অক্ষয় কুমার বর্তমানে দারুণ ব্যস্ত তাঁর আগামী ছবি বড়ে মিয়া ছোটে মিয়া নিয়ে। ইদের সময় মুক্তি পাচ্ছে এই ছবিটি। এখন তিনি এবং টাইগার শ্রফ জমিয়ে প্রচার করছেন এই ছবির। আর তার মাঝেই তাঁর নতুন ছবির খবর প্রকাশ্যে এল। বহু প্রতীক্ষিত সি শঙ্করন নায়ারের বায়োপিক নিয়ে তথ্য প্রকাশ্যে এল।
শঙ্করা নিয়ে কোন তথ্য জানা গেল?
সূত্রের খবর অনুযায়ী গত বছর এই ছবিটির শ্যুটিং শুরু হয়। তখনও নাম ঠিক করা হয়নি এটির। এবার জানা গেল যেহেতু সি শঙ্করনের জীবনীর উপর ভিত্তি করে এই ছবিটি তৈরি হবে তাই এটার নাম শঙ্করা রাখা হয়েছে।
বলিউড হাঙ্গামার একটি রিপোর্টে জানানো হয়েছে অক্ষয়ের নতুন ছবিটির নাম শঙ্করা রাখা হয়েছে। গোটা দেশের কাছে এই ছবিটি পৌঁছে দেওয়ার জন্যই এমন নাম রাখা হয়েছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে সেই কথা ঘোষণা করা হবে বলেও জানা গিয়েছে।
এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও থাকবেন আর মাধবন, অনন্যা পাণ্ডে। এই ছবিতে একজন উকিলের গল্প দেখানো হবে যিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধ লড়াই করেছিলেন যাতে পঞ্জাবের গভর্নর জেনারেল মাইকেল ও ডায়ারের যে হাত ছিল জালিয়ানওয়ালা বাগ কাণ্ডে সেটা প্রমাণ করা যায়। গোটা ছবিটি তৈরি করা হচ্ছে রঘু পালট এবং পুষ্পা পালটের লেখা দ্য কেস দ্যাট সুক দ্য এম্পায়ার বইয়ের ভিত্তিতে। রঘু এবং পুষ্পা হলেন উকিল শঙ্করন নায়ারের পপৌত্র এবং তাঁর স্ত্রী।
আরও পড়ুন: বড়ে মিয়া ছোটে মিয়া, ময়দান, মির্জা: এপ্রিলে সরগরম বড়পর্দা - OTT, কবে কোন ছবি মুক্তি পাচ্ছে?
আরও পড়ুন: নির্বাচনের কোপ ঋতুপর্ণা - প্রসেনজিতের ৫০ তম ছবিতে! পয়লা বৈশাখের বদলে কবে মুক্তি পেতে পারে ‘অযোগ্য’?
করণ জোহর এই ছবিটির প্রযোজনা করেছেন। করণ সিং ত্যাগী পরিচালনা করেছেন ছবিটির।