বাংলা নিউজ > বায়োস্কোপ > Snigdhajit Bhowmik: ‘ভয় লাগছে…', রাম-বন্দনা দেশজুড়ে, ইয়ে খুদা গাওয়ায় মঞ্চ থেকে নামতে বলা হল স্নিগ্ধজিৎ-কে!

Snigdhajit Bhowmik: ‘ভয় লাগছে…', রাম-বন্দনা দেশজুড়ে, ইয়ে খুদা গাওয়ায় মঞ্চ থেকে নামতে বলা হল স্নিগ্ধজিৎ-কে!

মঞ্চে অপমানিত স্নিগ্ধজিৎ 

Snigdhajit Bhowmik: ‘শিল্পীর কাছে আল্লাহ-ঈশ্বর কি আলাদা? আজ অনুষ্ঠানে তো আমি ‘রাম ভজন’ ও গেয়েছিলাম, ‘জয় শ্রী রাম’ ও বলেছিলাম..’, শুধু খুদার নাম নেওয়াতেই মঞ্চ থেকে নেমে যেতে বলা হল স্নিগ্ধজিৎ-কে? 

সোমবার দিনভর দেশজুড়ে মহোৎসব! রামলালা-র প্রাণপ্রতিষ্ঠা হল অযোধ্যায়। রাম মন্দির নিয়ে উন্মাদনা সর্বত্র। অথচ সেইদিনই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ, দুঃখ আর একরাশ প্রশ্ন রাখলেন সঙ্গীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক! বাঙালির অতি প্রিয় শিল্পী তিনি, বুনিয়াদপুরের এই ছেলে গোটা দেশে বাংলার নাম উজ্জ্বল করেছেন। জি টিভি সারেগামাপা-র মঞ্চ কাঁপানো উত্তরবঙ্গের এই ছেলে ইতিমধ্যেই প্লে-ব্যাক করেছেন হৃতিক রোশনের জন্য। অথচ মঞ্চে চরম অপমানের মুখে পড়তে হল তাঁকে স্রেফ ‘খুদা’র নাম উচ্চারণ করায়।

হ্যাঁ, অরিজিৎ সিং-এর জনপ্রিয় গান ‘ইয়ে খুদা’ গেয়ে রোষের মুখে স্নিগ্ধজিৎ। সোমবার সোশ্যাল মিডিয়ায় হতাশা উগরে দীর্ঘ পোস্ট লেখেন গায়ক। জানান, ‘ভয় লাগছে’। ফেসবুকের দেওয়ালে সকলের কাছে ক্ষমা চেয়ে স্নিগ্ধজিৎ লিখেছেন, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' এই উক্তিটি কি ভুল হয়ে গেলো?’

স্নিগ্ধজিৎ লেখেন, 'আমি একজন শিল্পী, আর শিল্পীর মনে হয় জাত পাত দেখে গান গাওয়া উচিৎ নয়, শিল্পীরা কি হিন্দু মুসলিম দেখে গান গাইবে? শিল্পীর কাছে আল্লাহ-ঈশ্বর-ভগবান কি আলাদা? একই অনুষ্ঠানে আমি আযান দিয়ে ‘পাল তুলে দে, মন আমার কেমন কেমন করে’ ও গেয়েছি আবার ‘হরে কৃষ্ণ হরে রাম’ ও গেয়েছি সবাই সমানভাবে আনন্দ করেছে। সব জায়গায় নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি, সময়ের চেয়ে বেশি পারফর্ম করেছি, সবার আশীর্বাদ ভালোবাসা পেয়েছি অনেক বেশী পেয়েছি, পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে অপর প্রান্ত গান গেয়ে বেরিয়েছি কোনোদিন কোথাও কারোর থেকে কোনো কটুকথা শুনতে হয়নি বা অপমান পাইনি বরং সবাই অনেক বেশি সম্মান ও ভালবাসা দিয়েছে।

