টলিউডে খুব অল্প বয়সেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। অনুরাগের ছোঁয়ার মিশকা হয়ে তিনি টানা রাজত্ব করছেন দর্শক মনে। মিশকাকে ছাড়া যেন একটা অপিসোডও ভাবা যায় না একসময় টিআরপি-র টপে থাকা এই ধারাবাহিকের।
তবে রিল লাইফের এই ভিলেনকে রিয়েল লাইফেও নেতিবাচকতার আলোয় এনে ফেলেছে তাঁর প্রেমজীবন আর মায়ের সঙ্গে ঝগড়ার খবর। অনুরাগের ছোঁয়ার রূপটান শিল্পী দীপঙ্কর দে-র সঙ্গে প্রেম করছেন অহনা। আর এই সম্পর্কেই কোনও মত নেই অহনার মা চান্দনীর। চাঁদনী গঙ্গোপাধ্যায়ের। শুধু তাই নয়, মেয়ের সঙ্গে সব সম্পর্কও ছেদ করেছেন তিনি।
নাচের রিয়েলিটি শো দিয়ে খ্যাতি আসে অহনার জীবনে। শিশুশিল্পী হিসেবে তিনি সেই শো-তে অংশ নিয়েছিলেন। সেইসময় মেয়ের সঙ্গে পারফর্ম করতেন চাঁদনী নিজেও। অনুরাগের ছোঁয়ায় কাজ করার পর প্রেমে পড়েন অহনা দীপঙ্করের। এদিকে অহনার সঙ্গে সম্পর্কে আসার আগে বিয়ে হয়েছিল দীপঙ্করের। এক বিবাহিতর সঙ্গে মেয়ের প্রেম মেনে নিতে পারেনি অহনার মা। এমনকী, নিজের মেয়ের উপরেই ‘ঘর ভাঙানি’ তকমা জুড়ে দিয়েছিলেন।
শুধু কথা নয়, মুখ দেখাদেখি বন্ধ অহনা আর তাঁর মায়ের। সম্প্রতি এক আনন্দবাজারকে টিভির মিশকা বলেছিলেন, ‘আমার মনে হয় মা তাঁর বন্ধুদের নিয়ে এ ভাবেই জীবনটা উপভোগ করতে চেয়েছিলেন। আমি মাকে মুক্ত করে দিয়েছি।’
এদিকে অহনার বলা এই কথাগুলো একদম মেনে নিতে পারেননি চাঁদনী। সেই সংবাদমাধ্যমকে ফোনে বলেন, ‘মা-কে মুক্তি দিয়েছে না মেরে দিয়েছে। ২০১২ সালে ওর বাবার থেকে আলাদা হওয়ার পর থেকে ওই ছিল আমার সব। এমনকী আমার মা-বাবা নিজেদের ব্যবসাও বিক্রি করে দেয়। আর এখন বলছে, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাইতাম আমি? কই আগে তো এমন প্রয়োজন ছিল না আমার। মেয়েকে নিয়েই ছিল আমার সব স্বপ্ন।’
‘মৃত্যুর আগে আমি মরতে চাই না। ওরা আমার ছোটবেলার বন্ধু, ওরাই আমাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল। এই বছরের জানুয়ারি থেকে আমি বিশ্বাস করি আমার কোনও মেয়েই ছিল না’, আরও বলেন চাঁদনী।
এদিকে সম্প্রতি ছিল অহনা আর দীপঙ্করের সম্পর্কের বর্ষপূর্তী। অহনা জানিয়েছেন, এই ৩৬৫ দিন তাঁকে আগলে রেখেছিল দীপঙ্কর। অনেক নেতিবাচক কথা হয়েছে তাঁর নামে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যায় তাঁদের সম্পর্ক। তবে সেই ছাপ ভালোবাসায় পড়েনি।