বাংলা নিউজ > বায়োস্কোপ > AR Rahman Reacts after Concert: 'আমাকে লোকে বলে GOAT, এবার আমি বলির পাঁঠা হলাম', হঠাৎ কেন মেজাজ হারালেন এআর রহমান?

AR Rahman Reacts after Concert: 'আমাকে লোকে বলে GOAT, এবার আমি বলির পাঁঠা হলাম', হঠাৎ কেন মেজাজ হারালেন এআর রহমান?

হঠাৎ কেন মেজাজ হারালেন এআর রহমান?

AR Rahman Reacts after Concert: এআর রহমানের কনসার্টে চরম অব্যবস্থা। অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হওয়ার জোগাড় হন দর্শকরা। শোয়ের পর মেজাজ হারিয়ে পোস্ট করলেন গায়ক। বললেন যাঁরা প্রবেশ করতে পারেননি শোতে তাঁরা যেন অভিজ্ঞতার কথা জানিয়ে মেইল করেন।

এআর রহমানের চেন্নাই শোতে রবিবার ১০ সেপ্টেম্বর এতটাই ভিড় হয়েছিল যে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। অনেকেই টাকা দিয়ে টিকিট কেটেও ভিতরে প্রবেশ করতে পারেননি। চলেছে তুমুল ধাক্কাধাক্কি। এক কথায় বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। গতকাল শোয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিতে থাকেন দর্শকরা। অবশেষে গোটা ঘটনায় মুখ খুললেন খোদ রহমান।

এ আর রহমান এদিন টুইটারে একটি পোস্ট করেন এদিনের অনুষ্ঠান নিয়ে। তিনি তাঁর পোস্টে লেখেন, 'চেন্নাইয়ের ভক্তরা, যাঁরা টিকিট কেটেও অপ্রত্যাশিত পরিস্থিতি এবং ঘটনার জন্য শো দেখতে পারেননি, ভিতরে প্রবেশ করতে পারেননি তাঁদের অনুরোধ করব তাঁরা যেন তাঁদের টিকিটের কপি arr4chennai@btos.in -এ শেয়ার করেন। নিজেদের সমস্যার কথা জানিয়ে এখানে মেইল করুন। আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে।'

তিনি কেবল টুইটার নয়, ইনস্টাগ্রামেও এই বিষয়ে পোস্ট করেন। তিনি সেখানে লেখেন, 'সকলে আমায় G.O.A.T বলেন, কিন্তু এবার আমি নাহয় বলির পাঁঠা হলাম যাতে সকলে সচেতন হন এবং চেন্নাইয়ের লাইভ আর্টে আরও উন্নতমানের পরিষেবা পান, ট্যুরিজম বাড়ে, ভিড় সামলানোর দক্ষতা বাড়ে, ট্রাফিক ম্যানেজ করতে শেখে। সকলে যেন মহিলা শিশুদের নিরাপত্তার দিকটাও খেয়াল রাখে।'

আরও পড়ুন: রবিবারের চেন্নাইয়ে রহমানের কনসার্টে চরম বিশৃঙ্খলা, টিকিট নিয়েও ঢুকতে পারলেন না অনেকে

রহমানের এই শোটি প্রাথমিক ভাবে অগস্টে হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য সেটা পিছিয়ে ১০ সেপ্টেম্বর করা হয়। এই লাইভ মিউজিক কনসার্টটি এসিটিসি ইভেন্ট আয়োজন করেছিল। কিন্তু অনভিপ্রেত ঘটনার জন্য চরম সমালোচনার মুখে পড়তে হয় এই শো-কে।

চেন্নাইয়ের এক সাংবাদিক এই ঘটনাকে অন্যতম খারাপ অভিজ্ঞতা বলে জানান। এক ব্যক্তি এদিন টুইটারে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, 'আমার দেখা সব থেকে জঘন্য কনসার্ট। ভিআইপি জোনের টিকিট ২৫,০০০ থেকে ৫০,০০০ টাকায় বিক্রি হয়েছে তারপরেও কোনও নিরাপত্তা ছিল না। গোটাটাই একটাই জোন ছিল। আয়োজকরা অতিরিক্ত টিকিট বিক্রি করেছেন। ভিআইপি এরিয়া থেকেও স্টেজ দেখা যায়নি। কোনও বাউন্সার ছিল না। সব জায়গা থেকে লোক ঢুকে পড়ছিল।'

যদিও এসব দাবি মোটেই মানতে নারাজ আয়োজকরা। তাঁদের মতে শো হাউজফুল হয়েছে। তাঁরা আবার উল্টে চেন্নাইয়ের দর্শক এবং রহমানকে ধন্যবাদ জানিয়েছেন।

বন্ধ করুন