বাংলা নিউজ > বায়োস্কোপ > Aditi Munshi: 'আমি বেঁচে আছি, সুস্থ আছি', মৃত্যুর ভুয়ো খবরে বলেন 'রাই কিশোরী' অদিতি মুন্সি

Aditi Munshi: 'আমি বেঁচে আছি, সুস্থ আছি', মৃত্যুর ভুয়ো খবরে বলেন 'রাই কিশোরী' অদিতি মুন্সি

অদিতি মুন্সি

অদিতির কথায়, ‘আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের প্রার্থনা আর ঈশ্বরের আশীর্বাদেই আমি আবারও গানের দুনিয়ায় ফিরছি। গান ছাড়া আমার আর কোনও অস্বিত্ব নেই। আমি আবার আপনাদের সঙ্গে কৃষ্ণনামে মাতোয়ারা হব। আগামী ১ ডিসেম্বর থেকেই মঞ্চে ফিরছি।’

কিছুদিন আগেই জানিয়েছিলেন তিনি অসুস্থ। যে কারণে একাধিক গানের শো বাতিল করতে হয় অদিতি মুন্সিকে। এবিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হলে অদিতির টিমের তরফে জানানো হয়েছিল, 'ওর গলার অবস্থা ঠিক নেই। কথা বলা এক্কেবারেই বারণ। ওকে চিকিৎসক ভয়েস রেস্টে থাকতে বলেছেন। ওর vocal injuries হয়েছে। এক্কেবারেই কথা বলতে পারছেন না। গলা choked (রুদ্ধ) হয়ে রয়েছে।’

তবে সুস্থ হয়েই আবারও গানের দুনিয়ায় দ্রুত ফিরবেন বলেও জানিয়েছিলেন অদিতি মুন্সি। এদিকে এই খবরে কিছু লোকজন অদিতি মুন্সির মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হয়। অদিতি জানাচ্ছে, তাঁর অসুস্থতার খবরই কেউ কেউ বিকৃত করে এমন ভুয়ো খবর ছড়িয়েছিলেন।

<p>অদিতির গানের ক্লাস</p>

অদিতির গানের ক্লাস

হিন্দুস্তান টাইমস বাংলাকে অদিতি জানান, ‘আমি বেঁচে আছি, ভালো আছি, সুস্থ আছি, খুব তাড়াতাড়ি ফিরছিও।’ কীর্তন গায়িকা জানিয়েছেন ডিসেম্বর থেকেই ফের অনুষ্ঠান করা শুরু করবেন তিনি। জানা যাচ্ছে, আগামী ২ মাসে প্রায় ২০-২৫টি শো রয়েছে অদিতি। খুব শীঘ্রই নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সেই সমস্ত অনুষ্ঠানের বিস্তারিত পোস্ট করবেন তিনি। এছাড়াও ফেসবুক লাইভে এসেও মৃত্যুর ভুয়ো খবর নিয়ে মুখ খোলেন জনপ্রিয় গায়িকা অদিতি। বলেন, ‘এই প্রথম হয়ত লাইভে এসে আমায় একথা বলতে হচ্ছে যে আমি বেঁচে আছি, সুস্থ আছি, আমি গান গাইছি। আমার বাড়িতে তো সকলে চিন্তুত হয়ে পড়েছিলেন, আমি বললাম, যাঁরা আনন্দ পাচ্ছে, তারা এসব করছে। আমরা যেমন গান গেয়ে, কৃষ্ণনাম নিয়ে আনন্দ পাই…’

আরও পড়ুন-তাঁর প্রাক্তন পিয়া-ই আজ পরমের বর্তমান, অনুপমের পোস্টে শুধুই একাকিত্ব, দূরে যাওয়ার কথা…

আরও পড়ুন-বন্ধু পরমের বিয়েতে নিমন্ত্রণ পাননি, পিয়ার সঙ্গে বিয়ের কথায় কী বললেন রুদ্রনীল?

আরও পড়ুন-আচমকাই অসুস্থ, বাতিল হল একাধিক শো, কিন্তু কী হয়েছে অদিতি মুন্সীর?

জানা যাচ্ছে, বেশকিছুদিন গলাকে বিশ্রাম দেওয়ার পর ইতিমধ্যেই নিয়মিত রেওয়াজ, গানের ক্লাস ও যন্ত্রশিলীদের সঙ্গে রিহার্সাল করা শুরু করেছেন অদিতি মুন্সি। অদিতির কথায়, ‘আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের প্রার্থনা আর ঈশ্বরের আশীর্বাদেই আমি আবারও গানের দুনিয়ায় ফিরছি। গান ছাড়া আমার আর কোনও অস্বিত্ব নেই। আমি আবার আপনাদের সঙ্গে কৃষ্ণনামে মাতোয়ারা হব। আগামী ১ ডিসেম্বর থেকেই মঞ্চে ফিরছি।’

প্রসঙ্গত, এর আগে ভোকল ইনজুরিজ-এর কারণেই একাধিক শো বাতিল করতে বাধ্য হয়েছিলেন অদিতি মুন্সি। গত ২০ নভেম্বর ডানকুনি ষষ্ঠীতলা উল্কা সংঘ ক্লাব, ২২ নভেম্বর চন্দননগর কানাইলাল পল্লী, ২৩ নভেম্বর কনকপুরের বালিপুর তরুণ সংঘ ক্লাব, ২৬ নভেম্বর বাজে কদমতলা ঘাটে অনুষ্ঠান ছিল অদিতি মুন্সির। তবে এই অনুষ্ঠানগুলির কোনওটিতেই তিনি যেতে পারেননি। কারণ চিকিৎসকরা তাঁকে গলার বিশ্রামের কথা জানিয়েছিলেন।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ প্রেমের বিয়েতে বাধা আসছে! রাধা অষ্টমীতে করুন এই কাজ, বাধা ঘুচবে শীঘ্র বিবাহ হবে ‘ব্রা-এর সাইজ জানতে চাওয়া’র অভিযোগ, আরজি কর কাণ্ডে পথে নেমে হুঁশিয়ারি জয়জিৎ-এর নদী থেকে উদ্ধার নার্সের দেহ, ধর্ষণ করে কি খুন?‌ বহরমপুরে চারদিন পর খোঁজ মিলল মমতার ফোনেও কাজ হল না, ইস্তফার সিদ্ধান্তে অনড় জহর! এবারও 'দেরিতে' হল অ্যাকশন? মিশনারি কলেজে গণেশ পুজো করতে গেল এবিভিপি, শোরগোল চরমে, পুলিশ এল ক্যাম্পাসে ‘ওই চোখাচোখিটা কোনওদিন ভুলব না…’, কাঞ্চন অতীত! পিঙ্কির জীবনের সবচেয়ে কাছের কে? আগামিকাল কেমন কাটবে আপনার? ভাগ্যের সাহায্য পাবেন কি? জানুন ৯ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.