বাংলা নিউজ > বায়োস্কোপ > Angana Roy Exclusive: কেবল পর্দায় নয়, বাস্তবেও 'পারিয়া'দের বাঁচিয়েছেন অঙ্গনা! বললেন, 'মাঝরাতে একবার কমপ্লেক্সে...'

Angana Roy Exclusive: কেবল পর্দায় নয়, বাস্তবেও 'পারিয়া'দের বাঁচিয়েছেন অঙ্গনা! বললেন, 'মাঝরাতে একবার কমপ্লেক্সে...'

বাস্তবেও 'পারিয়া'দের বাঁচিয়েছেন অঙ্গনা

Angana Roy: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তারপরই বড় পর্দায় আসছে পারিয়া। তার আগে হিন্দুস্তান টাইমসকে কী জানালেন অঙ্গনা?

পথকুকুরদের, তাদের উপর হওয়া অত্যাচার, নৃশংসতার গল্প বলবে পারিয়া। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি মুক্তি পেতে আর মাত্র কয়েকটি দিন বাকি। ৯ ফেব্রুয়ারি আসছে বিক্রম চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, শ্রীলেখা মিত্র অভিনীত এই ছবি। তার আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কী জানালেন অঙ্গনা?

তথাগতদা, বিক্রমদার সঙ্গে প্রথম ছবি, কেমন অভিজ্ঞতা ছিল?

অঙ্গনা: দারুণ। মুখ্য মহিলা চরিত্রে এই প্রথমবার আমি কোনও ছবিতে থাকব, আর যে কোনও প্রথম জিনিসই ভীষণ স্পেশ্যাল হয়। ফলে ভীষণ এক্সাইটেড আমি। তাছাড়া তথাদা (তথাগত মুখোপাধ্যায়) আমার খুব পছন্দের পরিচালক, ওঁর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। সেটা পূরণ হল। ওঁদের টিমের কাজের ধরন খুব ভালো, প্রপার প্রিপ্রোডাকশন কাজ হয়েছে, এক মাস রিহার্সাল হয়েছে। আমাদের সেটে গিয়ে স্ক্রিপ্টই দেখতে হয়নি সবটা এমন ভাবে মাথায় গেঁথে গিয়েছিল।

<p>পারিয়া ছবিতে অঙ্গনা</p>

পারিয়া ছবিতে অঙ্গনা

আপনার চরিত্রটার নাম কী? সেটার বিষয়ে যদি বলেন।

অঙ্গনা: আমার চরিত্রের নাম কমলিনি। ওর চোখ দিয়েই দর্শক গল্পটা দেখবে, জানবে। এই ছবির একমাত্র পজিটিভ চরিত্র হল এটি। বাকি সব চরিত্রের গ্রে শেড আছে। এই ছবি করার মূল কারণ আমি যেমন যা জেনেছি বা জানব, দর্শকরাও আমার সঙ্গে একই ভাবে সবটা জানতে জানতে যাবেন। কমলিনির চোখ দুটো খুব গুরুত্বপূর্ণ এখানে। ছবির শুরু এবং শেষটা লক্ষ্য করলেই বোঝা যাবে কতটা বদল আসবে সেখানে, বাস্তব কতটা বদলাবে তাকে। জীবনধারাই পাল্টে যাবে ওর।

আরও পড়ুন: 'ভাত নেসেসিটি হতে পারে, ডাল কিন্তু লাক্সারি', শীতকালে কাশ্মীরে গিয়ে সৃজিতের হেঁয়ালি

আরও পড়ুন: 'সবটার জন্য তোমায়...' বিয়ের তিন বছর পার, কেক কেটে নীলের জন্য কী লিখলেন তৃণা?

এই চরিত্রটা করতে রাজি হওয়ার তবে এটাই মূল কারণ ছিল?

অঙ্গনা: হ্যাঁ, একই সঙ্গে যাঁরা পথ কুকুরদের নিয়ে কাজ করেন তাঁরা কিন্তু আমাদের সমাজের আনসাং হিরো। তাঁদের শ্রদ্ধা জানালাম এই ছবির মাধ্যমে। তথাদা, শ্রীলেখাদি (শ্রীলেখা মিত্র) বহুদিন পথ কুকুরদের নিয়ে কাজ করছেন। আর কত এমন মানুষ আছেন তাঁদের মতোই, তাঁদের সবাইকে উৎসর্গ করলাম।

আপনি নিজে কখনও পারিয়াদের নিয়ে কাজ করেছেন?

অঙ্গনা: না। কিন্তু এই ছবিতে কাজ করার সময় আমার সাধ্যের মধ্যে যতটা পেরেছি যাঁরা পথ কুকুরদের নিয়ে কাজ করেন তাঁদের সাহায্য করেছি। কিন্তু হ্যাঁ, এমনই কাজ না করলেও একবার আমাদের কমপ্লেক্সে কিছু কুকুর ঢুকে পড়েছিল, খুব চিৎকার করছিল। তখন আমাদের এক প্রতিবেশী কর্পোরেশনে ফোন করে দেয়। ওদের মারতে মারতে গাড়িতে তুলছিল। তখন আমি আর আমার মা গিয়ে ওদের বাঁচিয়েছিলাম।

আরও পড়ুন: 'গলায় মা সরস্বতীর বাস', শুভদীপের সরগম শুনে অভিভূত ইন্ডিয়ান আইডলের বিচারকরা, কী বললেন শ্রেয়া?

