বাংলা নিউজ > বায়োস্কোপ > Amitabh Bachchan: অসুস্থ অমিতাভ, এদিকে ছবি দিচ্ছেন র‍্যাম্পের! ঠিক কী হচ্ছে?

Amitabh Bachchan: অসুস্থ অমিতাভ, এদিকে ছবি দিচ্ছেন র‍্যাম্পের! ঠিক কী হচ্ছে?

শারীরিক অবস্থার আপডেট দিলেন অমিতাভ

Amitabh Bachchan: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অমিতাভ বচ্চন জানালেন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। জানালেন শীঘ্রই তিনি কাজে ফিরবেন।

অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তাঁর ভক্তদের ধন্যবাদ জানালেন তাঁর খোঁজ নেওয়ার জন্য। সকলেই যে তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত সেটা জানেন বিগ বি। তাই ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। এবং শীঘ্রই কাজে ফিরতে চলেছেন।

সোমবার, ২০ মার্চ অভিনেতা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তাঁর। সেখানে অভিনেতাকে র‍্যাম্পে হাঁটতে দেখা যাচ্ছে। তাঁর পরনে রয়েছে সাদা কালো রঙের সিশেলের ডিজাইনার পোশাক এবং একটি সানগ্লাস। এই ছবি পোস্ট করেই তিনি সকলকে ধন্যবাদ জানান। তিনি পোস্টে লেখেন, 'সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আরোগ্য কামনা করার জন্য, এবং আমার কুশল জানতে চাওয়ার জন্য। আমি সুস্থ হচ্ছি। আশা করছি আমি শীঘ্রই রাম্পে ফিরব।

অভিনেতা রাহুল দেব তাঁর এই পোস্টে লেখেন, 'খুব খুশি হলাম খবরটা শুনে স্যার। ভালোবাসা নেবেন।' এক ভক্ত লেখেন, 'বহুদিন বেঁচে থাকুন আমাদের লেজেন্ড।' আরেক নেটিজেনের বক্তব্য, 'দ্রুত সুস্থ হয়ে উঠুন। এই বয়সে আপনার অ্যাক্টিভ জীবনযাপন সবাইকে অনুপ্রেরণা জোগায়।'

একই সঙ্গে বিগ বি তাঁর ব্লগে লিখেছেন, 'সবাইকে একটা অনুরোধ, আমার এই কালো পোশাক পরা ছবি কারও কাছে থেকে থাকলে দয়া করে আমায় হোয়াটসঅ্যাপ করবেন বা টুইটারে পোস্ট করবেন। ধন্যবাদ।'

কিছুদিন আগে প্রজেক্ট কের শ্যুটিং করার সময় গুরুতর আঘাত পান অভিনেতা। তাঁর বুকের পাঁজরের মাংস ছিঁড়ে যায়, ভাঙে কার্টিলেজ। রবিবার নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে অভিনেতা লেখেন, তাঁর পায়ের পাতার নিচে ক্যালাসের ভিতর ফোস্কা পড়েছে। তাই তাঁর পায়ে ভীষণ ব্যথা হচ্ছে। মাটিতে পা ফেলতে পারছেন না। এমন আপডেটে পেয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। এরপরই তিনি সোমবার সুস্থতার আপডেট দিলেন ইনস্টাগ্রামে।

বন্ধ করুন