অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠির OMG 2 মুক্তি পেয়েছিল ১১ অগস্ট। দেখতে দেখতে বক্স অফিসে ১৫ দিন পার করে ফেলেছে এই ছবি। কিন্তু গত ১৫ দিনে কত টাকা আয় করল এই ছবি?
জানা যাচ্ছে, এখনও পর্যন্ত দেশীয় বক্স অফিসে OMG 2 -এর আয় ১২৮.২২ কোটি টাকা। Sacnilk.com-এর একটি প্রতিবেদন অনুসারে, অক্ষয়ের এই ছবি থিয়েটারে তৃতীয় শুক্রবার, ১.৮ কোটি টাকার ব্যবসা করেছে। OMG 2-এ প্রধান চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠি এবং ইয়ামি গৌতম। এটি সানি দেওলের গদর 2 এর সঙ্গে একই দিনে (১১ আগস্ট) মুক্তি পায়, যা বক্স অফিসে অপ্রতিরোধ্য ছিল।
আরও পড়ুন-সেরা গীতিকার ও সুরকারের সম্মান পেয়েও পুরস্কার নিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন-মধুবনীর জন্মদিন, স্ত্রীকে বিলাসবহুল উপহার রাজার, কী এমন দিলেন?
বক্স অফিস
তথ্য বলছে, OMG 2 প্রথমদিন ১০.২৬ কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। প্রথম সপ্তাহের শেষে OMG 2 দেশীয় বক্স অফিসে আয় হয় ৮৫.০৫ কোটি টাকা। ছবিটি দ্বিতীয় শুক্রবারে ২.৮ কোটি টাকা আয় করেছে, এর পর ২ সপ্তাহে মোট ৪১.৩৭ কোটি টাকা আয় করে। OMG 2 তৃতীয় শুক্রবার, ২৫ আগস্ট সামগ্রিকভাবে হিন্দি বলয়ে দর্শকদের ২৩.৫৩ শতাংশই দখল করে ছিল বলে অনুমান। আর চেন্নাইয়ের ৬২ শতাংশ লোকজন এই ছবি দেখেছে (Sacnilk.com অনুসারে)। জানা যাচ্ছে OMG 2-এর বিশ্বব্যাপী আয় করেছে ১৭৬.২ কোটি টাকা। এদিকে একই দিনে মুক্তি পেয়ে গদর ২ ৪০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে। যদিও এই মুহূর্তে গদরের ব্যবসাতেও কিছুটা ভাটা পড়েছে বলে খবর।
কী আছে OMG - আর OMG 2 তে?
প্রসঙ্গত, অমিত রাই পরিচালিত অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের ছবি ওহ মাই গড-এর সিক্যুয়াল হল OMG 2। প্রথম পর্বে ছবিটি কাঞ্জি লালজি মেহতার (পরেশ রাওয়াল) গল্প বলেছিল। যিনি কি না ভূমিকম্পে তার দোকান ধ্বংসের জন্য ঈশ্বরের বিরুদ্ধে মামলা করেছিল। আর OMG 2-তে যৌন শিক্ষা উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে শিবের বার্তাবাহক হিসাবে মর্তে আসেন অক্ষয় কুমার।
OMG 2-র গল্পে দেখা যায়, অতিরিক্ত হস্তমৈথুনের ফলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন পঙ্কজ ত্রিপাঠির ছেলে। আবার, স্কুলের বাথরুম থেকে তাঁর এমন ভিডিয়ো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আর সমস্যার শুরু সেখান থেকেই। শহর ছেড়ে পালিয়ে যেতে চান পঙ্কজ। তখন তাঁকে সাহায্য করেন আরাধ্য় দেবতা শিব। মর্তে তিনি দূত পাঠান। সেই দূতই হলেন অক্ষয় কুমার। ছবিতে পঙ্কজ ত্রিপাঠীকে ভগবান শিবের ভক্ত, কান্তি শরণ মুদগাল এবং ইয়ামি গৌতমকে একজন আইনজীবী হিসেবে দেখা গিয়েছে।