মঙ্গলবার অবশেষে উত্তরকাশী টানেল থেকে মুক্তি পেয়েছে ৪১ শ্রমিক। ১৭ দিনের যে অকল্পনীয় চেষ্টা চালিয়েছিল উদ্ধারকারীরা, তা সফল হতেই দেশের নানা প্রান্ত থেকে ভেসে আসছে শুভেচ্ছার বন্যা। নেটপাড়াও সামিল হয়েছে এই মুক্তি-উৎসবে। রাত ৮ টা ৩৫ মিনিটের মধ্যে ৪১ শ্রমিকই বেরিয়ে আসেন হিমালয়ের পেট থেকে।
নেটপাড়ার সঙ্গে উদ্ধারকারীদের জন্য প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফরা। অক্ষয় টুইট করলেন, ‘আটকে পড়া ৪১ জনকে উদ্ধারের খবর পেয়ে আমি আনন্দে অভিভূত। পেয়েছি স্বস্তি। উদ্ধারকারী দলের প্রত্যেক সদস্যকে বড় স্যালুট। কামাল করে দিয়েছেন। এটি একটি নতুন ভারত এবং যাকে নিয়ে আমরা সকলেই গর্বিত বোধ করি৷ জয় হিন্দ।’
জ্যাকি শ্রফ লিখলেন, ‘উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল থেকে ৪১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ, বিআরও, ভারতীয় সেনা, ভারতীয় বিমান বাহিনী, এনএইচআইডিসিএল, এসজেভিএনএল, টিএইচএফসিএল, আরভিএনএল, ওএনজিসি, কোল ইন্ডিয়া- সহ উদ্ধার অভিযানে যুক্ত থাকা ২২টি সংস্থাকে অসংখ্য ধন্যবাদ।’
অভিষেক বচ্চন সামাজিক মাধ্যম এক্সে (টুইটার)-এ লিখলেন, ‘উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে পড়া আমাদের ৪১ জন কর্মীকে উদ্ধারের জন্য অক্লান্ত পরিশ্রম করা সমস্ত উদ্ধারকর্মী এবং সমস্ত সংস্থার প্রতি কৃতজ্ঞতা। এ এক বিশাল ঋণ। বড় স্যালুট সকলকে। জয় হিন্দ!’
অভিনেত্রী নিমরত কৌর লিখলেন, ‘সমস্ত আটকে পড়া কর্মীদের উদ্ধারের জন্য নিরলস প্রচেষ্টা এনডিআরএফ, সেনা, প্রকৌশলীরা করেছেন। এই উল্লেখযোগ্য কাজের জন্য অভিনন্দন এবং স্যালুট। ঈশ্বরের কৃপায় অবশেষে এল স্বস্তি এবং উল্লাস। ব্রাভো!!!’
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন যে, সিল্কিয়ারা টানেল থেকে উদ্ধার করা ৪১ জন শ্রমিককে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হবে এখন। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে চিনিয়ালিসাউর হাসপাতালে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী একইসঙ্গে উত্তরকাশীতে টানেলে উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিকের প্রত্যেককে ১ লাখ টাকার অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন।