বাংলা নিউজ > বায়োস্কোপ > Animal Teaser: রক্তাক্ত, বিধ্বংসী চেহারায় রণবীর, বাবার কথা উঠতেই কেন থামিয়ে দিলেন কাপুর পুত্র!

Animal Teaser: রক্তাক্ত, বিধ্বংসী চেহারায় রণবীর, বাবার কথা উঠতেই কেন থামিয়ে দিলেন কাপুর পুত্র!

রণবীর কাপুর

সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা যাবে রণবীর কাপুর, অনিল কাপুর, রশ্মিকা মন্দানা, ববি দেওল, পরিণীতি চোপড়া, তৃপ্তি দিমরিকে। এই ছবিটি প্রথমে চলতি বছরের ১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। তবে পরে 'অ্যানিম্যাল'-এর মুক্তির দিন বদলে ১ ডিসেম্বর ঠিক করা হয়েছে।

রশ্মিকা রণবীরকে জিগ্গেস করলেন তিনি কি বাচ্চার কথা ভেবেছেন? উত্তর এল 'হ্যাঁ, আমিও বাবা হতে চাই।' এরপরই রশ্মিকা বললেন, 'তুমি তোমার বাবার মতো হতে চাও না তাই না?' রশ্মিকার এই প্রশ্নেই বেজায় চটলেন রণবীর কাপুর। ঠিক তখনই তাঁর মনে এল ছোটবেলায় বাবার হাতে একের পর এক চড় খাওয়ার কথা। রণবীর রেগে রশ্মিকাকে সতর্ক করলেন, বললেন, তাঁর বাবা দুনিয়ার সবথেকে সেরা বাবা, তাঁকে যেন বাবার সম্পর্কে প্রশ্ন না করা হয়।

ভাবছেন এসব কী বলছি?

হ্যাঁ, বাবার প্রতি ছেলের এমনই এক ভালোবাসার গল্প নিয়ে আসতে চলেছে ‘অ্যানিম্যাল’। বৃহস্পতিবার রণবীর কাপুরের জন্মদিনে সামনে এসেছেন ছবির টিজার। যেখানে উঠে এসেছে বাবা অনিল কাপুর ও তাঁর ছেলে রণবীরের নানা মুহূর্ত। টিজারে রশ্মিকার উদ্দেশ্য রণবীর বলেন, তিনি তাঁকে যা খুশি জিগ্গেস করতে পারেন, তিনি সত্যি কথা-ই বলবেন, তবে বাবার বিষয়ে যেন কোনও প্রশ্ন না করা হয়। গোটা টিজারের রণবীরের আক্রমণাত্মক বাবার ভূমিকায় দেখা যায় অনিল কপুরকে। তবুও রণবীর বাবাকে ভালোবাসে তার সমর্থনেই কথা বলেন। ২মিনিট ২৬ সেকেন্ডের টিজার ভিডিয়োতে রয়েছে বেশকিছু অ্যাকশন, কার চেজিং দৃশ্য, রক্তপাত সহ নানান দৃশ্য। সবশেষে একাধিক গুলিতে ঝাঁঝরা হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রণবীরকে। ব্যকগ্রাউন্ডে রণবীরের গলায় বলতে শোনা যায়, ‘এ তো সবে শুরু পাপা, এখনও অনেক কাজ বাকি, আমায় সেগুলো শেষ করতে হবে, আপনি হতাশ হবেন না।’ শেষে কার চেজিং-এর দৃশ্যে দেখা যায় রণবীর কাপুরকে। টিজারটি শেষ হয় ববি দেওলকে দিয়ে, তবে তাঁর মুখে কোনও কথা নেই, শুধুই ছুরি হাতে ইশারা করতে দেখা যায় তাঁকে। 

আরও পড়ুন-দেশ ছেড়ে বিদেশে, রূপকথার ডিজনিল্যান্ডে ছুটি কাটাচ্ছেন তনুশ্রী

আরও পড়ুন-দেড় ঘণ্টা বাথরুমে ঢুকে AsSRK সেশনে মজে শাহরুখ, ডাকাডাকি শুরু করলেন রাজকুমার হিরানি

টিজারেই স্পষ্ট, এই ছবিতে বিধ্বংসী, ভয়ানক চেহারায় ধরা পড়বেন রণবীর কাপুর। এটিও একটি অ্যাকশন ফিল্ম হতে চলেছে। বোঝাই যাচ্ছে পরিবারের কারণেই রণবীর এমন ভয়ানক হয়ে উঠেছেন।

সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা যাবে রণবীর কাপুর, অনিল কাপুর, রশ্মিকা মন্দানা, ববি দেওল, পরিণীতি চোপড়া, তৃপ্তি দিমরিকে। এই ছবিটি প্রথমে চলতি বছরের ১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। তবে পরে 'অ্যানিম্যাল'-এর মুক্তির দিন বদলে ১ ডিসেম্বর ঠিক করা হয়েছে। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ না হওয়ার কারণেই এই ছবি মুক্তি পিছিয়ে দেওয়া হয় বলে জানা যায়। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

রোগা হওয়ার জন্য রোজ খালি পেটে জিরের জল খান? জানেন শরীরে এর কী প্রভাব পড়ছে? ফুচকা থেকে খিচুড়ি, ঋতুপর্ণার পুজোর মেনুতে থাকছে কী? কবে কী প্ল্যান করলেন? বাবা কানাডায় ট্রাকচালক! অজিদের বিরুদ্ধে ১১ নম্বরে নেমে শতরান সেই ভারতীয় তরুণের মহাষ্টমীতে লক্ষ্মী নারায়ণ যোগের বিশেষ সংযোগ, আচমকা অর্থ লাভ হবে ৫ রাশির পুজোয় ভিড় সামলাতে একাধিক ব্যবস্থা শিয়ালদা-হাওড়ায়, ট্রেনে ওঠার আগে জানুন বিশদ বন্ধ হয় ২০০৬ সালে, কলকাতা থেকে নতুন করে চালু হবে সেই আন্তর্জাতিক ফ্লাইট মা-বোনেরা ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, আর আমার এখানে দুর্গাপুজো হচ্ছে…: শ্রীলেখা পুজোর সময় লোকাল বাতিলের প্রতিবাদে অবরোধ, শিয়ালদা দক্ষিণে ব্যাহত রেল পরিষেবা ‘প্রতিটা সূর্যোদয় যেন এক একটা উপহার…’ মলদ্বীপে ছুটির মেজাজে সোনম! বচ্চন পরিবারের রান্নাঘরের রাশ জয়ার হাতেই! KBC-তে অমিতাভ বললেন, ‘৫০ বছর পরেও…’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.