হবে যারা একেবারেই অভিনয়টা পারে না? ’

গত তিন দিন ধরে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের একটি ইউটিউব ভিডিয়ো।  এক ঘন্টা ন'মিনিটের এই  ভিডিয়োটি তিনি প্রকাশ করেছেন  তাঁর ব্যক্তিগত ইউটিউব চ্যানেল থেকে। এখানে তিনি সরাসরি আঙ্গুল তুলেছেন টলিউড তথা সম্পূর্ণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একেবারে প্রথম সারির তারকাদের দিকে। তাঁর নিশানায় রয়েছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত , কৌশিক গঙ্গোপাধয়ায়, সৃজিত মুখোপাধ্যায় সহ বেশ কিছু পরিচালক, প্রযোজকদের  নাম। তাঁর কথা অনুযায়ী সুশান্ত সিং রাজপুতের মতো তিনিও স্বজন পোষণের শিকার হয়েছে বারবার। টলিউডের একজন বলিষ্ঠ অভিনেত্রী হওয়া সত্বেও তাঁকে তাঁর যোগ্য সুযোগ দেওয়া হয় নি। বাদ পড়েছেন নায়িকার চরিত্রের থেকে, পার্শ চরিত্রেই তাঁকে অভিনয় করতে হয়েছে। একটা সময় তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন, কিন্তু তিনি আত্মহত্যা প্রবণ নন, তাই পরিস্থিতির সঙ্গে লড়াই করে এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করেছেন। একেবারে নাম উল্লেখ করে শ্রীলেখা বলেন, ঋতুপর্ণা এবং বুম্বাদার প্রেমের কারণেই তিনি বাদ পড়েছেন প্রধান চরিত্র থেকে। প্রযোজক অশোক সুরানা কথা দিয়েও তাঁকে কাজ দেন নি। সৃজিত মুখোপাধ্যায় অভিনেত্রীর  খুব ভালো বন্ধু হলেও কাজে নেন নি তাঁকে। ইত্যাদি বহু প্রসঙ্গ উঠে এসেছে শ্রোলেখার ভিডিয়োতে।

শ্রীলেখার এই ভিডিওর পর থেকেই টলি পাড়া সরগরম। বিভিন্ন মহল থেকেই উঠে আসছে নানা মন্তব্য। কেবল স্বস্তিকাই নন, টলিউডের অনেক খ্যতনামা অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক পরিচালকরা শ্রীলেখার এই বক্তব্য সম্বন্ধে তাঁদের মতামত দিয়েছেন টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়াতে ।

বায়োস্কোপ খবর

Latest News

জোরকদমে চলছিল প্রচার, এরই মাঝে বাতিল হল বাংলার এই বিজেপি প্রার্থীর মনোনয়ন হয় গতজন্মে বাংলায় জন্মেছিলাম, নয়ত পরজন্মে বাংলার কোনও মায়ের কোলে জন্ম নেব: মোদী নেপাল–জাকির গোষ্ঠীদ্বন্দ্ব অতীত, তৃণমূল সুপ্রিমোর বার্তায় এক যুযুধান দু’‌পক্ষ T20 WC-এর জন্য নিজের বাছাই করা একাদশে হার্দিককে রাখলেন না সেহওয়াগ,টিমে রয়েছে চমক '১২ বছর বয়সে যৌন নিগ্রহের শিকার! ভয়ে কাঁপতাম,কেউ ছিল না’, নীরবতা ভাঙলেন চূর্ণী '২৬ হাজার পরিবারের সুখ ছিনিয়ে নিল TMC-র দুর্নীতি', মোদীর মুখে SSC রায় আজকের ৮৮ আসনের ধনীতম প্রার্থীর সম্পত্তির পরিমাণে ঘুরবে মাথা! হুঙ্কারে কেঁপে উঠল আলিপুর, বিশাখাপত্তনম থেকে চিড়িয়াখানায় সাদা বাঘ আসল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ যে স্টেডিয়ামে হবে,তার কাজ এখনও অনেকটাই বাকি,তবু আশাবাদী ICC

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.