বাংলা নিউজ > বায়োস্কোপ > Arjun-Malaika: ডিভোর্সি মালাইকাকে বউমা করতে না-রাজ বনি? প্রেমিকাকে আগলে ‘সুখী’ অর্জুন!

Arjun-Malaika: ডিভোর্সি মালাইকাকে বউমা করতে না-রাজ বনি? প্রেমিকাকে আগলে ‘সুখী’ অর্জুন!

অর্জুন-মালাইকার সম্পর্কে ভিলেন বনি?

Arjun-Malika relationship: পাঁচ বছরের প্রেম সম্পর্কে দাঁড়ি টেনেছেন অর্জুন-মালাইকার? দু-দিন ধরে জোর চর্চা বি-টাউনে। জুটির ঘনিষ্ঠ সূত্র জানালো আসল সত্যিটা। 

তাঁদের সম্পর্কের বয়স প্রায় পাঁচ বছর। আরবাজ খানের সঙ্গে দাম্পত্যে ইতি টানতে না টানতেই ১০ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রণয় ডোরে বাঁধা পড়েন মালাইকা আরোরা। ঘটনাচক্রে অর্জুনের প্রাক্তন বান্ধবী অর্পিতা খান (এখন শর্মা)-র প্রাক্তন বৌদি মালাইকা। বয়সের ফারাক, মালাইকার ডিভোর্সি স্টেটাস কোনওকিছুই বাধ সাধেনি এই জুটির প্রেম কাহানিতে। গড়গড়িয়ে এগিয়েছে তাঁদের সম্পর্কের চাকা। কিন্তু মাঝে স্পিডব্রেকার তো আসবেই! 

শনিবার আচমকা খবর রটে যায়, মালাইকা-অর্জুনের রূপকথার প্রেম নাকি ভেঙে গিয়েছে। তবে সব জল্পনায় জল ঢেকে মালাইকার হাত ধরে রবিবার দুপুরে লাঞ্চ ডেটে ধরা দেন বলিউডের ইশকজাদে। জুটির সম্পর্কে ভাঙনের চর্চা নিয়ে হিন্দুস্তান টাইমসের কাছে এল হাতেগরম তথ্য। 

অর্জুন-মালাইকার ঘনিষ্ঠ সূত্র বলছে, মোটেই চিড় ধরেনি জুটির সম্পর্কে। আগের মতোই ভালোবাসার বাঁধনে নিজেদের বেঁধে রেখেছেন অর্জুন-মালাইকা। গোটাটাই নাকি সোশ্যাল মিডিয়ার বাড়াবাড়ি। প্রসঙ্গত, সদ্যই সমাজ মাধ্যম প্রভাবী কুশা কপিলার সঙ্গে নাম জড়ায় অর্জুনের। প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলে বিতর্ক বাড়িয়ে দেন কুশা। অর্জুন-মালাইকার ব্রেকআপের চর্চা শুরু হয়, যখন  ফ্যানেরা লক্ষ্য করে বেশ কয়েক সপ্তাহ ধরেই অর্জুনের ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট তো দূরে থাক লাইক দিচ্ছেন না মালাইকা। এরপরই একাধিক রেডিট ইউজার দাবি করেন অর্জুনের দুই সৎ বোন জাহ্নবী আর খুশিকে ইনস্টায় আনফলো করে দিয়েছেন মাল্লা। তবে অর্জুনকে এখনও ফলো করেন মালাইকা। অর্জুন কিন্তু নিয়মিত গার্লফ্রেন্ডের পোস্টে মন্তব্য করছেন। শনিবার রাতেই মালাইকা ও তাঁর পোষ্যর ছবিতে কমেন্ট করেন অর্জুন। 

জুটির এক ঘনিষ্ঠ সূত্র বলছে স্বাধীনতা দিবসে মালাইকাকে ছাড়াই ঘুরতে গিয়েছিলেন অর্জুন, সেই নিয়েই বিচ্ছেদ জল্পনার শুরু। তাঁর কথায়, ‘ব্রেকআপের খবর মোটেই সত্যি নয়। ওঁরা একসঙ্গেই আছে। আসলে লোকজন সোশ্যাল মিডিয়ায় দেখেই এইসব ধারণা করে নিচ্ছে। মানুষের বোঝা উচিত ওঁরা দুজনেই কাজ করে, মানুষের ব্যক্তিগত সফর বলেও একটা ব্যাপার রয়েছে’।

যদিও মালাইকার সঙ্গে কাপুর পরিবারের সমীকরণ মোটেই ভালো নয়, সেই গুঞ্জন বহুদিনের। কাপুর ফ্যামিলির কোনও অনুষ্ঠানেই দেখা মেলে না মালাইকার। অর্জুনের বোনেদের সঙ্গেও কোনওদিনই সময় কাটাতে দেখা যায় না মালাইকাকে। অথচ অর্জুনের সঙ্গে দারুণ বন্ডিং মালাইকার মা-বোন, এমনকী ছেলেরও। শোনা যায়, ডিভোর্স আর বয়সে বড় মালাইকার সঙ্গে ছেলের প্রেম নিয়ে ঘোর আপত্তি বনি কাপুরের। সেটাই বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্জুন-মালাইকার সম্পর্কে। যদিও বাবার বারণ শুনতে না-রাজ ছেলে। মনের মানুষকে আগলে রেখেছেন অর্জুন কাপুর। 

 

বন্ধ করুন