বাংলা নিউজ > বায়োস্কোপ > Athhoi-Othelo: শেক্সপিয়ারের ‘ওথেলো’কে বড়পর্দায় আনছেন অনিবার্ণ-অর্ণ! অথৈ-এর ‘ডেসডেমনা’ সোহিনী

Athhoi-Othelo: শেক্সপিয়ারের ‘ওথেলো’কে বড়পর্দায় আনছেন অনিবার্ণ-অর্ণ! অথৈ-এর ‘ডেসডেমনা’ সোহিনী

অর্ণ-সোহিনী-অনির্বাণের নতুন চমক 

‘মন্দার’-এর পর এবার শেক্সপিয়ারের ‘ওথেলো’র বাংলা সংস্করণ তৈরি করছেন অনির্বাণ, তবে এবার তিনি সৃজনশীল পরিচালক ও অভিনেতা। ছবির নাম অথৈ। পরিচালকের আসনে অর্ণ মুখোপাধ্যায়। 

শেক্সপিয়ারের অনবদ্য সৃষ্টি বারবার ঘুরে ফিরে এসেছে ছবির জগতে। হিন্দি হোক বা বাংলা, শেক্সপিয়ারের নাটক ফিল্মমেকারদের বরাবরের পছন্দের বিষয়। সেই তালিকায় নয়া সংযোজন ওথেলো। হিন্দিতে ওমকারা তৈরি করেছিলেন বিশাল ভরদ্বাজ। এবার বাংলা ছবির পর্দায় ‘ওথেলো’কে নিয়ে আসছেন অনির্বাণ ভট্টাচার্য ও অর্ণ মুখোপাধ্যায়। এদিন সামনে এল ছবির ‘ অফিসিয়্যাল লোগো’।

অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবির নাম ‘অথৈ’ (Athhoi)। সৃজনশীল পরিচালকের ভূমিকায় পালন করবেন অনিবার্ণ। ছবি প্রযোজনায় এসভিএফ এন্টারটেনমেন্ট এবং জিও স্টুডিওজ। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন অর্ণ, গোগো-র চরিত্রে দেখা মিলবে অনির্বাণের, আর ওথেলো-র ‘ডেসডেমনা’ অর্থাৎ অথৈ-এর দিয়ার ভূমিকায় থাকবেন সোহিনী সরকার।

রঙ্গমঞ্চ এই ত্রয়ীর প্রথম ভালোবাসা। বহুবার থিয়েটারের মঞ্চ কাঁপিয়েছেন তিনজনে। কখনও রবি ঠাকুরের লেখনিকে জীবন্ত করেছেন, কখনও আবার শেক্সপিয়ারের। এবার সম্পূর্ণ ভিন্নমাধ্যমে দর্শক দেখবে তাঁদের রসায়ন। ২০১৬ সালে থিয়েটারের জন্য ‘অথৈ’ তৈরি করেছিলেন অর্ণ। শেক্সপিয়ারের নাটকের মূল নির্যাসটুকু নিয়ে এক দলিত সমাজের প্রেক্ষপটে সাজিয়েছিলেন গল্প। এবার সেই নাটক বড় পর্দায়। কতটা আলাদা হবে সেটি? অর্ণ জানিয়েছেন, যে দলিত সমাজ, রাজনীতি দেখিয়েছিলেন তা একই থাকবে। তবে সিনেমার প্রয়োজনে নির্দিষ্ট কিছু যোগ-বিয়োগ হবে।

<p>অথৈ-এর লোগো </p>

অথৈ-এর লোগো 

ওথেলো এই ছবির অনুপ্রেরণা, ঠিক যেমন অনির্বাণ পরিচালিত মন্দার তৈরি হয়েছিল শেক্সপিয়ারের অপর কালজয়ী সৃষ্টি ম্যাকবেথ-কে সামনে রেখে। অথৈ ছবিতে ‘ড. অথৈ লোধা’র অভিনয় করছেন অর্ণ। তাঁর ব্যক্তিত্ব বিস্ময়ে মোড়া। স্বপ্ন দেখতে ভালোবাসে, তাঁর মধ্যেকার প্রেমিকসত্ত্বা প্রশংসনীয়। ভালো মনের মানুষ অথৈ। তাঁর চরিত্রের মধ্যে মহানুভবতা বিদ্যমান, তবে প্রচণ্ড অস্থিরতায় ভোগে সে।

