Kriti Sanon Net Worth: প্রথমবার প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী কৃতি শ্যানন। হিন্দি, তেলুগু, তামিল, মালায়লাম এবং কন্নড় ভাষায় ২০২৩ সালের ১৬ জুন মুক্তি পাবে ‘আদিপুরুষ’। 'আদিপুরুষ' নায়িকা কৃতির মোট সম্পত্তির পরিমাণ কত জানেন?
1/5মুক্তি পেয়েছে কৃতি স্যানন ও প্রভাসের বহুল প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ'-এর ট্রেলার। মুক্তির আগেই ছবি ঘিরে চলছে প্রচুর চর্চা। একযোগে ৭০টি দেশে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ওম রাউত পরিচালিত ছবিতে রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা অভিনেতা প্রভাস, সীতার চরিত্রে রয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।
2/5তেলুগু ছবির হাত ধরে অভিনয় কেরিয়ার শুরু করেন কৃতি। এরপর একের পর এক বলিউড ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? Caknowledge-এর রিপোর্ট অনুযায়ী, মোট ২৯ কোটি টাকার সম্পত্তির মালিক অভিনেত্রী।
3/5কৃতির উপার্জনের বেশিরভাগই আসে অভিনয় এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে। একটি ছবির জন্য প্রায় ২ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।
4/5রিপোর্ট অনুযায়ী, কৃতি ১৫টি ব্র্যান্ড এন্ডোর্স করেছেন। যার মধ্যে রয়েছে বাটা, আরবান ক্ল্যাপ, ফেম, টাইটান রাগা সহ অনেক ব্র্যান্ড। রিপোর্ট অনুযায়ী, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে প্রতি বছর প্রায় ২ কোটি টাকা আয় করেন তিনি।
5/5মঙ্গলবার ৯ মে মুম্বইয়ে আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেল ‘আদিপুরুষ’-এর ট্রেলার। আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। প্রভাব-কৃতি জুটির প্রথম ছবি ঘিরে একরাশ প্রত্য়াশা রয়েছে দর্শকমহলে।