অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হয়েছে রামলালার। গোটা দেশের পাশাপাশি রঘুবীরের আবেগ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সিডনি থেকে লন্ডন, প্যারিস থেকে টরন্টো, রাম-জোয়ারে ভাসছে বিদেশবিভুঁই। মন্দির উদ্বোধন এবং রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। তিনিই ছিলেন অনুষ্ঠানের ‘প্রধান যজমান’। তাঁর সঙ্গে গর্ভগৃহে ছিলেন মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ এবং অন্যান্যরা। মন্দির চত্বরে ১১ দিনের উপবাস ভঙ্গ করেন প্রধানমন্ত্রী।
রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর অক্ষয়-টাইগারের সেলিব্রেশন
রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। এবার রামবন্দনায় মেতে উঠলেন দুই তারকা। রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর প্রভুর নাম নিয়ে নেচেছেন অক্ষয়-টাইগার সহ আরও অনেকে। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’র শ্যুটিংয়ের মাঝেই এই দৃশ্য উঠে এল। আপাতত জর্ডানে আসন্ন সিনেমা ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’র শ্যুটিংয়ে ব্যস্ত দুই অভিনেতা। আরও পড়ুন: অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন, এখন কেমন আছেন সইফ
দেখুন সেই ছবি-
টাইগার শ্রফ বা অক্ষয় কুমার কেউই এ দিন রামমন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে আসতে পারেননি। কারণ ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’র শ্যুটিংয়ে জর্ডনে রয়েছেন দুই অভিনেতা। কিন্তু সেখানে বসে পাঠিয়ে দিয়েছেন শুভেচ্ছা বার্তা। এমনকি মন্দির উদ্বোধন এবং প্রাণপ্রতিষ্ঠার পর রামের নাম নিয়ে নেচে সেলিব্রেট করেছেন টিমের সকলের সঙ্গে। আরও পড়ুন: প্রেমের জল্পনায় দিলেন সিলমোহর? কোন বিশেষ জায়গায় একসঙ্গে দেখা মিলল সোহিনী-শোভনের
অক্ষয় এবং টাইগার শ্রফের শুভেচ্ছা বার্তা
প্রসঙ্গেত, এ দিন শুভেচ্ছা বার্তায় অক্ষয় এবং টাইগার শ্রফ যুগ্ম ভাবে বলেছেন, ‘আমাদের দুজনের তরফে আপনাদের জানাই জয় শ্রী রাম। আজকের দিনটা গোটা পৃথিবী জুড়ে বসবাসকারী রাম ভক্তদের জন্য একটা বড় দিন। কয়েক শ বছরের পর রামলালা অবশেষে তাঁর বাড়িতে ফিরছেন। আমরা ছোট থেকে এই বিষয়ে অনেক কিছু শুনেছি, দেখেছি। আর আজ সেই দিন দেখতে পারছি। এখন কেবল সেই মুহূর্তের অপেক্ষা যখন দ্বীপ জ্বালিয়ে রামকে আমন্ত্রণ করব’। আরও পড়ুন: অমিতাভ, রণবীর থেকে হেমা, দিনের দিন অযোধ্য়া থেকে মুম্বই ফিরলেন কোন বলি সেলেবরা
ইনস্টাগ্রামের একটি ভিডিয়ো অক্ষয় এবং টাইগার যৌথ ভিডিয়ো পোস্টে লেখেন, ‘শ্রী রামের প্রাণপ্রতিষ্ঠার এই পবিত্র দিনে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। জয় শ্রী রাম’।