জল্পনা ছিলই, আর সেটাই সত্যি হল। পরমের হাত ধরে আজ বিয়ের পিঁড়িতে বসছেন অনুপমের প্রাক্তন পিয়া। আজই (সোমবার) বিয়ে। তবে পরম-পিয়া যে বিয়ে করছেন, একথা বেশ কয়েকমাস ধরেই টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল। আর এবার সেই জল্পনায় সিলমোহর পড়ছে। তবে এই পরিস্থিতি সঙ্গীতশিল্পী অনুপম রায়ের অবস্থানটা ঠিক কী?
এদিন পিয়া-পরমের বিয়ে প্রসঙ্গে অনুপম রায় এই সময়কে বলেন, ‘হ্যাঁ, আমিও শুনেছি এমনটাই।’ তবে এবিষয়ে গায়ক এদিন বিশেষকিছু বলতে চাননি। বলেন, ‘আমি আর কী বলব! আমাকে বাদ রাখুন’।
এক্ষেত্রে বাস্তবের ছবিটাও যেন প্রসেনজিৎ-ঋতুপর্ণার 'প্রাক্তন' সিনেমার মতোই। ছবির ভাষায় বললে, ‘তুমি অন্য কারুর সঙ্গে বেঁধো ঘর…. ’। অনুপম রায়ের প্রাক্তন এবার পরমব্রত চট্টোপাধ্যায়ের বর্তমান হতে চলেছেন। আর এই পরিস্থিতিতে নিজের অবস্থান যেন 'দশম অবতার' ছবির গানেই স্পষ্ট করে দিয়েছেন অনুপম, ‘আমি আর সেই মানুষটা নেই…’। ২৭ নভেম্বর বন্ধুর সঙ্গে প্রাক্তন স্ত্রীর বিয়েতে অরিন্দম চক্রবর্তীর লেখাতেই যেন নিজের কথা বলেছেন অনুপম। সেখানে উঠে এসেছে 'আত্মহত্যা'র কথা। লিখেছেন, ‘নিজেই নিজেকে মারা, অন্যকে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া - এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে - এমন নয়।’ - অরিন্দম চক্রবর্তী।
আরও পড়ুন-'পরমপিয়া' এখন আইনত বিবাহিত, গোপন না রেখে এবার নিজেই বিয়ের ছবি দিলেন পরমব্রত চট্টোপাধ্যায়
আরও পড়ুন-Bigg Boss-এ প্রদীপকে লাল কার্ড দেখানোয় ক্ষুব্ধ, অভিনেত্রী বনিতার উপর হল গুরুতর হামলা
অনুপমের এমন পোস্টে নেটপাড়ায় কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ‘প্লিজ এইরকম ভালোলাগে না। মাথা উঁচু করে এগিয়ে যান।’, কেউ আবার লিখেছেন, ‘বেঁচে থাকার গান’।
এদিকে সোশ্যাল মিডিয়া থেকেই জানা যাচ্ছে, আজ শহরে পরম-পিয়ার বিয়ের আয়োজন হলেও, এই মুহূর্তে শহর থেকে দূরেই রয়েছেন অনুপম রায়। তিনি এখন সানফ্রান্সিসকোতে। শনিবারই উড়ে গিয়েছেন। উড়ানের ভিডিয়োতে দিয়েছেন নিজেরই লেখা গান, 'সবকিছু ফেলে আজ চলে যাব দূরে…'। এখন নিজেই নিজেকে গুছিয়ে নিয়েছেন।
প্রসঙ্গত, পিয়া চক্রবর্তী পেশায় সমাজকর্মী আবার মানসিক স্বাস্থ্যকর্মী এবং গায়িকাও। যদিও অনুপম রায়ের স্ত্রী হিসাবেই তাঁকে বেশিরভাগ মানুষ চেনেন। ২০২১ সালে সঙ্গীতশিল্পী অনুপম রায় ও পিয়া চক্রবর্তীর বিবাহ-বিচ্ছেদ হয়। সেসময় পিয়ার সঙ্গে অভিনেতা, পরিচালক, প্রযোজক পরমব্রত চক্রবর্তীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। ততদিনে পরমের বিদেশিনী প্রেমিকা ইকার সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। তখনই পরমের কাছাকাছি আসেন পিয়া। একসময় পরম ও অনুপম দুজনেই ভালো বন্ধু ছিলেন। তবে ২০২১-এর পর সমীকরণটা বদলে যায়। তখনই শোনা গিয়েছিল পিয়াকে নাকি গোপনে বিয়ে করেছেন পরমব্রত। নাহ, তখন না করে থাকলেও এবার সেই জল্পনাই সত্যি হচ্ছে।