একসঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। দুই স্টারকিডের অফস্ক্রিন রসায়ন নিয়ে বছর খানেক ধরেই চর্চার শেষ নেই। জোয়া আখতারের দ্য আর্চিস-এর শ্যুটিং সেটেই নাকি মন দেওয়া-নেওয়া সেরে ফেলেছেন সুহানা-অগস্ত্য। শুধু পর্দায় নয়, বাস্তবেও জমজমাট আর্চি আর ভেরোনিকার প্রেম। আরও পড়ুন- সলমন-ঐশ্বর্য থেকে সিদ্ধার্থ-কিয়ারা, কারা এলেন মণীশের পার্টিতে
গত বছর কাপুর পরিবারের ক্রিসমাস ব্রাঞ্চে শ্বেতা বচ্চন ও অগস্ত্যর সঙ্গে হাজির ছিলেন সুহানা। যা জুটির প্রেম চর্চার আগুনকে উসকে দেয়। তারপর সময় যত গড়িয়েছে এই চর্চা আরও জোরদার হয়েছে।
রবিবার রাতে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে এক ছাদের তলায় পাওয়া গেল এই চর্চিত প্রেমিক জুটিকে। ছোট থেকেই ফ্যাশনিস্তা সুহানা। দিওয়ালি পার্টিতে লাল লেহেঙ্গা আর সোনালি রঙা ব্লাউজে ধরা দিলেন গৌরী-কন্যা। কালো রঙা কুর্তায় ট্রাডিশন্যাল লুকেই হাজির অগস্ত্য। সুহানার কতটা খেয়াল রাখেন তাঁর চর্চিত প্রেমিক, তার প্রমাণ মিলল সোশ্যালে ছড়িয়ে পড়া এই ভিডিয়ো থেকে।
পার্টিতে থেকে বেরোনোর সময় সুহানাকে গাড়িতে তুলে দেন অগস্ত্য। সুহানার গাড়ির দরজাও নিজের হাতে বন্ধ করেন বচ্চন কন্যা শ্বেতার একমাত্র পুত্র। এই প্রেমের গুঞ্জন নিয়ে এখনও কোনওপ্রকার মন্তব্য করেননি শাহরুখ-গৌরী কিংবা বচ্চন পরিবার। তবে সূত্রের খবর, বচ্চন কন্যা শ্বেতার নাকি খুব পছন্দ শাহরুখ-গৌরী কন্যাকে। ছেলের বউ হিসাবে ইতিমধ্যেই সুহানাকে মেনে নিয়েছেন শ্বেতা।
সূত্রের খবর, জোয়া আখতারের ছবির সেটে একসঙ্গে লম্বা সময় কাটাতেন সুহানা-অগস্ত্য। তখনই বন্ধুত্বে প্রেমের রঙ লাগে। নিজেদের ঘনিষ্ঠতা কখনই আড়াল করার চেষ্টা করেনি তাঁরা। এখনই জনসমক্ষে নিজেদের সম্পর্কে আনতে চায় না দুজনে। তবে ‘দ্য আর্চিস’ টিম এই প্রেম সম্পর্কে সবটা ভালোভাবেই জানে।
গত ডিসেম্বরে ‘দ্য আর্চিস’-এর শ্যুটিং শেষ করেছেন সুহানা-অগস্ত্যরা। জোয়া আখতারের এই ছবির সঙ্গে অভিনয়ের দুনিয়ায় পা দিচ্ছেন আরও এক স্টার কিড, শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আগামী মাসেই মুক্তি পাবে ‘দ্য আর্চিস কমিকস’ অবলম্বনে তৈরি এই ছবি। ‘দ্য আর্চিস’ গ্যাং-এ সুহানা,অগস্ত্য ও খুশির সঙ্গে থাকছেন মিহির অহুজা, যুবরাজ মেন্দা এবং বেদং রায়না। ‘দ্য আর্চিস’ প্রযোজনার দায়িত্বে থাকছে জোয়া আখতার ও রীমা কাগতির ‘টাইগার বেবি ফিল্মস’।