সোহিনী সরকার অভিনীত দিয়া বা ডেসডেমোনা চরিত্রটি কেমন? তিনি এমন একজন নারী যাঁর বুদ্ধিমত্তার প্রশংসা করতেই হবে! দিয়া ভালোবাসতে জানে, সে স্পষ্টবাদী, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এবং প্রভাবশালী নারী। গল্পের ত্রিভূজের সবচেয়ে ক্ষুরধার চরিত্র ‘গোগো’র (অনগ্র) ভূমিকায় রয়েছেন অনির্বাণ। তাঁর চরিত্রের মধ্যে রয়েছে রহস্য, ঠিক যেন ধাঁধার মতো। অথৈ-র বন্ধু হলেও নিজের আখের গোছাতেই ব্যস্ত সে। গোগো প্রচণ্ড ধূর্ত। সামনাসামনি নৈতিকতা দেখালেও আদতে নৃশংসতার মূর্ত প্রতীক।

সোমবারই অনুষ্ঠিত হল ছবির শুভ মহরৎ। ১৩ই ডিসেম্বর থেকে শ্যুটিং শুরু হবে এই ছবি। সব ঠিক থাকলে ২০২৪-এ মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে অনান্য চরিত্রে থাকবেন দিতিপ্রিয়া রায়, অর্পণ ঘোষাল, কৌশিক চক্রবর্তীরা। আগামী বছরের বহুচর্চিত আর প্রতীক্ষিত ছবির তালিকায় থাকবে এটি তা তো বলাই যায়। অর্ণ-অনির্বাণ-সোহিনীর রসায়ন মঞ্চে পরীক্ষিত এবং সফল, সেটি পর্দায় নতুন কোন চমক দেখায় তার অপেক্ষা।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

IPL 2024-বোলারদের বাঁঁচান, আইপিএলে ব্যাটারদের দাদাগিরি দেখে আবেদন অশ্বিনের হাতে বড় বড় নখ, হাইজিন বজায় রাখতে গান গাইতে গাইতেই ভরা মঞ্চে নখ কাটলেন অরিজিৎ! ১৫ বছর ধরে জেতাচ্ছি, নিজেরা না খেলে এরা স্ট্রাইক রেট নিয়ে লাফাচ্ছে, তোপ বিরাটের জোড়া গোল করে দলকে জেতালেন, রেকর্ডও গড়লেন লিওনেল মেসি লন্ডনে চাকুরিরতা, তবুও বাবাকে কোনও উপহার দেন না সানা! দুঃখ করে সৌরভ কী বললেন? আসানসোলে বিরোধীদের অভিনেতা বলে কটাক্ষ মিঠুনের, জবাব দিলেন বাবুল সুপ্রিয় ব্যাঙ্কে খরচ, বিশেষ FD- ১ মে থেকে কী কী নিয়ম পালটাচ্ছে? প্রভাব পড়বে আপনার পকেটে আগামিকাল কেমন কাটবে? মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? রইল ২৯ এপ্রিলের রাশিফল রেণুকা সিংয়ের দুরন্ত বোলিং, বাংলাদেশকে ৪৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত বদলি কিংবা পদোন্নতি নিতে গিয়ে নাম উঠেছে চাকরিহারাদের তালিকায়, এবার কী হবে?

Latest IPL News

IPL 2024-বোলারদের বাঁঁচান, আইপিএলে ব্যাটারদের দাদাগিরি দেখে আবেদন অশ্বিনের ১৫ বছর ধরে জেতাচ্ছি, নিজেরা না খেলে এরা স্ট্রাইক রেট নিয়ে লাফাচ্ছে, তোপ বিরাটের অপরাজিত ৭০-এও নায়ক নন কোহলি, ৪১ বলের শতরানে RCB-কে জেতালেন ব্রিটিশ তারকা IPL 2024- দিল্লি ম্যাচের আগেই দুই ক্রিকেটারকে নিয়ে বড় আপডেট দিলেন নাইটদের কোচ টিম ডেভিডের শট লাগল দর্শকের মুখে, এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিল ক্যাপিটালসরা DC ম্যাচে হারের জন্য তিলক বর্মাকেই দোষী মনে করেন MI ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ‘ধুর! এক রান, দু রান নিতে ভালো লাগে না’… সরল স্বীকারোক্তি অস্ট্রেলিয়ান ব্যাটারের বিরাটের পাশে দাঁড়ালেন গম্ভীর! কোহলির সমালোচকদের মোক্ষম জবাব দিলেন KKR মেন্টর ‘ওভাবে বোলিং করলে তো মার খাবেই’, স্পিনারদের ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখালেন মুরলি ইডেনে নাইট বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব কিংসের ক্রিকেটারদের- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.