'বাতাসে বহিল প্রেম/নয়নে লাগিল নেশা...' নিয়েই বসন্ত এসে গিয়েছে। চারদিকে কোকিলের ডাক, বোগেনভেলিয়া, পলাশ, শিমুলের সমাহার আভাস দিচ্ছে বসন্ত প্রেম নিয়ে এসে গিয়েছে। আর তো একটা দিন তারপর গোটা বিশ্ব মাতবে 'প্রেম পুজোয়'। তার আগে হিন্দুস্তান টাইমসের সঙ্গে বিশেষ আলাপচারিতায় প্রেম সংক্রান্ত আড্ডায় মাতলেন এক সময়ের ‘নিরুপমা’, এবং বর্তমানের ‘শ্রেয়সী’ অর্কজা আচার্য।
শ্রেয়সীর জীবনে তো অতীন আছে কিন্তু অর্কজার জীবনে? সেই বিশেষ মানুষটির নাম কী? আজ বলেই দেওয়া হোক নাকি? প্রাণ খুলে হাসার পর অভিনেত্রী বলেন, 'অর্কজার জীবন সম্পূর্ণ সিঙ্গল।' যাহ! তাহলে ভ্যালেন্টাইন্স ডে'তে কোনও বিশেষ প্ল্যান নেই? 'আমার কিছু ভীষণ ভালো বন্ধু আছে। তো ওদের সঙ্গে সময় কাটাব। আমার ভ্যালেন্টাইন ওরাই', জানান অর্কজা।
সে নয় এখন পর্দার ‘শ্রেয়সী’ সিঙ্গল, কিন্তু ছোটবেলায় এই বিশেষ দিন নিয়ে কোনও স্মৃতি নেই, হতেই পারে না! অতীতের এই বিশেষ দিনটি কেমন ছিল? কীভাবে কাটত? অর্কজা জানান, 'ছোটবেলার স্মৃতিগুলো ভীষণ স্পেশাল। তখন নতুন নতুন প্রেম, আনন্দ, ফূর্তি ছিল। এখন কাজের চাপে আর আলাদা করে ভ্যালেন্টাইন্স ডে তেমন বিশেষ মনে হয় না।' তার মানে নিশ্চয় প্রচুর প্রপোজাল পেয়েছেন? 'সে আর বলতে! অগুন্তি! কটা প্রপোজাল পেয়েছি গুনতে বসলে রাত কাবার হয়ে যাবে। আমি যাদবপুরের ছাত্রী, আর এখানে প্রেম একটা বিশেষ অঙ্গ। ওখানে পড়ার সময় বেঞ্চে চকলেট পাওয়া, লাভ লেটার পাওয়া তো ছিলই। ঝিলের ধারে প্রপোজ করা, ইত্যাদিও', জানান অভিনেত্রী।
অর্কজার কাছে ভালোবাসা কী? অপশন? নাকি ৯০ দশকের ওল্ড স্কুল প্রেম কাহিনি? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, 'আমি ওয়ান ম্যান ওম্যান। হোপলস রোমান্টিক যাকে বলে আর কী! সেই জন্যই হয়তো জীবনে প্রেম নেই। আসলে যুগ এগিয়ে গিয়েছে, আমি পারিনি। এখন প্রেম মেটিরিয়ালিস্টিক। অপশনে ভরে গিয়েছে। আর আমার কাছে আদর্শ প্রেম মানে শাহরুখের ছবি। যদি কখনও প্রেম করি তেমনটাই যেন হয়।'
আর সেলফ ডেট সম্পর্কে তাঁর কী মত? এখন তো নিজেকে ভালোবাসা, নিজের সঙ্গে ডেটে যাওয়ার খুব চল। অর্কজাও যান নাকি? 'একদম। আমি একা সিনেমা দেখতে যাই। নিজেকে সময় দেওয়া, ভালোবাসা এখন খুব জরুরি। চারদিকে অস্থির সময়, কাজের চাপের মধ্যে নিজেকে ভালো না রাখলে আশপাশের মানুষগুলোকে ভালো রাখব কী করে?'