বাংলা নিউজ > বায়োস্কোপ > Aparajita Auddy: ‘আমরা একে-অন্যের জন্যই তৈরি…’, বর নয়, প্রেমের সপ্তাহে কাকে নিয়ে এই মন্তব্য় অপরাজিতার?

Aparajita Auddy: ‘আমরা একে-অন্যের জন্যই তৈরি…’, বর নয়, প্রেমের সপ্তাহে কাকে নিয়ে এই মন্তব্য় অপরাজিতার?

অপরাজিতার ‘দোসর’ কে জানেন? 

Aparajita Auddy: তাঁর কাছেই পেয়েছেন প্রেম দিবসের প্রথম উপহার। অপরাজিতার প্রথম ভ্য়ালেন্টাইনও তিনি। গত ২৬ বছর ধরে এক ছাদের তলায় থাকেন তাঁরা। না, তিনি অভিনেত্রীর স্বামী নন। তাহলে কে? 

ভালোবাসার মাস। চারিদিকে প্রেমের গন্ধ। টেলিভিশন পাড়ার অন্যতম পরিচিত মুখ অপরাজিতা আঢ্য। ছোটপর্দার আদর্শ বউমা তিনি, বাস্তব জীবনেও লক্ষ্মীমন্ত বউ। ২৬ বছরের সুখী দাম্পত্য অপরাজিতা আঢ্য ও অতনু হাজরার। অপরাজিতার স্বামীও ইন্ডাস্ট্রির চেনা মুখ। টলিপাড়ার টেকনিশিয়ান অতনু হাজরাকে ভালোবেসে বিয়ে করেছিলেন অপরাজিতা। 

কেমন ছিল সম্পর্কের শুরুর দিনটা? জানা যায়, এক টেলিফিল্মের শ্য়ুটিংয়ে তালসারি গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই মনের কথা অপরাজিতাকে জানিয়েছিলেন অতনু। কিন্তু মন গলেনি নায়িকার। বিয়ের প্রস্তাব সরাসরি নাকোচ করে দেন। তালসারির এক বালির স্তুপে বসে শট দিচ্ছিলেন অপরাজিতা। তা শেষ হতেই অতনু এসে জানতে চান, ‘তুমি কি আমায় বিয়ে করবে?’ 

মনের মানুষের থেকে নেতিবাচক জবাবে মন ভেঙেছিল অতনুর। তবে হাল ছাড়েননি। চেষ্টা চালিয়ে গিয়েছেন অপরাজিতার মন জেতার। এই প্রেম কাহিনির সূত্রধর ছিলেন অপরাজিতার বান্ধবী অমৃতা। আজ আর তিনি বেঁচে নেই। অমৃতাকে ধরেই মনের কথা অপরাজিতার কাছে পৌঁছে দিয়েছিলেন অতনু। এরপর অমৃতার হাত ধরেই অতনুর বাড়িতে হাজির হন অপরাজিতা। অতনুর মা-কে দেখেই আলাপ জমান অপরাজিতা। প্রথম দেখাতেই দুজনেই দুজনকে আপন করে নেন। ওইদিনই অভিনেত্রী মনে মনে ঠিক করেন, এই শাশুড়িমাই তাঁকে আগলে রাখবে। তাই বিয়ে তো এই বাড়িতেই করব। 

বিয়ের ২৬ বছরেও ছবিটা বদলায়নি। বউমাকে আজও চোখে হারান অতনু হাজরার মা। শাশুড়িমা বলতে অজ্ঞান অপরাজিতা। প্রেমদিবসে অপরাজিতাকে প্রথম উপহারও দিয়েছিলেন তাঁর শাশুড়িমা। টিভি নাইন বাংলাকে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমার শাশুড়িমা-ই আমাকে জীবনে প্রথম ভ্য়ালেন্টাইনস ডে-তে বেলুন উপহার দিয়েছিলেন। সেই সময় আমি জানতামই না দিনটায় কী হয়। …. আমার শাশুড়িই সেই অর্থে আমার প্রথম ভ্যালেন্টাইন’। 

হ্যাঁ, শাশুড়ি মায়ের সঙ্গে এতটাই মজবুত বন্ডিং অপরাজিতার। অভিনেত্রীর কথায়, ‘আমি রাহু, তিনি কেতু। একই লোক দু’জনে। বিষ্ণু তাঁদের আলাদা করে। আমি মনে করি, তিনি এবং আমি মণিকাঞ্চন যোগ… আমি এবং আমার শাশুড়িমা একে-অন্যের জন্যই তৈরি।’ 

আপতত, মধ্যবয়স্কা এক মহিলার জমিয়ে বাঁচার গল্প ‘জল থই থই ভালোবাসা’য় লিড রোলে দেখা যাচ্ছে অপরাজিতাকে। এই সিরিয়ালে অপরাজিতার চরিত্রের নাম কোজাগরী বসু। অভিনেত্রীর চোখে তাঁর শাশুড়ি মা-ও একজন কোজাগরী। 

বয়স শুধুই একটা সংখ্যা! একথা শুধু কোজাগরী নয়, মনেপ্রাণে বিশ্বাস করেন অভিনেত্রী নিজে। তাঁর কথায়, ‘মানুষের কাছে বয়স কোনও ফ্যাক্টর নয়। মানুষ যা চায় সেটা করতে পারে। এই চরিত্রটার মূল কথা শেখার কোনও বয়স নেই। শিখতে চাইলে সব বয়সেই শেখা যায়।’ কোজগরীকে নিয়ে তাঁর সংযোজন, ‘ও বিশ্বাস করে বয়সটা কোনও ফ্যাক্টর নয়। এটার জন্য কনফিডেন্স তো দরকার। ওর এই জোরটা আছে, সব বয়সে সবটা করা যায়।’

বায়োস্কোপ খবর

Latest News

‘মিডিয়া আমাকেই উল্টে দোষারোপ করেছিল...’ কী নিয়ে এমন বললেন পদ্মপ্রিয়া বাবা সুনীল শেট্টির জুতোয় পা গলাতে চললেন আহান! বর্ডার ২-তে যুক্ত হয়েই লিখলেন… আজই তৈরি হতে পারে নিম্নচাপ, পুজোর আগে ভাসবে বাংলার কোন কোন জেলা? খারাপ পারফরমেন্সের শাস্তি? চার মাসের বেতন আটকে পাক ক্রিকেটারদের…শুরু নয়া বিতর্ক… সিনিয়রদের সঙ্গে বৈঠকে জুনিয়ররা, চিকিৎসক আন্দোলনে নয়া মোড় আসতে চলেছে এবার? পুজোয় বাড়িতে দই বড়া বানানোর প্ল্যান? এই নিয়মগুলি মানলে খেতে লাগবে দুর্দান্ত হার্টে স্টেন্ট বসানোর পর কিছুটা সুস্থ রজনীকান্ত, হাসপাতাল থেকে ফিরলেন বাড়ি অস্ট্রেলিয়া-দঃ আফ্রিকা বধের পর রশিদ খানের জীবনে নতুন কোচ…শুরু হল দ্বিতীয় ইনিংস… 'শেষ হয়ে যাচ্ছিলাম, মরেই যেতাম...' হঠাৎ কেন এমন বললেন দেব? ‘মানসিক সুস্থতা কামনা…’, আরজি করে নির্যাতিতার মূর্তি বসতেই কটাক্ষ তরুণজ্যোতিদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.