মাস কয়েক ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বচ্চন পরিবার। বিয়ে ভাঙছে অভিষেক-ঐশ্বর্যর, এমন জল্পনা ঘিরে তোলপাড় ইন্ডাস্ট্রি। ‘বহুরানি’ ঐশ্বর্য মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন, এমন রটনার মাঝেই ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারে এক ফ্রেমে ধরা দেয় গোটা বচ্চন পরিবার। ‘অল ইজ ওয়েল’ বার্তার ফাঁকেই ফের বিপত্তি। একাধিক নিউজ রিপোর্টে দাবি করা হয়, ইনস্টাগ্রামে বউমা ঐশ্বর্যকে আনফলো করে দিয়েছেন অমিতাভ! আরও পড়ুন-রাত পার্টিতে মায়ের সাথে ‘কয়ামত’ গানে নাচ আরাধ্যার, ঐশ্বর্যর কাণ্ড ঘিরে সমালোচনা, দেখুন ভিডিয়ো
বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যর মন কষাকষির যে জল্পনা শোনা যাচ্ছিল, তা আরও জোরালো করে দেয় এই নতুন রিপোর্ট। দ্য় আর্চিজের পুর্নমিলনের পর ইনস্টায় অ্যাশকে আনফলো করার ঘটনাকে নিয়ে কম কাটাছেড়া হচ্ছে না। এর মাঝেই এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন বিগ বি। এক্স-এর দেওয়ালে চশমা চোখে নিজের একটা সাদাকালো ছবি পোস্ট করেন অমিতাভ। সেখানে বেশ গভীর চিন্তায় মগ্ন তিনি। ক্যাপশনে লেখেন-'সব বলা হয়ে গিয়েছে, সব কাজ শেষ…তাহলে চলুন কাজ সম্পন্ন করুন, যা করার করে ফেলুন…'।
অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় মাত্র ৭৪ জনকে ফলো করেন। বিগ বি-র এই ফলো করা ব্যক্তিদের তালিকায় আছেন সলমন খান, অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, বিরাট কোহলি, শ্বেতা বচ্চন নন্দা, নব্যা নভেলি নন্দা প্রমুখ। জয়া ইনস্টায় নেই, সুতরাং বচ্চন পরিবারের একমাত্র ঐশ্বর্যকেই ফলো করেন না অমিতাভ। অন্যদিকে ঐশ্বর্য রাই বচ্চন মাত্র একজনকেই সোশ্যাল মিডিয়ায় ফলো করেন, তিনি তাঁর স্বামী অভিষেক বচ্চন।
প্রসঙ্গত, ম্যাচিং আউটফিটে দ্য আর্চিজের প্রিমিয়ারে সামিল হয়েছিল বচ্চন পরিবার। কালো রঙের ওয়েস্টার্ন আউটফিটে সেদিনের অনুষ্ঠানে দ্যুতি ছড়ান নীল নয়না, পাশে কালো ব্লেজারে ঝলমলে অভিষেক। আরাধ্যাও পৌঁছেছিল পিসতুতো দাদার ছবি দেখতে। নাতির ডেবিউ ছবি নিয়ে উচ্ছ্বাস অমিতাভের চোখেমুখে।
বচ্চন কন্যা শ্বেতার সঙ্গে ঐশ্বর্যর মনোমালিন্যের খবর দীর্ঘদিনের। তবে শ্বেতা পুত্রের বিগ ডে-তে ঘুচল দূরত্ব, এমনটাই মনে করা হয়েছিল। কিন্তু কয়েকঘন্টা যেতে না যেতেই বচ্চনের ঐশ্বর্যকে আনফলো করার জল্পনা চাউর হয়।
২০০৭ সালে অভিষেককে বিয়ে করেন ঐশ্বর্য। বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে এক বাড়িতেই সংসার করেছেন তিনি। দেখতে দেখতে ১৬ বছরের দাম্পত্য কাটিয়ে ফেলেছেন তাঁরা। এত বছর পর বচ্চন পরিবারের সমীকরণ বদলে যাচ্ছে বলেই রটনা।