ডিজিটাল যুগে দাঁড়িয়ে সেখান থেকে বেরোনোর বার্তা দিতে হাজির খো গয়ে হাম কাঁহা ছবির ট্রেলার। অভিনয়ে রয়েছেন অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুরবেদি, আদর্শ গৌরব, কাল্কি কোচলিন, প্রমুখ। ট্রেলারে উঠে এল ছবির টুকরো কিছু মুহূর্ত, কিন্তু ধরা পড়ল গোটা ছবির ফ্লেভর যার সঙ্গে এই যুগের ছেলে মেয়েরা নিজেদের ভীষণ ভাবে মেলাতে পারবেন। ২০ থেকে ৩০ বছরের মধ্যে থাকা মুম্বইয়ের কিছু যুবক যুবতীর গল্প ধরা পড়ল ট্রেলারে যেখানে মিশে রয়েছেঃ রোম্যান্স, প্রত্যাশা, উচ্চাকাঙ্ক্ষা, ব্রেকআপ, বিচ্ছেদ, প্রতারণা এবং অবশ্যই সোশ্যাল মিডিয়া। আগামী ২৬ ডিসেম্বর থেকে স্ট্রিমিং শুরু হবে এই ছবির। নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি।
খো গয়ে হাম কাঁহা ছবির ট্রেলার
খো গয়ে হাম কাঁহা ছবিতে উঠে আসবে ইমাদ, অহনা এবং নীলের গল্প। এখানে এই চরিত্রগুলোতে যথাক্রমে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুরবেদি, অনন্যা পাণ্ডে এবং আদর্শ গৌরব। এই ডিজিটাল যুগে তাঁরা তিনজন একে অন্যের বেস্ট ফ্রেন্ড। তাঁদের সম্পর্ক থেকে তাঁদের জীবনের হাসি কান্না, সোশ্যাল মিডিয়ার আকর্ষণ সবটাই যেন উঠে এল ট্রেলারে। সঙ্গে পাওয়া গেল ভরপুর ড্রামার আভাস।
এই ছবিটির পরিচালনা করেছেন অর্জুন বাহারে সিং। ছবিটির প্রযোজনা করেছেন ফারহান আখতার, জোয়া আখতার, রিমা কাগতি, রীতেশ সিধওয়ানি। ছবিতে অনন্যা, সিদ্ধান্ত এবং আদর্শ ছাড়াও আছেন কাল্কি, অন্য সিং, রোহন গুরবক্সানি, বিজয় মৌর্য, রাহুল বোহরা, প্রমুখ।
ইতিমধ্যেই ১ কোটির বেশি বার দেখা হয়ে গিয়েছে এই ট্রেলার। অনেকেই কমেন্ট করেছেন এই ট্রেলারে। এক ব্যক্তি লেখেন, 'সিদ্ধান্ত এবং আদর্শ বরাবরই দারুণ অভিনেতা। এই প্রথমবার অনন্যাও দারুণ অভিনয় করছেন।' আরেকজন সিদ্ধান্তের প্রশংসা করে লেখেন, 'সিদ্ধান্ত বারবার বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করে প্রমাণ করে দিচ্ছে নিজেকে। ভীষণ ভালো অভিনেতা ও।'