বন্ধুর বিয়েতে একফ্রেমে ধরা দিলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। ২২ জানুয়ারি রাতে দু'জনের ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল পাশাপাশি দাঁড়িয়ে ছবি। তাঁদের প্রেম এখন টলিউডে রীতিমতো চর্চায়! ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে তাঁদের সম্পর্কের গুঞ্জন। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এখনও কোনও মন্তব্য করেননি দুজনের কেউই।
জন্মদিন থেকে শুরু করে পুজো... বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় শোভন-সোহিনীকে। এবার সামাজিক অনুষ্ঠানেও পাশাপাশি দেখা গেল এই দুই শিল্পীকে। এর থেকেই নেটিজেনের মনে প্রশ্ন, তবে কি সম্পর্কের কথা প্রকাশ্যেই স্বীকারই করে নিলেন শোভন-সোহিনী? এর আগে শোভন সোহিনীর ছবি দিয়েই মুছে দিয়েছিলেন, আজকাল সোহিনীর ফেসবুকের ছবিতে নানা মন্তব্যও করেন শোভন। আরও পড়ুন: প্রজাপতি লাগানো চালুনি হাতে আন্তর্জাতিক ব়্যাম্পে হাঁটছেন অনন্যা! ‘করবা চৌথ নাকি!’, অমনি শুরু ট্রোলিং
এ দিন তামাটে সোনালি রঙের শাড়িতে সেজেছিলেন সোহিনী। খোঁপা বেঁধে সঙ্গে পরেছিলেন ভারী ঝুমকো। হাতে লাল চুড়ি। অন্যদিকে কালো পাঞ্জাবি পরে দেখা গিয়েছে শোভনকে। দুই শিল্পীকে একফ্রেমে দেখে ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা। পেশায় ভ্লগার এক বান্ধবীর বিয়েতে একফ্রেমে ধরা দিয়েছেন শোভন-সোহিনী।
একটা সময় ইমন চক্রবর্তীর সঙ্গে মাখোমাখো প্রেম ছিল শোভনের, এরপর অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে ডেট করেছেন গায়ক। প্রেম নিয়ে বরাবরই খোলামেলা শোভন। স্বস্তিকার সঙ্গে সম্পর্ক টেকেনি বেশিদিন। এদিকে শোভনের মতো মাস কয়েক আগেই ব্রেকআপ (২০২২ সালে) হয়েছে সোহিনীর। রণজয়ের সঙ্গে লিভ ইন সম্পর্কে ইতি টেনে এখন শোভনের সুরে মোহিত নায়িকা। মাসকয়েক ধরেই দুজনের প্রেম নিয়ে আলোচনার শেষ নেই।
প্রায় দেড় বছরের বেশি সময় ধরে অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে সম্পর্কে ছিলেন গায়ক। কিন্তু গত বছরের শুরুতেই ব্রেকআপের খবর সামনে আসে। গত নভেম্বরে ফেসবুকে সোহিনীকে বুকে টেনে ছবি দিয়েছিলেন শোভন। লিখেছিলেন, ‘শেষ সবকিছু তোমার জন্য তোলা থাকল।’ যদিও পরে সেই পোস্ট মুছে দেন শোভন। এরপরেও আকারে ইঙ্গিতে ভালোবাসার কথা প্রকাশ করেছেন তাঁরা। শোভনের পোস্টে ধরা পড়েছে রহস্যময়ী নারীর ছায়াশরীর। তিনি যে সোহিনী তা বুঝতে অবশ্য অসুবিধা হয়নি কারও।
গত অক্টোবরে সোহিনীর জন্মদিনে বাকি বন্ধুদের সঙ্গে শোভনের উপস্থিতিই স্পষ্ট করেছিল তাঁরা সম্পর্কে রয়েছেন। জন্মদিনে ছুটি কাটাতে সোহিনী পাড়ি দিয়েছিলেন সমুদ্রতটে। সেখানে তাঁর সঙ্গে টলিউডের বন্ধুবান্ধবের পাশাপাশি দেখা মিলেছিল শোভনেরও। এবার দুজনের নতুন ছবি একসঙ্গে প্রকাশ্যে আসতেই গুঞ্জন নেটদুনিয়ায়।