বাংলা নিউজ > বায়োস্কোপ > Anupam-Rupankar: গঙ্গার নিচ দিয়ে ছুটল মেট্রো, প্রথম দিনেই সওয়ারি রূপঙ্কর-অনুপম, গান ধরলেন ‘বোবা টানেলের গলা চিড়ে..’

Anupam-Rupankar: গঙ্গার নিচ দিয়ে ছুটল মেট্রো, প্রথম দিনেই সওয়ারি রূপঙ্কর-অনুপম, গান ধরলেন ‘বোবা টানেলের গলা চিড়ে..’

গঙ্গাবক্ষে মেট্রোয় সওয়ারি অনুপম-রূপঙ্কর

গঙ্গবক্ষের ভিতরে টানেলের মধ্যে নীল আলো ভেদ করে ছুটে চলেছে মেট্রো। আর তাই নিজের গাওয়া 'চতুষ্কোণ' ছবির সেই গানের লাইনের সঙ্গে মুহূর্তটা মিলিয়ে দিয়েছেন অনুপম। ভিডিয়োর ক্যাপশানে লিখেছেন, ‘গঙ্গার তলা দিয়ে!’

গঙ্গাবক্ষ ভেদ করে ছুটে চলেছে মেট্রো। গন্তব্য মধ্য কলকাতার এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত। জনগনের জন্য খুলে দেওয়া এই মেট্রো রেলের প্রথমদিনই সওয়ারি হলেন গায়ক অনুপম রায় আর রূপঙ্কর বাগচী। মেট্রো গঙ্গাবক্ষে তৈরি টানেল দিয়ে ছুটে চলল…। আর রূপঙ্কর নিজের লেখা গান ধার করেই গাইলেন 'ফিরে গেছে কত, বোবা টানেলের গলা চিড়ে আলো…ইচ্ছেরা ছুটে চলে…।'

তারই একটুকরো ঝলক সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন গায়ক অনুপম রায়। তাঁর শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, গঙ্গবক্ষের ভিতরে টানেলের মধ্যে নীল আলো ভেদ করে ছুটে চলেছে মেট্রো। আর তাই নিজের গাওয়া 'চতুষ্কোণ' ছবির সেই গানের লাইনের সঙ্গে মুহূর্তটা মিলিয়ে দিয়েছেন অনুপম। ভিডিয়োর ক্যাপশানে লিখেছেন, ‘গঙ্গার তলা দিয়ে!’ 

অনুপমের এই পোস্টেও কমেন্টের বন্যা বয়েছে। একজন লিখেছেন,'দাদা তোমার গান শুনলেই শান্তি লাগে।' কারোর মন্তব্য, ‘উফ! দারুণ বিষয় কলকাতা ইতিহাস গড়ল।’ প্রসঙ্গত, গোটা দেশে কলকাতাতেই প্রথম শুরু হয়েছে জলের তলা দিয়ে মেট্রো পরিষেবা।

আরও পডুন-চোখে মুখে ক্লান্তি, ঘামে ভেজা টি-শার্ট পরেই শ্যুটিং থেকে সোজা ঘাটালে দেব

অনুপমের মতোই জলের তলা দিয়ে তৈরি এই মেট্রো সফরে গিয়েছিলেন গায়ক রূপঙ্কর বাগচীও। তিনিও মেট্রোর জানালা দিয়ে দেখতে দেখতে গান ধরলেন। ‘তোমার টানে সারাবেলার গানে/ভোরের অন্তমিল নিশীথ জানে। নিষেধ মানবে দিবানিশি হৃদয়,তোমার কান্না সেকি আমারও নয়?’ তাঁরা শিল্পী মানুষ, তাই গান গেয়ে এই বিশেষ মুহূর্ত তাঁরা আরও বেশি করে স্মরণীয় করে তুলবেন, সেটাই স্বাভাবিক নয় কি!

কলকাতা মেট্রো রেলওয়ের অফিসিয়াল X (পূর্বে টুইটার) হ্যান্ডেল থেকেই পোস্ট করা হয়েছে এই রূপঙ্কর বাগচীর এই মেট্রো সফর।

গত ৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গাবক্ষের নিচে এই মেট্রোরেলের টানেলের উদ্বোধন করেন। সেই তখন থেকে কৌতূহলী হয়ে উঠেছিল আমজনতা। সকলেরই প্রায় প্রশ্ন ছিল, 'আমরাও কবে এমন মেট্রোয় সফর করব?‌' অবশেষে সাধারণ মানুষের সেই ইচ্ছে পূরণ হতে চলেছে।  ১৫ মার্চ, শুক্রবার থেকে আমজনতার জন্য খুলে দেওয়া হল গঙ্গার নিচের মেট্রোর দরজা। গঙ্গার নীচ দিয়েই ছুটে চলবে এই ইস্ট–ওয়েস্ট মেট্রো। 

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলবে এই মেট্রো। যে মেট্রো চলাচল প্রথম শুরু হবে সকাল ৭টায়। শেষ মেট্রো চলবে রাত পৌণে ১০টায়। রাত ৯টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর রয়েছে ট্রেন।

 এদিকে আবার নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত এবং জোকা–তারাতলা মেট্রো মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশেও মেট্রো চলাচল শুরু হয়েছে। রুবি– নিউ গড়িয়া মেট্রো রুটে দিনের প্রথম মেট্রো চলাচল শুরু হবে সকাল ৯টায়। শেষ মেট্রো ছাড়বে বিকেল ৪টে ৪০ মিনিটে। জোকা–তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে ৮টায় এবং শেষ মেট্রো দুপুর বিকেল ৩টে ৩৫ মিনিটে। এখানেও শনিবার ও রবিবার মেট্রো পরিষেবা মিলবে না।

বায়োস্কোপ খবর

Latest News

২৮,২০৮ টাকা বোনাস বাড়বে রেলকর্মীদের? কেন্দ্রের ঘোষণার পরে সামনে অঙ্ক, রইল হিসাব ‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.