বেশ কয়েকটি ফ্লপের পর অবশেষে সুদিন ফিরেছে। OMG-2 বক্স অফিসে সফল। সেই খুশি সঙ্গে নিয়েই নতুন ছবির কাজ শুরু করে দিলেন অক্ষয়। নতুন ছবির শ্যুটিংয়ের জন্য অক্ষয়ের গন্তব্য যোগীর রাজ্য। শনিবারই উত্তরপ্রদেশের সীতাপুরে পৌঁছেছেন আক্কি। তবে এবার আর বিমানে নয় হেলিকপ্টরে করে আকাশপথে যাত্রা করেন অক্ষয়। আর সেটাই এখন নেটপাড়ার চর্চার বিষয়। কারণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
জানা গেছে, অক্ষয়ের এই ছবির নাম 'স্কাই ফোর্স'। আর এই ছবির শ্য়ুটিংয়ে শনিবার হেলিকপ্টরে করে উত্তরপ্রদেশে উড়ে যান সুপারস্টার। অক্ষয়ের চপার সীতাপুরের মাটি ছুঁতেই সেটা ক্যামেরাবন্দি হয়। আক্কিকে চপার থেকে নেমে ফের গাড়িতে উঠতে দেখা যায়। এদিন আক্কিকে দেখতে ভিড় জমান উৎসুক জনতা। যদিও এই ছবির কথা অফিসিয়ালি এখনও ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন-গদর ২ ব্যবসায় লাগাম, বক্স অফিসে ১৫ দিন পার করে আয় কত হল অক্ষয়ের OMG 2-র?
আরও পড়ন-প্রেম কি সত্যিই ভেঙেছে? মালাইকার ইঙ্গিতপূর্ণ পোস্ট, তবে অর্জুনের কমেন্টে ধন্দে নেটপাড়া
প্রসঙ্গত, অক্ষয়ের OMG 2 ইতিমধ্যেই বক্স অফিসে ১৫ দিন পার করে ফেলেছে। ১৫ দিনে দেশিয় বক্স অফিসে আক্কির OMG 2 ছবির ব্যবসা দাঁড়িয়েছে ১২৮.২২ কোটি টাকা। Sacnilk.com-এর একটি প্রতিবেদন অনুসারে, অক্ষয়ের এই ছবি থিয়েটারে তৃতীয় শুক্রবার, ১.৮ কোটি টাকা ব্যবসা করেছে। OMG 2-এ প্রধান চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠি এবং ইয়ামি গৌতম। জানা যাচ্ছে OMG 2-এর বিশ্বব্যাপী আয় করেছে ১৭৬.২ কোটি টাকা। এদিকে একই দিনে মুক্তি পেয়ে গদর ২ ৪০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে। সানি দেওলের গদর ২ এর সঙ্গে একই দিনে (১১ আগস্ট) মুক্তি পায় OMG 2, যা বক্স অফিসে অপ্রতিরোধ্য ছিল। যদিও এই মুহূর্তে গদরের ব্যবসাতেও কিছুটা ভাটা পড়েছে বলে খবর।
এদিকে অক্ষয়ের হাতে স্কাই ফোর্স ছাড়াও রয়েছে 'সুরারাই পোতরু'-এর হিন্দি রিমেক রয়েছে যা ২০২৪-এর ফেব্রুয়ারিতে মুক্তি পাবে৷ ছবিতে রাধিকা মদন এবং পরেশ রাওয়ালও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন৷ এছাড়াও টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন থ্রিলার ফিল্ম 'বড়ে মিঞা ছোটে মিঞা'-তেও দেখা যাবে অভিনেতাকে। এটিও ২০২৪-এর ইদে মুক্তি পাবে। অক্ষয় তাঁর হিট কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’৫ নম্বর ছবিতে রীতেশ দেশমুখের সঙ্গে অভিনয় করবেন।