বেশকিছুদিন জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘সুপার ডান্সার-থ্রি’র একটি এপিসোড ঘিরে বিতর্ক চরমে উঠেছে। জাতীয় টেলিভিশনের মঞ্চে উঠে আসা এমন জনপ্রিয় শোয়ে নাবালক এক প্রতিযোগীকে বাবা-মা সম্পর্কে এমন কিছু বিতর্কিত প্রশ্ন করে ফেলেন বিচারকরা। অভিযোগ নাবালক প্রতিযোগীকে এধরনের অশ্লীলএবং যৌনতার গন্ধ যুক্ত প্রশ্ন করা বেআইনি। এই শোটি মূলত শিশুদের জন্য এবং বহু শিশু এই শোয়ের দর্শক। তাই এধরনের প্রশ্ন করা কিংবা এধরনে বিষয় সম্প্রচার করা বেআইনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ওই টেলিভিশন চ্যানেলে চিঠি পাঠিয়েছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR)। চ্যানেল কর্তৃপক্ষকে অবিলম্বে শোয়ের ওই পর্বটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে NCPCR।
এবার এই বিতর্কিত এপিসোডটি নিয়ে মুখ খুললেন ‘সুপার ডান্সার-থ্রি’র অন্যতম বিচারক অনুরাগ বসু। কী বলেছেন পরিচালক?
অনুরাগ বসু বলেন, ‘যে অভিযোগ উঠেছে আমি কখনওই তার বিরোধিতা করব না। করাণ আমি বুঝতে পারি এধরনের প্রশ্ন বাবা-মায়ের পক্ষে কতটা বিব্রতকর। আমার নিজেরও দুই সন্তান রয়েছে। সুপার ড্যান্সার একটি বাচ্চাদের নাচের রিয়েলিটি শো। শিশুরা প্রায়শই নির্দোষভাবে সরল মনে অনেক কথা বলে ফেলে। আমরা ওদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা শুটিং করি। ওরা অনেক কিছু বলে যা কখনও কখনও কারও নিয়ন্ত্রণে থাকে না। আমি এই বিষয়ে একমত, যে আমার কখনওই এমন কোনও কথা বলা উচিত হয়নি বা এমন কোনও দিকে প্রসঙ্গকে পরিচালিত করা উচিত হয়নি যাতে প্রতিযোগী এমন কিছু বলে ফেলে, যাতে তাঁদের বাবা-মা বিব্রত বোধ করে।’
আরও পড়ুন-'শোলে'তে গব্বরের গুলি করার দৃশ্য নাকি পশ্চিমি ছবি থেকে টোকা! প্রমাণ দিলেন আদিল হুসেন
আরও পড়ুন-অনন্যাকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন? উত্তর দিতে গিয়ে সব কথা ফাঁস করে বসলেন আদিত্য!
আরও পড়ুন-'ভারতে আর বাংলা গান গাইব না, গাইলে বাংলাদেশে গাইব', হঠাৎ কেন এমন ক্ষোভ কবীর সুমনের?
অনুরাগ বসু স্বীকার করেন একজন বিচারক হিসেবে তাঁরও কিছু দায়িত্ব রয়েছে। অনুরাগ একই সাক্ষাৎকারে বলেন, ‘আমিও মনে হয় যে প্রতিযোগীদের প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের একটি সীমা রাখতে। বাচ্চাদের সঙ্গে আলাপচারিতার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। ওরা সরল মনে এমন কিছু বলে যা ঠিক নয়। সুতরাং, এক্ষেত্রে ওই অংশটি এডিটের সময় কেটে বাদ দিয়ে দেওয়া উচিত। যদি এক্ষেত্রে আমার আয়ত্তে কিছু ছিল না...। এটি গুরুত্বপূর্ণ যে আমরা বিচারক হিসাবে দায়িত্বশীল হতে হবে। সতর্ক হয়ে প্রশ্ন করতে হবে। কারণ, আমার মনে হয় না যে এরপরেও বাচ্চারাও কিছু বলার সময় সতর্ক হবে! তবে এটা গুরুত্বপূর্ণ যে এই ধরনের জিনিস আর যেন না ঘটে। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি এখানে একটি রিয়েলিটি শো-এর বিচারক হিসেবে কথাগুলি বলছি, চ্যানেলের তরফে নয়।’
প্রসঙ্গত অনুরাগ বসু ছাড়া এই এপিসোডের বিচারক ছিলেন শিল্পা শেঠি, কোরিওগ্রাফার গীতা কাপুর। শোয়ের প্রতিযোগীদের বয়স ৪-থেকে ১৩ বছরের মধ্যে।