ক্যাপ্টেন মিলার ছবির হাত ধরে ফের বড় পর্দায় ফিরছেন ধনুশ। আগামী ১২ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। তার আগে একটি প্রিরিলিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল চেন্নাইয়ে। সেখানেই গত ৩ জানুয়ারি একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। এদিনের অনুষ্ঠান যিনি সঞ্চালনা করছেন তাঁর সঙ্গে আচমকাই অসভ্য আচরণ করেন এক ব্যক্তি। তাঁর শ্লীলতাহানি করেন তিনি। কিন্তু সঞ্চালিকাও মোটেই ছাড়বার পাত্র নন। তিনি তাঁকে পাল্টা জবাব ফিরিয়ে দেন।
সম্প্রতি এদিনের এই ইভেন্টের সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে সেই সঞ্চালিকা একজন ব্যক্তিকে ভিড়ের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন। সেই ব্যক্তিই তাঁকে খারাপ ভাবে ছোঁয়ার চেষ্টা করেছিলেন। এই ভিডিয়ো ভাইরাল হতেই তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: নাকে অক্সিজেনের নল, আধশোয়া হয়ে বিছানায় উরফি! কী হয়েছে সোশ্যাল মিডিয়ার তারকার?
অনেকেই তাঁকে বাহবা দিয়েছেন সাহস দেখানোর জন্য। অন্যায় সহ্য করে চুপ না থেকে তিনি প্রতিবাদ করেছেন দেখেছেন অনেকেই ভীষণ খুশি হয়েছেন। এরপর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয়টা নিয়ে মুখ খুলেছেন।
কী লেখেন নির্যাতিতা?
নির্যাতিতা এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক ব্যক্তি আমার শ্লীলতাহানি করার চেষ্টা করেন। আমি সঙ্গে সঙ্গেই তাঁকে ধরলাম এবং ততক্ষণ ছাড়িনি যতক্ষণ না তাঁকে ধরে পিটিয়েছি। উনি দৌড়াতে শুরু করেছিলেন, কিন্তু আমি ওঁকে পালাতে দিইনি। কিন্তু আমার খুব ভয় করে এমন ব্যক্তিদের মাঝে থাকতে।'
আরও পড়ুন: RRR-বাহুবলি ২ এর পরই সালার! ১৩ দিনে বিশ্বজুড়ে ৬৫০ কোটি টাকা আয় করে রেকর্ড প্রভাসের ছবির
ইতিমধ্যেই ক্যাপ্টেন মিলার ছবির নির্মাতাদের তরফে সেই ব্যক্তির নামে থানায় অভিযোগ জানানো হয়েছে। তবে পুলিশ এখনও আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে কোনও কথাই বলেনি।