মুক্তির আগে থেকেই চর্চায় রয়েছে রণবীর কাপুরের Animal। অগ্রিম টিকিট বুকিংয়ের হিড়িক জানান দিচ্ছে ব্লকবাস্টার হতে চলেছে রণবীরের এই ছবি। অবশেষে ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত Animal। আর বক্স অফিস রিপোর্ট বলছে, শাহরুখের পর এবার সেখানে নয়া তুফান তুলেছেন মিস্টার কাপুর (রণবীর)। তথ্য় বলছে প্রথম দিনেই শাহরুখের 'পাঠান'কে হারিয়ে দিয়েছে রণবীরের ‘অ্যানিম্যাল’।
হ্যাঁ, ঠিকই শুনছেন।
Sacnilk দ্বারা রিপোর্ট বলছে, Animal ঘরোয়া বক্স অফিসে প্রথম দিনে ৬০ কোটি টাকা আয় করে ফেলেছে। (হিন্দি ভার্সানে ৪৯.৫০ কোটি, আর তেলুগুতে ১০ কোটি টাকা) যেখানে 'পাঠান'-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছিল ৫৭ কোটি টাকা। তবে রণবীর অবশ্য এক্ষেত্রে 'জওয়ান'-এর থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন। 'জওয়ান'-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছিল ৭৪ কোটি টাকা। যদিও কিছু ফিল্ম সমালোচকদের ভবিষ্যৎবাণী ছিল রণবীরের অ্যানিম্যাল প্রথম দিনেই ১০০ কোটি ছাপিয়ে যেতে পারে। তবে এই ছবি এর পরে কতটা ব্যবসা করে এখন সেটাই দেখার।
এদিকে Animal যেখানে ৬০ কোটি টাকা আয় করেছেন, সেখানে ভিকি কৌশলেন স্যাম বাহাদুর ছবির আয় মাত্র ৫ কোটি টাকা। প্রসঙ্গত, অ্যানিম্যালে রণবীর ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া এবং তৃপ্তি দিমরি। Animal ৩ ঘন্টা ২১ মিনিটের ছবি। ফিল্ম বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল X-এ লিখেছিলেনন, "যদি #Animal-এর প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়, তাহলে এটি ঘরোয়া বক্স অফিসে মাত্র ৩ দিনেই ১৭০ কোটির ব্যবসা করে ফেলবে, আর সপ্তাহন্তে এর ব্যবসা আকাশ ছোঁবে।'
আরও পড়ুন-আজই Engagement, 'বিয়েতে আমি সাবেকি সাজে সাজব', প্রেম থেকে বিয়ের থিম, অকপট সন্দীপ্তা
এদিকে হল ফেরত দর্শকরা বলছে, রণবীর কাপুর এই মুহূর্তে কেরিয়ারের শীর্ষে রয়েছেন। প্রকৃত অর্থেই তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গার Animal হয়ে উঠছেন। ছবিতে রণবীর নাকি দুর্ধর্ষ অভিনয় করেছেন। কমবেশি সকলেই একপ্রকার রণবীর অভিনয় ও লুকে মুগ্ধ। ছবিতে নজর কেড়েছে রণবীর এবং রশ্মিকার অন-স্ক্রিন রসায়ন।