ট্রেলারে যেমন দেখানো হয়েছে বাস্তবে কি এতটা কেউ আদৌ করে?

অঙ্গনা: দেখো, একটা সিনেমাটিক লিবার্টি তো আছেই। অ্যাকশন হয়তো কেউ করেন না, বা করেন। কিন্তু এভাবে পথ কুকুরদের জন্য লড়াই অনেকেই করেন। এই ছবিতে কাজ করতে গিয়েই সেটা দেখেছি।

এমন ছবি এর আগে বাংলায় হয়নি, কোথাও গিয়ে কি রিস্ক ছিল, বা ভয় লাগেছিল যে দর্শকদের কেমন লাগবে বা কিছু?

অঙ্গনা: বাংলায় এই ধরনের ছবি সত্যিই হয়নি। তবে রিস্ক লাগেনি। আমি মনে করি দর্শকদের সব ধরনের ছবি দেখানো উচিত, তাঁদের কাছে পৌঁছানো উচিত। সমৃদ্ধ করা উচিত। যেখানে এক ক্লিকে বিশ্ব সিনেমা হাতের মুঠোয় সেখানে সব ধরনের ছবি তাঁদের দেখানো উচিত। কিন্তু এই ছবিটা মোটেই আউট অব দ্য বক্স গল্পের উপর ভিত্তি করে নয়। এই ছবিটা অনেককে সচেতন করবে। বার্তা দেওয়ার মতো ছবি পারিয়া। ঘটনাচক্রে আমিও এই ছবি অংশ, কিন্তু যদি কাজ নাও করতাম তবুও হলে এই সিনেমা দেখতে যেতাম আমি।

<p>পারিয়ার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বিক্রম-অঙ্গনা</p>

পারিয়ার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বিক্রম-অঙ্গনা

ববি দেওল তো সমর্থন করেছে আপনাদের ছবিকে।

অঙ্গনা: হ্যাঁ, কেবল ববি স্যার নন। সৃজিত স্যার (সৃজিত মুখোপাধ্যায়), দেব স্যার, জিৎ স্যার সহ অনেকেই সাপোর্ট করেছেন। জিৎ স্যার তো এসেছিলেন আমাদের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে। আমি খুব খুশি যে সবাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমার জন্য এটা খুব জরুরি যেহেতু এটা আমার প্রথম ছবি।

পারিয়া প্রসঙ্গে

পারিয়া ছবিটি আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এই ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় এবং অঙ্গনা রায়কে। অন্যান্য চরিত্রে আছেন শ্রীলেখা মিত্র, সৌম্য মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন তথাগত মুখোপাধ্যায়।

বায়োস্কোপ খবর

Latest News

প্রেমের অনুভূতি কাদের প্রেমের সম্পর্কে নতুনত্ব আনবে? কী বলছে আজকের প্রেম রাশিফল ছোট থেকে ডায়াবেটিক, মা হওয়ার পর ৩২ কেজি ওজন বাড়া! রোগা হতে কী করেন সোনম কবে প্রকাশিত হবে অসমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? ‘বোমা রাখা আছে’, ইমেল ঘিরে চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে, মেলে নি কিছুই ভোটের মাঝে DoPT'র তরফ থেকে বেতন কমিশন সংক্রান্ত চিঠি গেল অর্থ মন্ত্রকের কাছে ভোটগ্রহণের শেষ লগ্নে ফের রাজু বিস্তাকে ঘিরে বিক্ষোভ, তৃণমূল-বিজেপির হাতাহাতি বাজি থেকে ভয়াবহ আগুন বিয়েবাড়িতে, পুড়ে মৃত্যু শিশুসহ একই পরিবারের ৬ জনের লোডশেডিংয়ের সমস্যা নেই, কলকাতায় দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় দাবি CESC-র কিং খানের সামনেই গড়লেন ইতিহাস,তার পর কপি করলেন শাহরুখের পোজ,ইডেনের বাদশা শশাঙ্ক 'অনেক খেয়েছি, আর না', প্রচারে বের হয়ে চন্দননগরের কোন খাবার খাওয়া হল না রচনার?

Latest IPL News

কিং খানের সামনেই গড়লেন ইতিহাস,তার পর কপি করলেন শাহরুখের পোজ,ইডেনের বাদশা শশাঙ্ক জনপ্রিয়তার শিখরে আইপিএল, প্রতি সপ্তাহেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউয়ারশিপ IPL-এর ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বাধিক রান,SRH-RCB ম্যাচের পরেই থাকল KKR-PBKS ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.