দীর্ঘদিন ধরেই সিওপিডি-র সমস্যা। আবার সেই সমস্যা মাথাচাড়া দিয়েছে অনীক দত্তর। সম্প্রতি যত কাণ্ড কলকাতার শ্য়ুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন পরিচালক। স্বভাবতই পরিচালককে তড়িঘড়ি ফ্লোর থেকে বার করে নিয়ে যাওয়া হয়। এখন কেমন আছেন অনীক দত্ত?
জানা গেল, শরীর ভালো নেই তাঁর। সিওপিডি-র সমস্যার সঙ্গে অ্যাংজাইটি অ্যাটাক দেখা যাচ্ছে মাঝেমধ্যে। শারীরিকভাবে অসুস্থতা তো রয়েইছে, তবে মন ভালো নেই পরিচালকের। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার শ্যুটিংয়ে খুব অসুবিধা হচ্ছে। যেতে পারছি না। মাঝেমধ্যেই চলে আসতে হচ্ছে।’ পরিচালক নিজেই বললেন, ‘আসলে মানসিকভাবে আমি খুব বিপর্যস্ত। শ্যুটিং চলছে আমি নেই। খুব খারাপ লাগে।’
এমনিতে কাজ পাগল মানুষ অনীক দত্ত। কাজের ব্যাপারে বেজায় খুঁতখুঁতে ‘ভূতের ভবিষ্যত’ পরিচালক। তাঁর পরিচালিত ছবির শ্যুটিংয়ে পরিচালকের আসনে বসে অ্যাকশন কাট বলবেন অন্য কেউ, এটা মেনে নিতে ভারী সমস্যা হচ্ছে তাঁর। অথচ শারীরিকভাবে তিনি শ্যুটিং সেটে থাকতেও পারছেন না, সব মিলিয়ে বেজায় চিন্তায় অনীক দত্ত। এমনিতে নিজের ঠোঁট-কাটা স্বভাবের জন্য ইন্ডাস্ট্রিতে পরিচিত অপরাজিত পরিচালক। অনীকের শেষ ছবি ‘অপরাজিত’ সব মহলে প্রশংসা কুড়িয়েছে।
‘যত কাণ্ড কলকাতাতে’ লিড রোলে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়। আবিরের সঙ্গে দেখা যাবে ওপার বাংলার নায়িকা নওসাবা আহমেদকে। আগামী বছর পুজোয় মুক্তি পাওয়ার কথা এই ছবি। এর আগে চলতি বছরের গোড়ার দিকেও সিওপিডির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে চলেছিল অনীক দত্তকে।
বাম-মনস্ক এই পরিচালক নিজের সরকার-বিরোধী অবস্থানের জেরে হামেশাই চর্চায় থাকেন। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মধ্যে দিয়ে টলিউডে আত্মপ্রকাশ তাঁর। এরপর একে একে ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাথবদ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’-এর মতো ছবি তৈরি করেছেন তিনি। গত বছর সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ নির্মাণের নেপথ্য কাহিনি নিয়ে ‘অপরাজিত’ তৈরি করেন অনীক দত্ত। গত বছরের অন্যতম ব্যবসা সফল ছবি এটি। পরিচালকের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন টলিপাড়া।