বাংলা নিউজ > বায়োস্কোপ > A.R Rahman Concert: রবিবারের চেন্নাইয়ে রহমানের কনসার্টে চরম বিশৃঙ্খলা, টিকিট নিয়েও ঢুকতে পারলেন না অনেকে

A.R Rahman Concert: রবিবারের চেন্নাইয়ে রহমানের কনসার্টে চরম বিশৃঙ্খলা, টিকিট নিয়েও ঢুকতে পারলেন না অনেকে

রহমানের কনসার্টের বিভীষিকার ছবি ভাইরাল

A.R Rahman Concert: এ.আর রহমানের চেন্নাই কনসার্ট যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। এত ভিড়ে নাজেহাল হয়ে গিয়েছে দর্শকরা। না পেরেছেন গান শুনতে, না পেরেছে কিছু। অভিযোগের তীর আয়োজকদের দিকে।

এ.আর রহমান মানেই মুগ্ধতা। একটার পর একটা সুপারহিট গান। আর সামনে থেকে তাঁর গান শুনতে পাওয়া মানে তো আলাদাই ব্যাপার। কিন্তু সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে গিয়ে যদি ভয়ঙ্কর কিছুর সাক্ষী থাকতে হয়? যদি কনসার্টে যাওয়ার ইচ্ছেটাই চলে যায় তবে? বড় শো আয়োজন করার পর যদি সেটাকে সঠিক ভাবে ম্যানেজ না করা যায় তাহলে তার পরিণাম কী হতে পারে সেটা চেন্নাই কেন গোটা দেশ সাক্ষী থাকল রবিবার। এ.আর রহমানের এই চেন্নাই কনসার্ট যেন অনেকের কাছেই দুঃস্বপ্নের অপর নাম হয়ে থাকবে।

রবিবার, ১০ সেপ্টেম্বর এ.আর রহমানের হাজারের বেশি ভক্ত এই অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন। চেন্নাইয়ের আউটস্কার্টে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠান একেবারে সঠিক ভাবে ম্যানেজ করা হয়নি। সময় হতেই অনুষ্ঠানের ভেন্যুর সামনে ভক্তদের ভিড় বাড়তে থাকে। সকলেই অস্কার জয়ী এই গায়কের গান সামনে থেকে শুনবেন বলে ভিড় জমিয়েছিলেন। কিন্তু তারপরই বোঝেন যে কত বড় গন্ডগোলটাই না হয়েছে ভিতরে। টুইটারে অনেকেই তাঁদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। ভিডিয়ো পোস্ট করে দেখিয়েছেন জায়গাটায় যত লোক ধরতে পারে তার থেকে বেশি ভিড় হয়েছিল। এমনকি অনেককে তো টিকিট থাকা সত্বেও ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে সবটা মিলিয়ে যে একটা বিশ্রী পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা স্পষ্ট।

সোশ্যাল মিডিয়াকেই এদিন এআর রহমানের ভক্তরা বেছে নিয়েছিলেন গোটা ঘটনাকে তুলে ধরার জন্য। তাঁরা ছবি এবং ভিডিয়ো পোস্ট করে গায়কের দলকে রীতিমত তুলোধনা করেন। চরম বিশৃঙ্খলা এবং মিসম্যানেজমেন্টের জন্য একহাত নেন। এক ব্যক্তি টুইটারে লেখেন, '২০০০ টাকা দিয়ে ভক্তরা টিকিট কাটার পরেও অনুষ্ঠানে ঢুকতে পারেননি।' তিনি এই পোস্টের সঙ্গে একটি ভিডিয়ো জুড়ে দেন যেখানে দেখা হচ্ছে অনুষ্ঠানটি যে জায়গায় হয়েছিল তার গেটের কাছটা পর্যন্ত ভিড়ে ঠাসা।

আরেক ব্যক্তি লেখেন, 'ভীষণ খারাপ ভাবে অর্গানাইজ করা হয়েছিল কনসার্টটি। পুরো টাকাটাই জলে গেল। এনার্জি নষ্ট হল। এখানে গিয়ে রীতিমত স্ট্রেসড মনে হচ্ছিল, চারদিকে এত ধাক্কাধাক্কি চলছিল, মানে চরম বিরক্তিকর। ঠিক ভাবে কোনও গান শুনতেই পাইনি।'

এক ব্যক্তি ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, 'আজ আমার মধ্যে ৩০ বছরের ভক্তটা মরে গেল। একজন পারফর্মার যিনি স্টেজে পারফর্ম করছেন তিনি কী সামনে কী ঘটছে সেটা কিছুই দেখতে পাননি?'

শুধু তাঁরা নয় আরও অনেকেই এই ঘটনার ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে অতিরিক্ত ভিড়ের কারণে যেমন ধাক্কাধাক্কি হতে দেখা যাচ্ছে, তেমনই পিষে যাওয়া, আঘাত পাওয়ার ঘটনাও ঘটেছে। মোদ্দা কথায় সুষ্ঠ ভাবে অনুষ্ঠান দেখার বদলে মিসম্যানেজমেন্টের জন্য একটা বড়সড় ক্যাওস ঘটেছে।

এ.আর রহমানের ভক্তদের এদিনের ভয়াবহ ঘটনার আরও কিছু ভিডিয়ো দেখুন।

বন্ধ করুন