কিছু কিছু এমন শো থাকে যা মানুষের বড়ই পছন্দের, কারণ সেখান থেকে পছন্দের অভিনেতাদের বিষয়ে অনেক তথ্য জানা যায়। তাঁদের হাঁড়ির খবর উঠে আসে কথায় কথায়। আর কফি উইথ করণ তেমনই একটা শো। এখানে করণের প্রশ্নবাণে তারকাদের অনেক গোপন কথা প্রকাশ্যে আসে। আবার তার মধ্যে কিছু কথা বিতর্ক তৈরি করে। তাই সম্প্রতি করণ জোহর একটি ইভেন্টে গিয়ে জানিয়েছেন যে তিনি হয়তো এবার তাঁর এই জনপ্রিয় শো থেকে র্যাপিড ফায়ার রাউন্ড বাদ দিয়ে দেবেন।
কফি উইথ করণ বহু পুরনো এবং আইকনিক একটি শো। তবে এই শোয়ের র্যাপিড ফায়ার রাউন্ডে সেলেবরা এমন অনেক কিছু বলে ফেলেন না বিতর্ক তৈরি করছে বলে মনে করছেন কুছ কুছ হোতা হ্যায় ছবির পরিচালক। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'বর্তমানে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার কারণে ভীষণই সেনসিটিভ হয়ে উঠেছি সমস্ত বিষয়েই। আজকাল সেই জন্য অনেক কিছুই হাতের বাইরে বেরিয়ে যায়। কেউ কিছু এদিক ওদিক বললেই সেটা নিয়ে বিস্তর লেখালিখি হয় সোশ্যাল মিডিয়ায়।' একই সঙ্গে করণ বলেন, 'আমার শোতে যাঁরা আসছেন তাঁরা আমার আমন্ত্রণে আসছেন। তাই তাঁদের প্রতি আমার একটা কর্তব্য, দায়িত্ব তো থেকেই যায়। তাই আমরা এখন র্যাপিড ফায়ার রাউন্ডের রিপ্লেসমেন্ট খুঁজছি।'
আরও পড়ুন: শেরশাহর ডায়লগ আওড়ে ফিল্মি স্টাইলে রোমের রাজপথে কিয়ারাকে প্রপোজ করেছিলেন সিদ্ধার্থ!
আরও পড়ুন: ‘কিছু দরকার হলে বলবি’, অগস্ত্যকে বার্তা 'গর্বিত মামু' অভিষেকের, ‘তোকে মিস করছি’, আদুরে মেসেজ সুহানার
করণ এদিনের একটি ইভেন্টে আরও একটি বিষয়ে জোর দেন। তিনি জানান যে তিনি সমস্ত দিকে খেয়াল রাখবেন যাতে তাঁর শোতে এসে তাঁর অতিথিরা যা যা বলছেন সেটার ভুল মানে যেন দর্শকরা না বোঝেন। করণের কথায়, 'আগে আমার শোতে এসে মনের আনন্দে সবাই সবটা শেয়ার করতেন। স্বাভাবিক ভাবেই সব উত্তর দিতেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমি ভেবে চিন্তে উত্তর দিই সেখানে অন্যদের থেকে কী আশা করব। আসলে এখন সোশ্যাল মিডিয়ার জন্য একটা সেনসিটিভ পরিবেশ তৈরি হয়ে আছে চারিদিকে। কে কী বলছেন সেই বিষয়ে সবাই সেনসিটিভ হয়ে আছেন। আমি তাই চাই না সেলেবদের কোনও কথায় তাঁদের ভক্তরা রেগে যাক।'
প্রসঙ্গত কফি উইথ করণ সিজন ৮ -এ এবার একাধিক এপিসোডের পর একাধিক বিতর্ক উসকেছে। তবে জোর চর্চা চলেছে রণবীর এবং দীপিকার সিচুয়েশনশিপ নিয়ে। তাঁদের চরম কটাক্ষ, ট্রোল সহ্য করতে হয়েছিল। প্রসঙ্গত কফি উইথ করণ সিজন ৮ ডিজনি প্লাস হটস্টারে দেখা যায়।