বাংলা নিউজ > বায়োস্কোপ > Amit Sadh on Sushant Singh Rajput's death:সুশান্তের মৃত্যুর পর অভিনয় ছাড়তে চেয়েছিলেন অমিত সাধ

Amit Sadh on Sushant Singh Rajput's death:সুশান্তের মৃত্যুর পর অভিনয় ছাড়তে চেয়েছিলেন অমিত সাধ

সুশান্তের মৃত্যুর জন্য কাকে দায়ী করলেন অমিত

Amit Sadh on Sushant Singh Rajput's death: এতদিন পর অবশেষে সহ অভিনেতা তথা বন্ধু সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে মুখ খুললেন অমিত সাধ। কী বললেন তিনি?

সুশান্ত সিং রাজপুত চলে গিয়েছেন দেখতে দেখতে প্রায় আড়াই বছর হয়ে গেল। এতদিন তাঁর সহ অভিনেতা তথা বন্ধু অমিত সাধ এই বিষয় নিয়ে মুখ খুললেন। তিনি জানালেন সুশান্তের মৃত্যুর খবর শোনার পর তিনি প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছিলেন। গোটা বিষয়টাই তিনি হজম করতে পারেননি। এমনকি একটা সময় নাকি তিনি এই ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন!

‘কায় পো চে’ ছবির হাত ধরে একসঙ্গে অমিত সাধ এবং সুশান্ত সিং রাজপুত বলিউডে পা রেখেছিলেন। অমিত জানালেন দীর্ঘ দেড় বছর সময় ধরে তাঁরা কীভাবে সেই ছবির শ্যুটিং করেছিলেন। আর কাজ করতে করতে যে তাঁদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল সেই কথাও জানান।

২০২০ সালে আত্মহত্যা করেন সুশান্ত। সেই বিষয়ে তাঁর বন্ধু অমিত বলেন, 'আমি ওকে চিনতাম, মন বুঝতাম। কেউ যদি আত্মহত্যা করে বুঝবেন সে জীবনে কোনও আলোর দিশা দেখতে পাচ্ছে না। অন্ধকারে তলিয়ে গেছে সম্পূর্ণ। আর এটা যে সেই ব্যক্তি নিজের ইচ্ছেতে করছে এমনটা কিন্তু নয়। এটা গোটাটাই সমাজের দোষ। যে মানুষরা তাঁর চারপাশে আছেন তাঁদের ভুলের জন্যই তিনি একটা সময় সম্পূর্ণ আশা ছেড়ে দেন, এবং একটা সময়ের পর তিনি আর কিছু নিয়েই ভাবেন না। আমারও একটা সময় এই ভাবনাগুলো এসেছিল।' চেতন ভগত যে নতুন পডকাস্ট শো শুরু করেছেন সেখানে এসেই অভিনেতা এই কথাগুলো জানান।

তিনি কথোপকথনের মাঝে জানান, তিনিও নানা সময়ে আত্মহত্যার কথা ভেবেছেন, তাঁরও একাধিকবার সুইসাইডাল থট এসেছে। চেতন ভগত যখন তাঁকে জিজ্ঞেস করেন যে তিনি কেন ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে চেয়েছিলেন সেই বিষয়ে অভিনেতা বলেন, 'শেষ হয়ে গিয়েছিলাম আমি। এই ইন্ডাস্ট্রি বড় কঠিন।'

এখনও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত চলছে। সিবিআই এই কেসের তদন্ত করছে।

বন্ধ করুন