1/6জীবনকে উপভোগ করার কোনও সুযোগই ছাড়েন না আপরাজিতা আঢ্য। হাসিখুশি স্বভাবের পরিচয় পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই। জন্মদিনও কাটালেন মজা করে। পরিবার ও বন্ধুদের সাথে ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায়। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6ওয়াইন রঙের ওয়ানপিসে দেখা মিলল অপরাজিতার। হলুদ, নীল-কমলা-গোলাপি-সাদা বেলুন দিয়ে সাজানো হয়েছিল গোটা ঘর। সাদা রঙের কেক কাটতে দেখা যায় তাঁকে। পাশে কিছু কাপ কেকও দেখা গেল। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6স্বামী অতনু হাজরার সাথে অপরাজিতা। অল্প বয়সেই সাউন্ড ইঞ্জিনিয়ার অতনু হাজরার সঙ্গে বিয়ে হয় তাঁর। ছবির সেটে ১৯ বছর বয়সী অপরাজিতাকে প্রথমবার দেখেই ভালোবেসে ফেলেছিলেন স্বামী অতনু। অপরাজিতার বাড়ি থেকে তাঁদের সম্পর্ক মেনে না নিলেও পেয়েছিলেন শ্বশুরবাড়ির পুরো সাপোর্ট। তাঁদের সম্মুখেই বাড়ির লোকের অমতে সেরেছিলেন বিয়ে।
4/6দিনকয়েক আগেই শুরু হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘদিন পর মেগা ধারাবাহিকে কামব্যাক করেছেন অপরাজিতা আঢ্য। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে এটি।
5/6'এক আকাশের নীচে', 'মনোরমা কেবিন' থেকে 'গানের ওপারে', 'জলনূপুর'-এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। বড় পরদায় তাঁকে দেখা গিয়েছে ‘চিনি’, ‘প্রজাপতি বিস্কুট’, ‘বেলাশেষে’, ‘গয়নার বাক্স’, ‘হামি’-র মতো ধারাবাহিকে। দর্শকমনে ছাপ ফেলেছেন নিজের ২৫ বছরের অভিনয় কেরিয়ার দিয়ে।
6/6জন্মদিনের আগেরদিন সেটেও কেক কেটেছেন। শ্যুটিংয়ে কেক কাটা এই প্রথম। তাই তো জানান, চোখে জল এসে গিয়েছিল তাঁর। সকলে যেভাবে তাঁর সেলিব্রেট করেছে, তা মনে থাকবে আজীবন।