২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে গোটা দেশ উৎসবে মেতে উঠেছে। বলিউড যখন রামমন্দির উদ্বোধনের আনন্দ উদযাপনে মাতোয়ারা, ঠিক তখনই খবর মেলে হাসপাতালে ভর্তি সইফ আলি খান। খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন সইফ ভক্তরা। জানা যায়, সইফের কনুইয়ে পুরনো এক চোটের অস্ত্রোপচার হয়েছে।
সম্প্রতি এক অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই হাঁটুতে ও কনুইয়ের পুরনো আঘাত বেড়ে যায় অভিনেতার। অসহ্য যন্ত্রণা শুরু হতেই ভর্তি করা হয় হাসপাতালে। কোকিলাবেন হাসপাতালে ভর্তি করার পর অস্ত্রোপচার হয় পতৌদিদের 'ছোটে নবাব'-এর। অস্ত্রোপচারের ২৪ ঘণ্টার মধ্যেই ছাড়া পেয়ে যান সইফ। মঙ্গলবার বাড়ি ফেরেন অভিনেতা। মুম্বইয়ের বাড়ির নীচে স্ত্রী করিনার সঙ্গে পাপারাৎজ্জির ক্যামেরার ধরা দেন। আরও পড়ুন: হাসপাতালে ভর্তি, কনুইয়ের অস্ত্রোপচার, অনেকেই যখন উদ্বিগ্ন তখন চোট নিয়ে একী কথা বললেন সইফ!
মঙ্গলবার অস্ত্রোপচারের বিষয়ে মুখ খুলেছেন সইফ। তিনি জানান, ‘এই আঘাত এবং অস্ত্রোপচার এই বিষয়গুলি আমাদের কাজেরই অংশ। এটা আমাদের কাছে খানিকটা পোশাক পরা ও পোশাক ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা। আমি এমন সুন্দর অস্ত্রোপচার হওয়ায় খুব খুশি। আমার সকল শুভাকাঙ্খী যাঁরা আমাদের ভালোবাসেন এবং এই ঘটনায় উদ্বেগে ছিলেন তাঁদের ধন্যবাদ’। কিন্তু কী ভাবে এই চোট লাগল অভিনেতার, সেই বিষয়ে সবিস্তারে কিছু বলেননি। বিষয়টা যে গুরুতর নয়, তা সইফের বয়ানেই স্পষ্ট। আরও পড়ুন: প্রেমের জল্পনায় দিলেন সিলমোহর? কোন বিশেষ জায়গায় একসঙ্গে দেখা মিলল সোহিনী-শোভনের
এই প্রথম চোট পেয়ে সইফ হাসপাতালে ভর্তি এমনটা নয়। এর আগে ২০১৬ সালে রেঙ্গুন ছবির সেটে আহত হন অভিনেতা। জানা গিয়েছিল আঙুলে চোট লেগেছে, সেইসময়ও অস্ত্রোপচার করা হয়। ‘ক্যায়া কহেনা’ ছবির এক অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময় কাঁধে ও হাঁটুতে চোট পেয়েছিলেন সইফ। আরও পড়ুন: অমিতাভ, রণবীর থেকে হেমা, দিনের দিন অযোধ্য়া থেকে মুম্বই ফিরলেন কোন বলি সেলেবরা
এই মুহূর্তে ‘দেবারা’ ছবির শ্যুটিং করছেন অভিনেতা। সেখানে ভরপুর অ্যাকশন করতে দেখা যাবে তাঁকে। ঘনিষ্ঠ সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরেই সইফের এই অস্ত্রোপচার করানোর কথাবার্তা চলছিল। কিন্তু ব্যস্ত শ্যুটিং শিডিউলের জেরে অস্ত্রোপচার পিছিয়ে দেন সইফ। অভিনেতার চোট মারাত্মক সিরিয়াস নয়। অবশেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েই নেন।
৫৩ বছর বয়সী সইফকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ‘আদিপুরুষ’ ছবিতে। ২০২৩-এ মুক্তি পাওয়া ওম রাউতের এই ছবিতে ‘রাবণ’-এর চরিত্রে অভিনয় করেছিলেন সইফ।