জনপ্রিয় ডেইরি ব্র্যান্ড আমুল-এর একটি নতুন সৃজনশীল বিজ্ঞাপন সামনে এসেছে। নেটফ্লিক্সের নতুন স্পাই থ্রিলার ‘হার্ট অফ স্টোন’ থেকে অভিনেত্রী আলিয়া ভাট এবং গাল গ্যাডটকে দেখানো হয়েছে সেই বিজ্ঞাপনে। সিরিজের এই চরিত্রকে মূল ক্রম থেকে বার করে মরুভূমির মাঝখানে সেলফি তুলতে দেখা যাচ্ছে। ‘হার্ট অফ স্টোন’-এর হাত ধরে হলিউডে অভিষেক হয় আলিয়ার।
আমুলের নতুন সৃজনশীলতা
আলিয়া এবং গালের চরিত্র রাচেল স্টোন এবং কেয়া ধাওয়ান যখন ‘হার্ট অফ স্টোন’ সিকোয়েন্সে একে অপরের সঙ্গে চুলোচুলি করছে, তাঁদের আমুল সৃজনশীলতায় আলিঙ্গন করে সেলফি তুলতে দেখা গিয়েছে। গাল গ্যাডট হাতে সেলফি স্টিক সহ একটি ফোন ধরে রয়েছেন। দুজনের হাতে মাখন মাখানো টোস্ট। আরও পড়ুন: পা চেরা ঝলমলে গাউনে গ্ল্যামার ছড়ালেন শ্রাবন্তী, দেখুন নায়িকার জন্মদিনের লুক
সৃজনশীল ছবিটিতে গাল এবং আলিয়াকে ‘ওয়ান্ডার উইমেন’ হিসাবে উল্লেখ করে, এটি ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের গাল অভিনীত জনপ্রিয় সুপারহিরো চরিত্রগুলির মধ্যে একটি। বিজ্ঞাপনে সিনেমার নামটির পরিবর্তে ‘আমুল, হার্ট অফ টেস্ট’ লেখা। আমুল ইন্ডিয়া ইনস্টাগ্রামে সৃজনশীল ছবিটি শেয়ার করে ক্যাপশন লিখেছেন, ‘আমুল টপিকাল: আলিয়া ভাট অ্যাকশন থ্রিলার, হার্ট অফ স্টোনের মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেছেন!’
নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রতিক্রিয়া
যদিও আলিয়া বা গাল কেউই এখনও পর্যন্ত সৃজনশীল বিজ্ঞাপন দেখে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে নেটফ্লিক্স ইন্ডিয়া ক্যাপশন সহ ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করে লেখেন, ‘দুই আশ্চর্য যা আমাদের হৃদয় ছুঁয়েছে’।
আলিয়া এবং গালের বন্ধুত্ব
‘হার্ট অফ স্টোন’ ছবির শ্যুটিংয়ে বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে আলিয়া ভাট এবং গাল গ্যাডটের মধ্যে। হিন্দুস্তান টাইমসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আলিয়া সম্পর্কে গাল গ্যাডট বলেছিলেন, আলিয়ার কোনও পরামর্শের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। কারণ ভারতে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছে সে। তাই সে জানে কিভাবে চাপ সামলাতে হয়। মার্কিন অভিনেত্রী কথায়, ‘ও আমার বন্ধু, আমার বোন, ওর কাছে আমার নম্বর আছে, আমার ঠিকানা আছে। আমি সবসময় ওর পাশে আছি’।