কিন্তু আজ নিজের খুব লজ্জা লাগছে, ভয় লাগছে , আজ মঞ্চে অরিজিৎ সিং দার 'ইয়ে খুদা' গানটা গাওয়ার জন্য মঞ্চ থেকে নেমে যেতে বলা হলো? এত এত জায়গায় এই গানটা গেয়েছি কোথাও তো এরম হয়নি, আজ কেনো এরম হলো? আজ অনুষ্ঠানে তো আমি ‘রাম ভজন’ ও গেয়েছিলাম, ‘জয় শ্রী রাম’ ও বলেছিলাম, নিরপেক্ষ ভাবে বলেছি, মনের আনন্দে বলেছি , সমস্ত দর্শকবন্ধুরা সেই আনন্দে সামিল হয়েছে, তবে কি গুরুজন শ্রী চণ্ডীদাসের ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ এই উক্তিটি ভুল হয়ে গেলো? কিছু ভুল বললে ক্ষমা করবে সবাই, বাকি সবাই তোমাদের মতামত জানিও'। তবে কোথায় এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন স্নিগ্ধজিৎ, তা উল্লেখ করেননি তিনি। তবে সোমবারই এই বিরূপ পরিস্থিতির মুখে পড়েন তিনি, তা স্পষ্ট স্নিগ্ধজিতের পোস্টে।

<p>স্নিগ্ধজিতের ভাইরাল ফেসবুক পোস্ট </p>

স্নিগ্ধজিতের ভাইরাল ফেসবুক পোস্ট 

স্নিগ্ধজিৎ ভক্তরা পাশে দাঁড়িয়েছেন শিল্পীর। তাঁকে সাহস জুগিয়েছেন। একজন লেখেন, ‘দাদা লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা আছে তোমার সাথে’। অপর এক ভক্ত লেখেন, ‘তোমার অপমানের কথা শুনে খারাপ লাগছে, তবে তুমি এগিয়ে যাও, কোনও কিছু তোয়াক্কা করো না’। স্নিগ্ধজিৎ-এর অপর এক অনুরাগীর কথায়, ‘শিল্পী এবং তার শিল্পী সত্তা কখনোই জাত পাত দেখে হতে পারে না। যারা তোমাকে অপমান করেছে, তারা একদিন ঠিক বুঝতে পারবে যে ওরা ঠিক কাজ করে নি’। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

রোগা হওয়ার জন্য রোজ খালি পেটে জিরের জল খান? জানেন শরীরে এর কী প্রভাব পড়ছে? ফুচকা থেকে খিচুড়ি, ঋতুপর্ণার পুজোর মেনুতে থাকছে কী? কবে কী প্ল্যান করলেন? বাবা কানাডায় ট্রাকচালক! অজিদের বিরুদ্ধে ১১ নম্বরে নেমে শতরান সেই ভারতীয় তরুণের মহাষ্টমীতে লক্ষ্মী নারায়ণ যোগের বিশেষ সংযোগ, আচমকা অর্থ লাভ হবে ৫ রাশির পুজোয় ভিড় সামলাতে একাধিক ব্যবস্থা শিয়ালদা-হাওড়ায়, ট্রেনে ওঠার আগে জানুন বিশদ বন্ধ হয় ২০০৬ সালে, কলকাতা থেকে নতুন করে চালু হবে সেই আন্তর্জাতিক ফ্লাইট মা-বোনেরা ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, আর আমার এখানে দুর্গাপুজো হচ্ছে…: শ্রীলেখা পুজোর সময় লোকাল বাতিলের প্রতিবাদে অবরোধ, শিয়ালদা দক্ষিণে ব্যাহত রেল পরিষেবা ‘প্রতিটা সূর্যোদয় যেন এক একটা উপহার…’ মলদ্বীপে ছুটির মেজাজে সোনম! বচ্চন পরিবারের রান্নাঘরের রাশ জয়ার হাতেই! KBC-তে অমিতাভ বললেন, ‘৫০ বছর পরেও…’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.